২০২৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে পারমাণবিক অস্ত্রবিরোধী সংস্থা নিহন হিদানকিও। জাপানি সংস্থাটিকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় এক বার্তায় এ তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
২০০৬ সালে শান্তিতে নোবেল বিজয়ী ড. ইউনূস তার শুভেচ্ছা বার্তায় বলেন, পারমাণবিক নিরস্ত্রীকরণ এবং শান্তির প্রতি আপনাদের অটল প্রতিশ্রুতি আমাদের সবার জন্য অনুপ্রেরণা। হিরোশিমা এবং নাগাসাকির ভয়াবহতা যাতে কখনও ভুলে না যায়, তা নিশ্চিত করতে এই সংস্থার ওকালতি এবং অক্লান্ত প্রচেষ্টা আমাদের নিরাপদ বিশ্বের সন্ধানে গভীরভাবে অনুরণিত হয়। আপনাদের সাহস এবং উৎসর্গের জন্য ধন্যবাদ। আবারও আন্তরিক অভিনন্দন।
এর আগে আজ শুক্রবার (১১ অক্টোবর) নরওয়ের স্থানীয় সময় সকাল ১১টায় এই ঘোষণাটি আসে। রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি নরওয়ের রাজধানী অসলোর নোবেল ইনস্টিটিউট থেকে এ পুরস্কারের জন্য তার নাম ঘোষণা করে।
জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা বিস্ফোরণে বেঁচে যাওয়া ব্যক্তিদের নিয়ে এই সংস্থাটি গঠন করা হয়। পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার প্রচেষ্টা এবং পারমাণবিক অস্ত্র যে আর কখনও ব্যবহার করা উচিত নয় তা প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যের মাধ্যমে প্রদর্শনের জন্য সংস্থাটিকে এই পুরস্কার দেওয়া হলো।
নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউট এ বছরের শান্তি পুরস্কারের জন্য মোট ২৮৬ জন প্রার্থীর নাম নিবন্ধন করেছিল। এর মধ্যে ১৯৭ জন ব্যক্তি ও ৮৯টি সংস্থা ছিল। ১৯০১ থেকে ২০২৪ সাল পর্যন্ত শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে মোট ১১৪টি। ১১১ ব্যক্তি ও ৩১ সংস্থা মিলে মোট বিজয়ীর সংখ্যা ১৪২।