X
রবিবার, ০৪ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

পদ্মা সেতুর সমাপনী অনুষ্ঠানে আবুল হোসেনকে স্মরণ করলেন সেতুমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুলাই ২০২৪, ১৭:৫৫আপডেট : ০৫ জুলাই ২০২৪, ১৮:৪৯

পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আজ সৈয়দ আবুল হোসেন নেই। নামটা ভুলে গেলে চলে না। কারণ সূচনালগ্নে আবুল হোসেন ছিলেন, আজ তিনি পরলোকে। আমি তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।

শুক্রবার (৫ জুলাই) বিকালে পদ্মা সেতুর উত্তর থানা সংলগ্ন মাঠে প্রকল্পের মেয়াদ শেষের সমাপনী এবং সুধী সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসময় মঞ্চে উপস্থিত ছিলেন।

মরহুম সৈয়দ আবুল হোসেন আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সরকারের যোগাযোগমন্ত্রী ছিলেন। তিনি যোগাযোগমন্ত্রী থাকাকালেই পদ্মা সেতু প্রকল্পের কাজ শুরু হয়। তবে দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক বিনিয়োগ থেকে সরে গেলে বিতর্কের মুখে পড়েন তিনি। শেষ পর্যন্ত মন্ত্রিত্ব থেকে শুরু করে সংসদ সদস্য পদ পর্যন্ত হারাতে হয়েছে তাকে। এমনকি একপর্যায়ে দলীয় পদও খোয়ান এই রাজনীতিক। যদিও পরে কানাডার আদালতে সম্ভাব্য দুর্নীতির এই অভিযোগ খারিজ হয়ে যায়। এরপর তার প্রতি রাজনৈতিক সহানুভূতি বাড়লেও আমৃত্যু ছিলেন পর্দার অন্তরালেই। ২০২৩ সালের ২৫ অক্টোবর ৭২ বছর বয়সে মারা যান সৈয়দ আবুল হোসেন। 

অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, ‘ইতিহাসে সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক অর্জন বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা। বাঙালি জাতির ইতিহাসে আরেক অর্জন নিজের টাকায় পদ্মা সেতু। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সব অর্জনের কথা বলতে গেলে অনেক সময় লেগে যাবে। তবে তার সর্বশ্রেষ্ঠ অর্জনটি হলো নিজের টাকায় পদ্মা সেতু করা। শেখ মুজিবের কন্যা বলেই হয়তো এই সাহস করতে পেরেছেন।’

সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্য অতিথিরা

তিনি বলেন, ‘বিশ্বব্যাংক আমাদের হতাশ করে চলে গেলো, অপবাদ দিয়ে পদ্মা সেতু থেকে সরে গেলো। ২০১২ সালের জুলাই মাসে জাতীয় সংসদে দাঁড়িয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা ঘোষণা দিলেন—আমাদের টাকায় পদ্ম সেতু করবো। নেত্রীর ঘোষণা নিয়ে শোরগোল... পাগল নাকি! বিশ্বব্যাংক যদি পদ্মা সেতু না করে, আমাদের কী এমন টাকা আছে যে নিজেরাই করতে পারবো! আমাকে উদ্দেশ করেও কত কথাই না কতজন বলেছে। আজ আমরা পদ্মা সেতুর সমাপনী অনুষ্ঠান করছি।’

পদ্মা সেতু হওয়ায় যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ার কথা উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘কমিটমেন্ট কাকে বলে! এই পদ্মার আকাশে দুর্যোগের ঘনঘটা! মনে আছে ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ঘন কুয়াশা ও দুর্যোগপূর্ণ আবহাওয়া। প্রথম স্প্যান বসানোর সময় নেত্রী ছিলেন ওয়াশিংটনে। নেত্রীকে ফোন করে বললাম—প্রথম স্প্যানটা বসানোর জন্য আপনার অপেক্ষা করবো। আপনার উপস্থিতিতে প্রথম স্প্যানটা বসাতে চাই। তিনি বললেন—আমার জন্য পদ্মা সেতুর কাজ এক মিনিটও অপেক্ষা করা যাবে না। এই কমিটমেন্টের সোনালি ফসল আজকের এই পদ্মা সেতু।’

সেতু তৈরির সময় নদীর দুই প্রান্তে ভাঙনসহ প্রতিকূলতার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘তখন আমার দুচোখ ভরা পানি। এত কষ্ট সবই বুঝি বৃথা যাচ্ছে। একই অবস্থা প্রকল্পের অন্যদেরও। নেত্রী পানিসম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে কন্ট্রাক্ট করে যত দরকার, না থাকলে জিও ব্যাগ সরবরাহ করতে বললেন। এই হলো বিচক্ষণ, দূরদর্শী ও সাহসী নেতৃত্ব।’

/এমআরএস/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
কাদের-হাছানসহ ১০ জনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারি করতে চিঠি
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে হয়ে স্বস্তিতে বাড়ি ফিরছেন ২১ জেলার মানুষ
দক্ষিণে স্বস্তির ঈদযাত্রা: পদ্মা সেতুতে ২৪ ঘণ্টায় ৪ কোটি ২৫ লাখ টোল আদায়
সর্বশেষ খবর
আর্সেনালের মাঠে জিতে বোর্নমাউথের ইতিহাস
আর্সেনালের মাঠে জিতে বোর্নমাউথের ইতিহাস
আর্সেনাল ম্যাচের ১০ জনকে বেঞ্চে রেখে লিগে টানা হার পিএসজির
আর্সেনাল ম্যাচের ১০ জনকে বেঞ্চে রেখে লিগে টানা হার পিএসজির
ঢাকার দুই সিটিকে একীভূত করার যৌক্তিকতা কী
ঢাকার দুই সিটিকে একীভূত করার যৌক্তিকতা কী
চেন্নাইয়ের বিপক্ষে বেঙ্গালুরুর ২ রানের শ্বাসরুদ্ধকর জয়
চেন্নাইয়ের বিপক্ষে বেঙ্গালুরুর ২ রানের শ্বাসরুদ্ধকর জয়
সর্বাধিক পঠিত
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন