X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধের দাবিতে রাজধানীতে নারীদের মশাল মিছিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মার্চ ২০২৫, ০০:২৮আপডেট : ০৬ মার্চ ২০২৫, ০০:৪৯

প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধের দাবিতে রাজধানীর লালমাটিয়ায় মশাল মিছিল করেছেন বিভিন্ন বয়সের শতাধিক নারী। বুধবার (৫ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে ‘মোহাম্মদপুরবাসী’ ব্যানারে এ মিছিল অনুষ্ঠিত হয়। পরে এই মিছিলে স্থানীয় বাসিন্দারাও সংহতি জানিয়ে যোগ দেন।

মিছিলে অংশগ্রহণকারীরা ‘নেশাখোরদের আস্তানা, এই বাংলায় হবে না’, ‘ধূমপান নিষিদ্ধ কর, করতে হবে’, 'তামাক পণ্য চলবে না, চলবে না', 'তোমার নেশা, আমার ক্ষতি' এমন বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তাদের দাবি, প্রকাশ্যে ধূমপান শুধু ধূমপায়ীদের ক্ষতি করছে না, বরং শিশুসহ অধূমপায়ীদেরও মারাত্মক ক্ষতির মুখে ফেলছে। 

মিছিলে অংশ নেওয়া স্থানীয়রা জানান, লালমাটিয়া এলাকায় মাদকের অবাধ বিস্তার ঘটছে। বিশেষ করে, বিভিন্ন বয়সের ছেলে-মেয়েরা প্রকাশ্যে মাদক গ্রহণ করছে, যা শিশু-কিশোরদের বিপথগামী করছে। 

মশাল মিছিলে অংশ নেওয়া নারীরা।

তারা বলেন, 'কয়েকদিন আগে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে। সেই ঘটনাকে কেন্দ্র করে ভারতীয় সংবাদমাধ্যমে মিথ্যা তথ্য প্রচার করা হয়েছে। এসব কারণে আমাদের সমাজে আরও বেশি নৈরাজ্য ছড়িয়ে পড়ছে।'

মিছিলে অংশ নেওয়া সামিনা ইয়াসমিন বলেন, ‘ধূমপানের কারণে নানা ধরনের শারীরিক ক্ষতি হচ্ছে। বিশেষ করে, প্রকাশ্যে ধূমপানের ফলে শিশু ও সাধারণ মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা সরকারের কাছে দাবি জানাই- সারাদেশে প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ করা হোক এবং মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।'

ধূমপান নিষিদ্ধের কঠোর আইন বাস্তবায়নের আহ্বান

মিছিলে অংশগ্রহণকারীরা বাংলাদেশের ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইনের (২০০৫) কঠোর বাস্তবায়নের দাবি জানান। তারা বলেন, সর্বজনীন ধূমপান নিষিদ্ধ করা হোক। অবৈধ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। তামাকজাত দ্রব্য বিক্রির বিরুদ্ধে আরও কঠোর নজরদারি করা হোক।

মিছিলে অংশ নেওয়া সুমাইয়া ঐশী নামে এক শিক্ষার্থী বলেন, 'আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হলে এখনই কঠোর ব্যবস্থা নিতে হবে। ধূমপান ও মাদকমুক্ত সমাজ গড়তে হলে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।'

এ ধরনের সামাজিক আন্দোলন সারাদেশে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনার কথাও জানান অংশগ্রহণকারীরা। 

/এবি/এস/
সম্পর্কিত
মগবাজারে হোটেলে একই পরিবারের তিন জনের মৃত্যু: কেয়ারটেকার গ্রেফতার
ঢাকা সিটি কলেজক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
হোটেলে স্বামী-স্ত্রী ও সন্তানের মৃত্যু: ময়নাতদন্তে বিষক্রিয়ার সন্দেহ
সর্বশেষ খবর
রাজশাহী মহাসড়কে ফেলা হচ্ছে বর্জ্য, তৈরি হচ্ছে পরিবেশ ও স্বাস্থ্যঝুঁকি
রাজশাহী মহাসড়কে ফেলা হচ্ছে বর্জ্য, তৈরি হচ্ছে পরিবেশ ও স্বাস্থ্যঝুঁকি
কেমন কেটেছিল ডিবি হেফাজতে সাত সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে সাত সমন্বয়কের সাত দিন
পঞ্চপাণ্ডবহীন এক নতুন শুরু, মিরাজের নেতৃত্বে ওয়ানডে যাত্রা
পঞ্চপাণ্ডবহীন এক নতুন শুরু, মিরাজের নেতৃত্বে ওয়ানডে যাত্রা
চট্টগ্রাম কাস্টম কমিশনার জাকির হোসেন সাময়িক বরখাস্ত
‘শাটডাউন’ কর্মসূচির জেরচট্টগ্রাম কাস্টম কমিশনার জাকির হোসেন সাময়িক বরখাস্ত
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল