X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

বাংলাদেশে আসছেন ইইউ কমিশনার, আলোচনা হতে পারে বৈধ অভিবাসনের সুযোগ নিয়ে

শেখ শাহরিয়ার জামান
০৯ নভেম্বর ২০২২, ২১:৩০আপডেট : ১০ নভেম্বর ২০২২, ০৯:২০

দুদিনের সফরে বৃহস্পতিবার (১০ নভেম্বর) ঢাকায় আসছেন ইউরোপিয়ান ইউনিয়নের হোম অ্যাফেয়ার্স বিষয়ক কমিশনার ইলভা জোহানসেন। বৈধ অভিবাসনের সুযোগ এবং অবৈধ অভিবাসন কমানোর জন্য তিনি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও  প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।

একটি কূটনৈতিক সূত্র জানায়, গত এপ্রিলে ইউরোপিয়ান ইউনিয়ন ট্যালেন্ট পার্টনারশিপ প্রোগ্রাম ঘোষণা করেছে। এর মাধ্যমে ইইউভুক্ত দেশগুলোর বাইরে থেকে তারা লোক নিতে আগ্রহী। প্রাথমিকভাবে যে সাতটি দেশকে তারা বিবেচনায় নিয়েছে তার মধ্যে বাংলাদেশ আছে। সেই হিসাবে বৈধপথে ইউরোপে বাংলাদেশি পাঠানোর সুযোগ আরও বাড়বে।

ওই সূত্র জানায়, গত বছর ইউরোপে অবৈধপথে যত মানুষ গেছে তার মধ্যে বাংলাদেশ ও পাকিস্তানের সবচেয়ে বেশি। অবৈধপথে মানুষ আসা বন্ধ করতে চায় ইউরোপ। ইলভা জোহানসেন ইউরোপে অভিবাসন বিষয়টির জন্য দায়িত্বপ্রাপ্ত। এজন্য বিভিন্ন দিক থেকে এ সফরটি গুরুত্বপূর্ণ।

ট্যালেন্ট পার্টনারশিপ

এ প্রোগ্রামের অধীনে ইইউভুক্ত দেশগুলো তাদের নিজ নিজ চাহিদা ইউরোপিয়ান কমিশনকে জানাবে। কমিশনে কেন্দ্রীয় ব্যবস্থার অধীনে একটি ডাটাবেজ তৈরি করা হবে, প্রোগ্রাম অন্তর্ভুক্ত সাতটি দেশকে এ বিষয়ে অবহিত করা হবে। ম্যাচমেকিং হবার পরে অভিবাসন প্রক্রিয়া শুরু হবে। এটি একটি নির্দিষ্ট মেয়াদের জন্য হবে। মেয়াদ শেষে অভিবাসীরা দেশে ফেরত আসবে।

এ বিষয়ে আরেকটি কূটনৈতিক সূত্র উদাহরণ দিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, ধরা যাক ইতালি কৃষি শ্রমিক নেওয়ার জন্য কমিশনকে অবহিত করলো। কমিশনের ডাটাবেজে দেশভিত্তিক কৃষি শ্রমিক সম্পর্কিত তথ্য বিশ্লেষণ করে এক বা একাধিক দেশকে অবহিত করা হবে। এরপর আলোচনার ভিত্তিতে লোক পাঠানো হবে।

এটি প্রাথমিক অবস্থায় রয়েছে, ইইউ দেশগুলোর নিজেদের মধ্যে এবং গোটা বিষয়টিকে একটি আনুষ্ঠানিক রূপ দিতে অন্য সাতটি দেশের সঙ্গেও এই বিষয়ে আলোচনা হচ্ছে বলে তিনি জানান।

আরেকটি সূত্র জানায়, বৈধ অভিবাসন চায় বাংলাদেশ। ইইউ কমিশনারের সঙ্গে বৈঠকে এ বিষয়ে আরও জানতে চাইবে বাংলাদেশ। কীভাবে এই প্রোগ্রামটি সফল করা যায় সেটির জন্য চেষ্টা থাকবে।

অবৈধ অভিবাসন

প্রতিবছর হাজার হাজার বাংলাদেশি অবৈধ পথে বিদেশে পাড়ি জমায়। এদের বেশিরভাগের লক্ষ্য থাকে ইউরোপ বা আমেরিকা। এরমধ্যে অনেকে পথে মারা যায়। অনেকে অত্যাচারের শিকার হয়ে ফেরত আসে। কিছু সংখ্যক গন্তব্যে পৌঁছাতে পারে। অবৈধভাবে ইউরোপে অবস্থানরত বাংলাদেশিদের ফেরত আনার জন্য একটি চুক্তি আছে, এর অধীনে ফেরতও আনা হয়। এরপরও অবৈধ পথে যাওয়া কমছে না। এটি ইউরোপের নিরাপত্তার জন্য ঝুঁকি এবং এজন্য এটি বন্ধ করতে চায় ইইউ।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক আরেক কর্মকর্তা বলেন, এটি আমাদের জন্য বিব্রতকর। একদিকে তারা নিজেদের প্রাণকে ঝুঁকির মুখে ফেলছে, অন্যদিকে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। এটি ঠেকানোর জন্য সরকারের বিভিন্ন পরিকল্পনা ও কার্যক্রম চলমান আছে। সেটিকে আরও শক্তিশালী করার জন্য ইইউ কমিশনারের সঙ্গে আলোচনা হতে পারে।

নিরাপত্তা সহযোগিতা

অভিবাসনের সঙ্গে আরও কিছু নিরাপত্তা ইস্যু জড়িত আছে। এরমধ্যে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক মানবপাচার চক্র, মাদক পাচারসহ অন্যান্য নিরাপত্তা বিঘ্নকারী ইস্যু নিয়েও আলোচনার সুযোগ আছে এই সফরে।

এক কর্মকর্তা বলেন, সামগ্রিকভাবে অবৈধ অভিবাসনের সঙ্গে আরও অনেক অপরাধমূলক কর্মকাণ্ড জড়িত থাকে, যা গোটা নিরাপত্তা ব্যবস্থার জন্য চ্যালেঞ্জ। এ ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজন থাকে। কারণ, এটি একটি নির্দিষ্ট দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে না।

/এমআর/এমওএফ/
সম্পর্কিত
যুক্তরাজ্যের অভিবাসন আইনে আসছে ব্যাপক পরিবর্তন
বাংলাদেশ থেকে নিরাপদ অভিবাসন নিশ্চিতে পদক্ষেপ নেবে ইতালি
ইতালির সঙ্গে মাইগ্রেশন অ্যান্ড মবিলিটি চুক্তির সম্ভাবনা
সর্বশেষ খবর
কান উৎসবে নিষিদ্ধ হলো ‘নগ্নতা’
কান উৎসবে নিষিদ্ধ হলো ‘নগ্নতা’
বাংলা ট্রিবিউনের এক যুগে পদার্পণে বাংলাদেশ ন্যাপের শুভেচ্ছা
বাংলা ট্রিবিউনের এক যুগে পদার্পণে বাংলাদেশ ন্যাপের শুভেচ্ছা
জমি নিয়ে সংঘর্ষে আহত ৪, কৃষকের কব্জি বিচ্ছিন্ন
জমি নিয়ে সংঘর্ষে আহত ৪, কৃষকের কব্জি বিচ্ছিন্ন
শিল্পী ও সাবেক এমপি মমতাজের সাত দিনের রিমান্ড আবেদন
শিল্পী ও সাবেক এমপি মমতাজের সাত দিনের রিমান্ড আবেদন
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
স্বর্ণের দাম আবার কমলো
স্বর্ণের দাম আবার কমলো
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়