X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

সদরঘাট থেকে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা

জবি প্রতিবেদক
১৭ নভেম্বর ২০২৩, ১৫:৪৮আপডেট : ১৭ নভেম্বর ২০২৩, ১৫:৫৭

ঘূর্ণিঝড় ‘মিধিলি’র প্রভাবে ঢাকা নদীবন্দরে ৩ নম্বর বিপদ সংকেত ঘোষণা করা হয়েছে। ফলে সদরঘাট টার্মিনাল থেকে দক্ষিণাঞ্চলের সব রুটে লঞ্চসহ যাত্রীবাহী সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (১৭ নভেম্বর) সকালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগ এ নির্দেশনা দিয়েছে।

শুক্রবার সকাল থেকে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়, ফলে ফিরে যেতে বাধ্য হন যাত্রীরা

বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিএ নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের ঢাকা নদীবন্দরের যুগ্ম পরিচালক ইসমাইল হোসাইন বাংলা ট্রিবিউনকে বলেন, বৈরী আবহাওয়ার কারণে সব যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ করা হয়েছে। পরিবর্তী নির্দেশনা দেওয়া না পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে।

রাজধানী থেকে দক্ষিণাঞ্চলের সব গন্তব্যে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে

এদিকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে সদরঘাটে এসে লঞ্চ না পেয়ে বিপাকে পড়েছেন দক্ষিণাঞ্চলগামী যাত্রীরা। অবরোধের কারণে অধিকাংশ যাত্রীই শুক্রবার সদরঘাট এসেছিলেন দক্ষিণাঞ্চলের নিজ গন্তব্যে যাওয়ার জন্য। লঞ্চ বন্ধ থাকায় অপেক্ষা করে অনেকেই ছুটে যাচ্ছেন সায়দাবাদ বাস টার্মিনালে। আবার অনেককে ফিরে যেতেও দেখা গেছে।

সদরঘাট এলাকার খেয়া পারাপার চলছে

ভোলাগামী যাত্রী রাকীব ফরাজী বলেন, মিরপুর-২ থেকে এই বৃষ্টির মধ্যে সদরঘাট আসলাম। এসে দেখি লঞ্চ নেই। অপেক্ষা করছিলাম যদি লঞ্চ ছাড়ে। কিন্তু সবাই বলছে ছাড়বে না। তাই এখন আবার মিরপুর চলে যাবো।

বরিশালগামী যাত্রী নূর আলম বলেন, প্রতিদিন অবরোধ-ঝামেলা, তাই শুক্রবার আসলাম বাড়ি যাবো বলে। এসে দেখি লঞ্চ যাবে না। এখন সায়দাবাদ যাবো ভাবছি।

ঝড়ো আবহাওয়ায় সব ধরনের নৌযান চলাচল বন্ধ, যাত্রীরা এসে ফিরে যাচ্ছেন সদরঘাট থেকে

লঞ্চ চলাচল বন্ধ থাকলেও স্বাভাবিক আছে সদরঘাট এলাকার খেয়া পারাপার অব্যাহত আছে। যাত্রী কম হলেও ওয়াইজ ঘাট ও নীলকুঠি ঘাট থেকে পারাপার করছেন খেয়া মাঝিরা। বৃষ্টির কারণে যাত্রীদের ছাতা মাথায় দিয়েই খেয়া পারাপার হতে দেখা যায়।

ছবি: নাসিরুল ইসলাম। 

/এফএস/
সম্পর্কিত
বুদ্ধ পূর্ণিমায় ঢাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের স্বপদে পুনর্বহালের দাবি
মোহাম্মদপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৩
সর্বশেষ খবর
জুমার পর বড় জমায়েতের পরিকল্পনা আন্দোলনকারীদের, চলছে মঞ্চ নির্মাণ
জুমার পর বড় জমায়েতের পরিকল্পনা আন্দোলনকারীদের, চলছে মঞ্চ নির্মাণ
আ.লীগ নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে রাতভর ছাত্র-জনতা ও শিবিরের বিক্ষোভ
আ.লীগ নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে রাতভর ছাত্র-জনতা ও শিবিরের বিক্ষোভ
যেসব পুষ্টি উপাদানের অভাবে চুল পড়ে
যেসব পুষ্টি উপাদানের অভাবে চুল পড়ে
আ.লীগ নেত্রীর মেয়ের নাম জুলাইযোদ্ধাদের তালিকায়, প্রতিবাদ করায় শিক্ষার্থীকে কুপিয়ে জখম
আ.লীগ নেত্রীর মেয়ের নাম জুলাইযোদ্ধাদের তালিকায়, প্রতিবাদ করায় শিক্ষার্থীকে কুপিয়ে জখম
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ