X
শনিবার, ১০ মে ২০২৫
২৭ বৈশাখ ১৪৩২

গার্ড অব অনারে নারী কর্মকর্তা না রাখার সুপারিশ থেকে সরে এলো সংসদীয় কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ আগস্ট ২০২১, ১৯:৩৬আপডেট : ০৮ আগস্ট ২০২১, ১৯:৩৬

বিভিন্ন মহলের তীব্র সমালোচনার মুখে মৃত্যুবরণকারী বীর মুক্তিযোদ্ধাদের ‘গার্ড অব অনার’ দেওয়ার ক্ষেত্রে নারী কর্মকর্তাদের বাদ রাখার সুপারিশ থেকে শেষ পর্যন্ত সরে এসেছে সংসদীয় কমিটি। কমিটি গত ১৩ জুনের বৈঠকের কার্যবিবরণীতে ওই সুপারিশ রাখেনি। তবে বিষয়টি আলোচনা আকারে যে ছিলো সেটা উল্লেখ করেছে।

রবিবার (৮ আগস্ট) সংসদ ভবনে অনুষ্ঠিত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত বৈঠকের কার্যবিবরণী অনুমোদন দেওয়া হয়।

জুন মাসে কমিটির বৈঠকে সুপারিশ করা হয়, বীর মুক্তিযোদ্ধাদের গার্ড অব অনার প্রদানের ক্ষেত্রে দিনের বেলায় আয়োজন করা এবং মহিলা ইউএনওর বিকল্প ব্যক্তি নির্ধারণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। এই

সুপারিশের কথা পরে সংসদ সচিবালয় থেকে বিজ্ঞপ্তি দিয়েও জানানো হয়।

সরকারের নীতিমালা অনুযায়ী, কোনও বীর মুক্তিযোদ্ধা মারা যাওয়ার পর তাকে রাষ্ট্রীয় সম্মান জানায় সংশ্লিষ্ট জেলা বা উপজেলা প্রশাসন। ডিসি বা ইউএনও সরকারের প্রতিনিধি হিসেবে সেখানে থাকেন। কফিনে সরকারের প্রতিনিধিত্বকারী কর্মকর্তা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

অনেক স্থানে উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে নারী কর্মকর্তারা রয়েছেন, আর সেখানেই আপত্তি তোলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

কমিটির ওই সুপারিশের পর নানা মহলে সমালোচনা ওঠে। সংসদের অধিবেশনে বিরোধী দল, সরকারের শরিক ও খোদ সরকারি দলের সদস্যরাও এই সুপারিশের বিষয়ে ক্ষোভ

প্রকাশ করেন।  সংসদীয় ওই কমিটির সুপারিশ যাতে বাস্তবায়ন না হয় সেজন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের দাবি ওঠে সংসদে।

রবিবার (৮ আগস্ট) বৈঠকের পর কমিটির সভাপতি মো. শাজাহান খান বাংলা ট্রিবিউনকে বলেন, “কমিটির একজন সদস্য ওই বিষয়ে আলোচনা তুলেছিন। আজ কার্যবিবরণী অনুমোদন দেওয়া হয়েছে। এতে ওই বিষয়টি বাদ দেওয়া দেওয়া হয়েছে।”

ওই কার্যবিবরণীতে দেখা গেছে, ওই বৈঠকের সিদ্ধান্ত তালিকায় ‘গার্ড অব অনারে নারী কর্মকর্তা’ বাদ দেওয়ার সুপারিশটি নেই।তবে ওই বিষয়টি কমিটির সদস্য মেজর (অব.) রফিকুল ইসলাম যে আগের বৈঠকে তুলেছিলেন কার্যবিবরণীতে সেটা উল্লেখ রয়েছে।

এদিকে, বৈঠকে মুক্তিযোদ্ধা সংসদ ও কল্যাণ ট্রাস্টের জমি-জমা সংক্রান্ত কাগজপত্র হালনাগাদের অগ্রগতি সম্পর্কিত তথ্যাদি আগামী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করা হয়।

এ বিষয়ে কমিটির সভাপতি শাজাহান খান বলেন, “আমরা মন্ত্রণালয়কে একটি কমিটি করতে বলেছি। তারা কল্যাণ ট্রাস্টের এবং মুক্তিযোদ্ধা সংসদের জমিজমার বিষয়ে হালনাগাদ তথ্য আমাদের জানাবে। কল্যাণ ট্রাস্টের প্রচুর সম্পত্তি। অনেক সম্পত্তি বেদখল হয়ে গেছে।এই পুরোটার হিসাব আমরা করতে চাই। মন্ত্রণালয়ের ওই কমিটি সংসদীয় কমিটির প্রত্যেক বৈঠকে হালনাগাদ তথ্য জানাবে।”

বৈঠকে সকল সরকারি হাসপাতালের পাশাপাশি ও ২২টি বিশেষায়িত হাসপাতালে বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে করা হবে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়।

এছাড়া জেলা অথবা উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স অফিস নিচতলায় স্থাপন করার লক্ষ্যে বিদ্যমান দোকান স্থানান্তরের সুপারিশ করা হয়।

এ বিষয়ে কমিটির সভাপতি বলেন, মুক্তিযোদ্ধাদের অফিস তিনতলায়। আর নীচে দোকান। মুক্তিযোদ্ধাদের যে বয়স তাতে তিন তলায় ওঠার সমস্যা। এজন্য আমরা বলেছি, সকল জেলা ও উপজেলায় অফিস কমপ্লেক্সে সংসদের অফিস নীচতলায় আর দোকান ওপরে নিয়ে যাওয়ার সুপারিশ করা হয়।

শাজাহান খানের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক, কাজী ফিরোজ রশীদ এবং এ কে এম রহমাতুল্লাহ বৈঠকে অংশ নেন।

/ইএইচএস/এমএস/
সম্পর্কিত
ডেমু ট্রেনের সরবরাহকারীদের তলব করলো সংসদীয় কমিটি
বিটিভির তিন জেলা প্রতিনিধি পরিবর্তনের সুপারিশ, কনটেন্ট নিয়েও আলোচনা
প্রাণিসম্পদ অধিদফতরের দুর্নীতির অভিযোগ তদন্ত করবে সংসদীয় কমিটি
সর্বশেষ খবর
দীপ্ত স্টার হান্ট বিজয়ী মিষ্টি ও শাকিব
দীপ্ত স্টার হান্ট বিজয়ী মিষ্টি ও শাকিব
সাবেক এমপি সেলিনা ইসলাম গ্রেফতার 
সাবেক এমপি সেলিনা ইসলাম গ্রেফতার 
টেস্ট থেকে অবসর চান কোহলি
টেস্ট থেকে অবসর চান কোহলি
২০৩১ সালের নারী বিশ্বকাপ হবে ৪৮ দলের
২০৩১ সালের নারী বিশ্বকাপ হবে ৪৮ দলের
সর্বাধিক পঠিত
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের
আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে বিরতি ঘোষণা, শাহবাগেই ঘুমিয়ে পড়েছেন হাসনাত
আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে বিরতি ঘোষণা, শাহবাগেই ঘুমিয়ে পড়েছেন হাসনাত
আ.লীগের নিষিদ্ধের বিষয়ে বিএনপি সুস্পষ্ট অবস্থান না নেওয়ায় ছাত্রদল নেতার পদত্যাগ
আ.লীগের নিষিদ্ধের বিষয়ে বিএনপি সুস্পষ্ট অবস্থান না নেওয়ায় ছাত্রদল নেতার পদত্যাগ