X
সোমবার, ১৭ মার্চ ২০২৫
৩ চৈত্র ১৪৩১

‘ভারত মহাসাগরীয় দেশগুলোর বিকাশে পারস্পরিক সম্মান নিশ্চিত করতে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৬ ফেব্রুয়ারি ২০২৫, ২০:০৩আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৪৩

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ভারত মহাসাগরীয় অঞ্চলে প্রতিটি উপকূলীয় দেশকে নিশ্চিত করা উচিত যে পারস্পরিক আস্থা, সম্মান এবং সমস্বার্থের বোঝাপড়ার ভিত্তিতে যেন তাদের প্রবৃদ্ধি ও সমৃদ্ধি হয়। যাতে সব উপকূলীয় দেশ একসঙ্গে বিকাশের জন্য একে অপরকে সহযোগিতা করে। 

রবিবার (১৬ ফেব্রুয়ারি) ওমানে অনুষ্ঠিত ইন্ডিয়ান ওশান কনফারেন্সে এক প্ল্যানারি সেশনে তিনি এসব কথা বলেন। 

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, একটি সমুদ্র উপকূলীয় রাষ্ট্র হিসেবে বাংলাদেশ দীর্ঘকাল ধরে সামুদ্রিক কার্যক্রমের একটি বড় কেন্দ্রবিন্দু। বাংলাদেশ ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন এবং ইন্টারন্যাশনাল সিবেড অথরিটিসহ বিভিন্ন আঞ্চলিক প্ল্যাটফর্মে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। আমরা ভারত মহাসাগরজুড়ে আমাদের অংশীদারত্বকে শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ, উদীয়মান চ্যালেঞ্জগুলো মোকাবিলা এবং এই অঞ্চলের সুযোগগুলো গ্রহণ করতে প্রস্তুত।

তিনি বলেন, জলদস্যুতা, সশস্ত্র ডাকাতি, মানবপাচার, অবৈধ অস্ত্র ব্যবসা এবং অবৈধ ও অনিয়ন্ত্রিত মাছ শিকার, সামুদ্রিক নিরাপত্তা হুমকি এবং এগুলো মোকাবিলায় আমাদের যথাযথ পদক্ষেপ নিতে হবে। আমাদের নিয়ন্ত্রক এবং প্রশাসনিক সমস্যাগুলো সমাধান করতে হবে। 

তৌহিদ হোসেন বলেন, মূল সামুদ্রিক রুটে দুর্বলতার কারণে বিশ্ব অর্থনীতি, খাদ্য নিরাপত্তা এবং জ্বালানি সরবরাহ ঝুঁকির মধ্যে রয়েছে। এই একাধিক চ্যালেঞ্জ এবং অন্যান্য ভূ-অর্থনৈতিক এবং ভূ-কৌশলগত কারণগুলোর জন্য দেশগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধি করা প্রয়োজন। দুর্বলতা মোকাবিলা এবং সক্ষমতা বাড়ানোর জন্য আমাদের অবশ্যই ব্যবস্থা নিতে হবে।

তিনি বলেন, বৈশ্বিক বাণিজ্যের উন্নতি, খরচ কমানো এবং সারা বিশ্বে পণ্যের মসৃণ প্রবাহ নিশ্চিত করার জন্য মেরিটাইম সাপ্লাই চেইনকে শক্তিশালী করা এবং প্রতিবন্ধকতা কাটিয়ে ওঠা প্রয়োজন। 

উপদেষ্টা আরও বলেন, মেরিটাইম সাপ্লাই চেইনকে শক্তিশালী করার জন্য প্রযুক্তি, অবকাঠামোগত উন্নতি, কৌশলগত পরিকল্পনা, ঝুঁকি ব্যবস্থাপনার কৌশল এবং আন্তসীমান্ত সহযোগিতার সমন্বয়ে একটি সামগ্রিক পদ্ধতি দরকার। আমাদের সামুদ্রিক যোগাযোগ সহজতর করতে হবে এবং বাণিজ্য বাধা কমাতে হবে।  ভিসা ব্যবস্থা উদারীকরণের কথাও বিবেচনা করতে হবে। বিশেষ করে আমাদের নাবিকদের জন্য ভিসা এবং অন্যান্য প্রশাসনিক প্রক্রিয়া সহজ করা, তাদের সুযোগ-সুবিধা নিশ্চিত করা। কারণ সামুদ্রিক সরবরাহ চেইন বজায় রাখার ক্ষেত্রে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

/এসএসজেড/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
অন্তর্বর্তী সরকার আগামী দিনের সবকিছুর দায়িত্ব নিতে চাচ্ছে: আমির খসরু
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র: এনডিটিভিকে মার্কিন গোয়েন্দা প্রধান
তুলাকে শিগগিরই কৃষিপণ্য ঘোষণা করা হবে: পররাষ্ট্র উপদেষ্টা
সর্বশেষ খবর
দ্বিতীয় মেয়াদের জন্য ট্রাম্প অনেক বেশি প্রস্তুত: মোদি
দ্বিতীয় মেয়াদের জন্য ট্রাম্প অনেক বেশি প্রস্তুত: মোদি
ঈদযাত্রায় সড়কে দুর্ঘটনা রোধে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান
ঈদযাত্রায় সড়কে দুর্ঘটনা রোধে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান
প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠানের সংস্কার করতে হবে: ইসলামী আন্দোলন
প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠানের সংস্কার করতে হবে: ইসলামী আন্দোলন
ধানমন্ডিতে চলছে হাল ফ্যাশন ঈদমেলা
ধানমন্ডিতে চলছে হাল ফ্যাশন ঈদমেলা
সর্বাধিক পঠিত
জাতিসংঘ মহাসচিবের সফরে এক ঢিলে তিন পাখি
জাতিসংঘ মহাসচিবের সফরে এক ঢিলে তিন পাখি
ফুল কিনতে যাওয়া তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, দুই ছাত্রদল নেতাসহ আটক ৪
ফুল কিনতে যাওয়া তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, দুই ছাত্রদল নেতাসহ আটক ৪
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র: এনডিটিভিকে মার্কিন গোয়েন্দা প্রধান
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র: এনডিটিভিকে মার্কিন গোয়েন্দা প্রধান
সোমবার বেবিচক কর্মচারীদের বিক্ষোভ
সোমবার বেবিচক কর্মচারীদের বিক্ষোভ
বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল
বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল