X
রবিবার, ১৯ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

নারীর জন্য বিনিয়োগ বাড়ালে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে: ডেপুটি স্পিকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মার্চ ২০২৪, ১৫:৪২আপডেট : ০৯ মার্চ ২০২৪, ১৫:৪২

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেছেন, বাংলাদেশ নারীর উন্নয়নে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। পুরুষের সঙ্গে সমানতালে নারীরা দেশের উন্নয়নে ভূমিকা রাখছে। নারীর জন্য যত বেশি বিনিয়োগ বাড়বে, দেশের উন্নয়ন তত ত্বরান্বিত হবে।

শনিবার (৯ মার্চ) রাজধানীর প্রেস ক্লাবে জহুর হোসাইন চৌধুরী হলে ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৪’ উপলক্ষে ‘ইনভেস্ট ইন উইমেন এক্সেলারেট গ্রোথ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ডেপুটি স্পিকার এসব কথা বলেন।

সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক (গণসংযোগ) মো. শোয়াইবের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ সানজিদা খানম ও জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিস গুইন লুইস।

ডেপুটি স্পিকার বলেন,  ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা অর্জনে নেতৃত্ব দিয়েছেন। তিনি দেশ স্বাধীন করে নারী উন্নয়নের ভীত রচনা করে দিয়েছেন। আর বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর উন্নয়নে ইতিহাস সৃষ্টি করেছেন।’

শামসুল হক টুকু বলেন, ‘স্বাধীনতার পর দেশে ফিরেই জাতির পিতা ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, নারী-পুরুষ সমতা তৈরি করে সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে দেশ পরিচালনা শুরু করেন। দেশের উন্নয়নে নারীবান্ধব পরিকল্পনা গ্রহণের মাধ্যমে উন্নয়ন কৌশল প্রণয়ন করেন। নারীর উত্থানের জন্য ১৯৭২ সালে তিনি একটি দিক নির্দেশনা দিয়ে গিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘বর্তমান সরকার নারীর রাজনৈতিক ও  অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করেছে। সংসদে সরাসরি ও সংরক্ষিত আসনে আরও বেশি সংখ্যক নারীকে নির্বাচিত হওয়ার সুযোগ তৈরি করেছে। এছাড়া স্থানীয় সরকার, প্রশাসনসহ দেশের সব সেক্টরে নারীরা বড় মাত্রায় ভূমিকা রাখছেন।’

সভাপতির বক্তব্যে ফরিদা ইয়াসমিন বলেন, ‘জেন্ডার বাজেটে আরও বেশি বরাদ্দ প্রয়োজন  এবং প্রাপ্ত বাজেটের যথাযথ বাস্তবায়ন করতে হবে। নারীর জন্য বিনিয়োগ সরকার ও পরিবার উভয়কেই করতে হবে। শুধু আর্থিক বিনিয়োগ নয়, মানসিক বিনিয়োগও করতে হবে।’

স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত  সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

/ইএসএইচ/এপিএইচ/
সম্পর্কিত
‘কমলা ভাসিন অ্যাওয়ার্ডের’ জন্য আবেদকারীদের দৃষ্টি আকর্ষণ
দক্ষ নারী কর্মীদের বিদেশে কর্মসংস্থানে উদ্যোগী হবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়
হাজারীবাগে কাভার্ডভ্যানের ধাক্কায় পথচারী নিহত
সর্বশেষ খবর
চলমান সংকট থেকে উত্তরণে তরুণদের এগিয়ে আসার আহ্বান মেননের
চলমান সংকট থেকে উত্তরণে তরুণদের এগিয়ে আসার আহ্বান মেননের
কানে ঝুলছে বাংলাদেশের দুল!
কান উৎসব ২০২৪কানে ঝুলছে বাংলাদেশের দুল!
ধোনি-জাদেজার লড়াই ছাপিয়ে প্লে অফে বেঙ্গালুরু
ধোনি-জাদেজার লড়াই ছাপিয়ে প্লে অফে বেঙ্গালুরু
হীরকজয়ন্তীর পর সংগঠনে মনোযোগ দেবে আ.লীগ
হীরকজয়ন্তীর পর সংগঠনে মনোযোগ দেবে আ.লীগ
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে