X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

‘গাড়িতে যেতে যেতে পদ্মা সেতুর সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুন ২০২২, ২১:০৮আপডেট : ২৮ জুন ২০২২, ২১:১৫

পদ্মা সেতু নিয়ে মিথ্যা দুর্নীতির অভিযোগ এনেছিল বিশ্ব ব্যাংক। ওই দুর্নীতির অভিযোগ নিয়ে যখন তদন্ত চলছিল, তখন তৎকালীন  যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছিল বিশ্ব ব্যাংক বলে জানান প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা মসিউর রহমান। তিনি বলেন, ‘গাড়িতে যেতে যেতে পদ্মা সেতুর সিদ্ধান্ত নিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

মঙ্গলবার (২৮ জুন) বিকালে ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে পদ্মা সেতু নিয়ে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।

মসিউর রহমান বলেন, ‘ওই সময়ে বিশ্ব ব্যাংকের পক্ষ থেকে আমাকে পরামর্শ দেওয়া হয়েছিল যোগাযোগমন্ত্রীর পদ থেকে সৈয়দ আবুল হোসেনকে সরিয়ে দেওয়ার জন্য। আমার উত্তর ছিল— ‘প্রধানমন্ত্রী কাউকে কেবিনেটে রাখবেন কিনা, সেই পরামর্শ দেওয়া আমার দায়িত্ব ও ক্ষমতার অতিরিক্ত।’

তিনি বলেন, ‘বিশ্ব ব্যাংকে কয়েকদফা চিঠি লিখে আমি জানিয়েছিলাম তাদের ব্যবহারশাস্ত্র (জুরিসপ্রুডেন্স) অত্যন্ত দুর্বল। এটির ওপর ভিত্তি করে তোমরা দুর্নীতি রোধ করতে পারবে না। তোমরা মানুষকে হেয় করতে পারবে, মানুষকে দুর্নাম দিতে পারবে, কিন্তু কোনও কিছু করতে পারবে না।’

পদ্মা সেতু তৈরির সিদ্ধান্তের প্রেক্ষাপট সম্পর্কে তিনি বলেন, ‘গাড়িতে যেতে যেতে পদ্মা সেতুর সিদ্ধান্ত নিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

৯০ এর দশকে পদ্মা সেতু নির্মাণের জন্য জাপানকে অনুরোধ করেছিল বাংলাদেশ। ওই সময়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ও বর্তমানে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা মসিউর রহমানের কাছে চিঠি দিয়ে বাংলাদেশের অগ্রাধিকার প্রকল্প সম্পর্কে জানতে চেয়েছিল জাপান।

প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা বলেন, পদ্মা সেতুতে সহায়তা  করার বিষয়টি জাপানের বিবেচনাধীন ছিল। বিবেচনার শেষ পর্যায়ে তারা জানায়, কোন কোন বড় প্রকল্পকে বাংলাদেশ অগ্রাধিকার দিচ্ছে সেটি যেন দ্রুত জানানো হয়। আমি তখন ওই বার্তা নিয়ে প্রধানমন্ত্রীর অফিসে গেলাম। প্রধানমন্ত্রী তখন সংসদে যাচ্ছিলেন এবং আমাকে বললেন, ‘আমার গাড়িতে আসেন। আমরা যেতে যেতে কথা বলবো।’

মসিউর রহমান বলেন, ‘সিদ্ধান্ত গ্রহণের আলাপটি এই সময়ের মধ্যে সীমাবদ্ধ। অনেক কাগজপত্র দেখে, অনেক মাথা ঘামিয়ে, অনেক চুলচেরা সিদ্ধান্ত এটি নয়। তিনি (প্রধানমন্ত্রী) আমাকে জিজ্ঞাসা করলেন— পদ্মা সেতু হলে উনার বাড়ি যেতে কত সময় লাগবে। আমি একজন ভালো আমলার মতো হিসাব করে বললাম— চার থেকে সাড়ে চার ঘণ্টা।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তখন জানতে চাইলেন— রাজধানীতে বাইরে থেকে লোক না এনে যদি রাজধানীকে মানুষের কাছে নিয়ে যাওয়া যায়, সেটি ভালো সিদ্ধান্ত।’ মানুষের কল্যাণের জন্য প্রধানমন্ত্রীর যে অন্তর্নিহিত ইচ্ছা, সেটির প্রতিফলন ছিল ওই সিদ্ধান্ত বলে  জানান তিনি। 

/এসএসজেড/এপিএইচ/
সম্পর্কিত
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে হয়ে স্বস্তিতে বাড়ি ফিরছেন ২১ জেলার মানুষ
দক্ষিণে স্বস্তির ঈদযাত্রা: পদ্মা সেতুতে ২৪ ঘণ্টায় ৪ কোটি ২৫ লাখ টোল আদায়
‘দক্ষিণবঙ্গের প্রবেশপথে’ যানবাহনের চাপ বাড়লেও বিড়ম্বনামুক্ত ঈদযাত্রা
সর্বশেষ খবর
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
এক যুগ আগে নিখোঁজ বিএনপিনেতার বাসায় পুলিশ: ডিএমপির দুঃখ প্রকাশ, এসআই প্রত্যাহার
এক যুগ আগে নিখোঁজ বিএনপিনেতার বাসায় পুলিশ: ডিএমপির দুঃখ প্রকাশ, এসআই প্রত্যাহার
হাফ ভাড়া নিয়ে তর্ক, কলেজশিক্ষার্থীকে বাস থেকে ফেলে হত্যার অভিযোগ
হাফ ভাড়া নিয়ে তর্ক, কলেজশিক্ষার্থীকে বাস থেকে ফেলে হত্যার অভিযোগ
মঞ্চ থেকে হলো জুমার আজান,  নামাজের পর বক্তব্য দেবেন নেতারা
মঞ্চ থেকে হলো জুমার আজান, নামাজের পর বক্তব্য দেবেন নেতারা
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ