X
শনিবার, ১৮ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

রানির প্লাটিনাম জুবিলি’র অনুষ্ঠানে ছিলেন শেখ রেহানা

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৯ সেপ্টেম্বর ২০২২, ১৫:৩৯আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২২, ২২:৩৪

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ ৯৬ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন বৃহস্পতিবার। তাঁর মৃত্যুতে শুক্রবার (৯ সেপ্টেম্বর) থেকে বাংলাদেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। এরমধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে ব্রিটিশ সম্রাজ্ঞীর সিংহাসনে আরোহণের ৭০ বছরপূর্তি অনুষ্ঠানের একটি ছবি প্রকাশিত হয়েছে।

ব্রিটেনের দীর্ঘতম সময়ের রানি দ্বিতীয় এলিজাবেথের সিংহাসনে ৭০ বছরপূর্তি প্লাটিনাম জুবিলি উদযাপন অনুষ্ঠানমালা ছিল এ বছরেরই ২ থেকে ৫ জুন। এই উদযাপনের একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ছোট বোন, বঙ্গবন্ধুর কনিষ্ঠকন্যা শেখ রেহানা (বাম থেকে চতুর্থ)।

বৃহস্পতিবার রাতে রানির মৃত্যুর সংবাদ পাওয়ার পরপরই শোক প্রকাশ করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোকবার্তায় তারা রানির বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।  

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে শুক্রবার (৯ সেপ্টেম্বর) জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে তিন দিন শোক পালন করা হবে। এ সময়ে বাংলাদেশের সব সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। রানির বিদেহী আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

১৯৬১ ও ১৯৮৩ সালে বাংলাদেশ সফর করেন রানি দ্বিতীয় এলিজাবেথ।

আরও পড়ুন- 

আজ থেকে ৩ দিনের রাষ্ট্রীয় শোক

সমবেদনা জানিয়ে লিজ ট্রাসকে প্রধানমন্ত্রীর চিঠি

রানি এলিজাবেথের বর্ণাঢ্য জীবন (ফটো গ্যালারি) 

যে মুহূর্তে থমকে গেলো ইতিহাস

যেসব রীতি মেনে রাজমুকুট পাবেন তৃতীয় চার্লস

পরবর্তী ১০ দিন যুক্তরাজ্যে যা হবে

রাজতন্ত্রের উত্থান–পতনের সাক্ষী ছিলেন তিনি

চার্লস এখন ব্রিটিশ রাজা

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
ব্রিটেনে এক পাউন্ডে ১৫০ টাকা, আবার দরপতন
লন্ডনে অবৈধ অভিবাসীদের খোঁজে অভিযান, বাঙালিপাড়ায় উৎকণ্ঠা
বোন রেহানাকে নিয়ে নিক্সন চৌধুরীর বাসায় শেখ হাসিনা
সর্বশেষ খবর
স্বাস্থ্য সহকারী পদে লিখিত পাস করে মৌখিকে প্রক্সি দিতে এসে ধরা
স্বাস্থ্য সহকারী পদে লিখিত পাস করে মৌখিকে প্রক্সি দিতে এসে ধরা
একক নয়, বাকশাল ছিল একটি জাতীয় দল: ওবায়দুল কাদের
একক নয়, বাকশাল ছিল একটি জাতীয় দল: ওবায়দুল কাদের
চীন সফর: শি’র মন জয়ের চেষ্টায় ব্যস্ত ছিলেন পুতিন
চীন সফর: শি’র মন জয়ের চেষ্টায় ব্যস্ত ছিলেন পুতিন
খেটে খাওয়া মানুষের ভাগ্যোন্নয়নের বাজেট দাবি
খেটে খাওয়া মানুষের ভাগ্যোন্নয়নের বাজেট দাবি
সর্বাধিক পঠিত
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
দাম কমেছে সবজি-মাংসের, তবু পরিস্থিতি অস্বাভাবিক
দাম কমেছে সবজি-মাংসের, তবু পরিস্থিতি অস্বাভাবিক
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
কোথায় কীভাবে কেএনএফ সদস্যদের প্রশিক্ষণ দেয়, জানালেন নারী শাখার প্রধান
কোথায় কীভাবে কেএনএফ সদস্যদের প্রশিক্ষণ দেয়, জানালেন নারী শাখার প্রধান