X
সোমবার, ১২ মে ২০২৫
২৯ বৈশাখ ১৪৩২

ঢাবিতে বিশেষ সমাবর্তন শুরু, হরতাল উপেক্ষা করেই যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঢাবি প্রতিনিধি
২৯ অক্টোবর ২০২৩, ১১:৪৭আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ১২:১৩

বিএনপি-জামায়াতের হরতালের মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মরণোত্তর ‘ডক্টর অব লজ’ ডিগ্রি দিতে বিশেষ এই সমাবর্তনের আয়োজন করা হয়েছে।

গতকাল শনিবার রাজধানীতে ছিল রাজনৈতিক উত্তাপ, সংঘর্ষ, সংঘাত। আর রবিবার হরতাল পালন করছে বিএনপি-জামায়াত ও গণতন্ত্র মঞ্চ। এই হরতাল উপেক্ষা করেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বিশেষ সমাবর্তনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, রবিবার (২৯ অক্টোবর) সকাল ১১টার দিকে সমাবর্তন শুরু হয়। উদ্বোধনের পর বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এর আগে সকাল ১০টা ৫০ মিনিটে সমাবর্তন শোভাযাত্রা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল থেকে শুরু হয়ে সমাবর্তন মঞ্চে প্রবেশ করে। এরপর সকাল ১১টায় জাতীয় সঙ্গীত পরিবেশন হয়। ১১টা ১ মিনিটে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সমাবর্তনের উদ্বোধন ঘোষণা করেন।

পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠ করা হয়। এরপর সাংস্কৃতিক পরিবেশনার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ও বঙ্গবন্ধুকে নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। সাড়ে ১১টায় সমাবর্তন বক্তা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্রেস্ট দেওয়া হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ সমাবর্তনে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আজ এই সমাবর্তনে প্রো-উপাচার্য(শিক্ষা) অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামালের উপস্থাপনায় জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে (মরণোত্তর) ডক্টর অব লজ ডিগ্রি দেওয়া হবে। এরপর উপাচার্য বক্তব্য রাখবেন। বেলা পৌনে ১২টায় বিশেষ অতিথি বক্তব্য রাখবেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি।

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাবেন কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ। সমাবর্তন বক্তার সাইটেশন প্রদর্শন করবেন প্রো-উপাচার্য(প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ। দুপুর ১২টা ২মিনিটে সমাবর্তন বক্তার ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ এরপর উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সমাবর্তনের সমাপ্তি ঘোষণা করার মাধ্যমে এই বিশেষ সমাবর্তন শেষ হবে।

আজ হরতালের প্রভাব পড়েনি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। শাহবাগে জাতীয় জাদুঘর, পুলিশ বক্স ও বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তনে সাংস্কৃতিক পরিবেশনা

এদিকে বিশেষ সমাবর্তন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে আগেই সবার সহযোগিতা চান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চিকিৎসার জন্য সিঙ্গাপুরের অবস্থান করায় ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ ১৯৭৩ আর্টিকেল ১০ (১) অনুযায়ী, রাষ্ট্রপতির অনুমতিক্রমে উপাচার্য আখতারুজ্জামানের সভাপতিত্বে বিশেষ সমাবর্তনে বক্তা হিসেবে থাকছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তনে বক্তব্য রাখছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান

বিশেষ সমাবর্তনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, অ্যালামনাই, রেজিস্টার্ড গ্র্যাজুয়েট এবং অতিথিসহ প্রায় ১৮ হাজার গণ্যমান্য ব্যক্তি অংশ নিচ্ছেন। এদের মধ্যে শিক্ষার্থী  ১২ হাজার ৪৯৬ জন, শিক্ষক প্রায় ৭৫০ জন, রেজিস্টার্ড গ্র্যাজুয়েট ১০০০ জন, অ্যালামনাই ৫০০ জন, বিদেশি শিক্ষক-শিক্ষার্থী প্রায় ১৫০ জন এবং অতিথি থাকবেন প্রায় তিন হাজার।

/সিএ/এফএস/
সম্পর্কিত
গণতান্ত্রিক অধিকার কমিটির প্রতিবাদ‘জনগণের মতামত ছাড়া করিডোর-বন্দর চুক্তির সিদ্ধান্ত সরকার নিতে পারে না’
দক্ষিণখানে প্রতিবন্ধীর ব্যবসা দখল বিএনপি নেতার, প্রতিবাদে মানববন্ধন
বনশ্রীতে শিশু ধর্ষণের অভিযোগে গৃহকর্তা গ্রেফতার
সর্বশেষ খবর
তিব্বতে ৫.৭ মাত্রার ভূমিকম্পের আঘাত
তিব্বতে ৫.৭ মাত্রার ভূমিকম্পের আঘাত
দিনাজপুরের সড়কে দুই মোটরসাইকেল আরোহী নিহত
দিনাজপুরের সড়কে দুই মোটরসাইকেল আরোহী নিহত
এক্স-রে ও সিটিস্ক্যান করাতে ভোগান্তির শিকার রোগীরা
ময়মনসিংহ মেডিক্যাল হাসপাতালে ফিল্ম সংকটএক্স-রে ও সিটিস্ক্যান করাতে ভোগান্তির শিকার রোগীরা
টিভিতে আজকের খেলা (১২মে, ২০২৫)
টিভিতে আজকের খেলা (১২মে, ২০২৫)
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
যুক্তরাজ্যের অভিবাসন আইনে আসছে ব্যাপক পরিবর্তন
যুক্তরাজ্যের অভিবাসন আইনে আসছে ব্যাপক পরিবর্তন
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যে আইনি ব্যাখ্যা দিলেন ব্যারিস্টার কাজল
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যে আইনি ব্যাখ্যা দিলেন ব্যারিস্টার কাজল