X
বুধবার, ০৭ মে ২০২৫
২৩ বৈশাখ ১৪৩২

খোলা জায়গায় রাত পর্যন্ত পহেলা বৈশাখ উদযাপনের ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ এপ্রিল ২০১৬, ১৮:২০আপডেট : ১২ এপ্রিল ২০১৬, ১৮:৩৯

বক্তব্য দিচ্ছেন সুলতানা কামাল পহেলা বৈশাখের দিনে বিকেল পাঁচটার মধ্যে সবাইকে ঘরে ফিরে যেতে ডিএমপি যে নির্দেশ দিয়েছে তা মধ্যযুগীয় চিন্তার প্রতিফলন বলে মন্তব্য করেছেন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সুলতানা কামাল।
তিনি খোলা জায়গায় সকাল থেকে রাত পর্যন্ত পহেলা বৈশাখের উৎসব চালিয়ে যাওয়া ঘোষণা দিয়েছেন।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে নারী নিরাপত্তা জোট আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। একইসঙ্গে প্রশাসনকে সিদ্ধান্ত বাতিলের দাবিও জানান তিনি।
সুলতানা কামাল বলেন, ‘আমরা অবশ্যই সারাক্ষণ ও সর্বক্ষণ পহেলা বৈশাখের উৎসব চালিয়ে যাব। আর সরকার আমাদের আইনগত এবং সাংবিধানিকভাবে নিরাপত্তা দিতে বাধ্য থাকবে।’
সংবাদ সম্মেলনে আসকের নির্বাহী পরিচালক অভিযোগ করে বলেন, ‘এই রাষ্ট্র নারীর প্রতি সুরক্ষা দেওয়ার যে অঙ্গীকার করেছে, সেটা না করে একটি মহল যারা উৎসবে আসে তাদের দোষ ধরে বৈশাখের এই উৎসবকে গুরুত্বহীন করে দিচ্ছে।

আরও পড়ুন: জাপার কারণেই ১/১১ এসেছিল: এরশাদ


পহেলা বৈশাখের উৎসবকে ঘিরে ডিএমপি বা সরকারের এমন সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে তিনি বলেন, ‘আমরা সরকারের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাই এবং দাবি করছি, মুক্তমনা মানুষের কথা চিন্তা করে সরকার এ সিদ্ধান্ত অবশ্যই বাতিল করবে।’

ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘বাংলাদেশে যেন কোনও ধরনের সার্বজনীন উৎসব না হয়, সে প্রক্রিয়াই চলছে। অথচ সংবিধানে ধর্ম নিরপেক্ষতা ও সার্বজনীনতা রয়েছে।’

তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ‘দুঃখের বিষয় হচ্ছে, এ নিষেধাজ্ঞা এমন একটি সরকার দিয়েছে, যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, ধর্ম নিরপেক্ষতা ও গণতান্ত্রিক দাবি করে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অ্যাকশন এইডের নির্বাহী পরিচালক ফারাহ কবির, শ্রমিক নেতা ওয়াজেদুল ইসলাম খান, এইড সার্ভাইবার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সেলিনা আহম্মেদ প্রমুখ।

আরও পড়ুন: তনুর ভাইয়ের বন্ধু সোহাগ বাড়ি ফিরেছেন


এসআইএস/এজে

সম্পর্কিত
সর্বশেষ খবর
মুম্বাইয়ের ছয় ম্যাচের জয়যাত্রা থামিয়ে গুজরাট শীর্ষে
মুম্বাইয়ের ছয় ম্যাচের জয়যাত্রা থামিয়ে গুজরাট শীর্ষে
এনসিপির রাজনৈতিক লিয়াজোঁ কমিটি গঠন
এনসিপির রাজনৈতিক লিয়াজোঁ কমিটি গঠন
গুলশানে ভাস্কর রাসাকে হেনস্তার অভিযোগ
গুলশানে ভাস্কর রাসাকে হেনস্তার অভিযোগ
হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় আরও ১৭ জন গ্রেফতার
হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় আরও ১৭ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
প্রাথমিকে আরও একটি অধিদফতর হচ্ছে
প্রাথমিকে আরও একটি অধিদফতর হচ্ছে
চেম্বার থেকে নারী চিকিৎসককে টেনেহিঁচড়ে রাস্তায় এনে মারধর
চেম্বার থেকে নারী চিকিৎসককে টেনেহিঁচড়ে রাস্তায় এনে মারধর
ঈদুল আজহায় ছুটি ১০ দিন, দুই শনিবার খোলা থাকবে অফিস
ঈদুল আজহায় ছুটি ১০ দিন, দুই শনিবার খোলা থাকবে অফিস
৩০ পেরোনোর পর বলিরেখা আটকাতে এই ৫ টিপস মেনে চলা জরুরি
৩০ পেরোনোর পর বলিরেখা আটকাতে এই ৫ টিপস মেনে চলা জরুরি
শব্দচয়ন ‘অনাকাঙ্ক্ষিত’, হেফাজতের দুঃখপ্রকাশ
শব্দচয়ন ‘অনাকাঙ্ক্ষিত’, হেফাজতের দুঃখপ্রকাশ