X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

ছবির কাগজ প্রতিবাদের পোস্টার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ আগস্ট ২০১৬, ১৩:৪৯আপডেট : ২৮ আগস্ট ২০১৬, ১৬:১৮

উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের শিক্ষার্থীরা কাঁদছে। তারা কাঁদছে তাদের আরেক সহপাঠী ৮ম শ্রেণির ছাত্রী সুরাইয়া আক্তার রিশার(১৫) জন্য। রিশা এখন জীবনের ওপারে। সে এখন শোক, ভালোবাসা, প্রতিবাদের স্পর্শের বাইরে। কোনও প্রতিবাদ, কান্না, ভালোবাসা আর ফিরিয়ে দিতে পারবে না রিশাকে। এক বখাটের ছুরিকাঘাতে আহত রিশা চারদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হার মেনেছে। রবিবার (২৮ আগস্ট) সকালে সে মারা গেছে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়। পোস্টারে-রিশা-হত্যার-প্রতিবাদ-জানাচ্ছে-সহপাঠীরা

সকাল সাড়ে ৯টার পর রিশার মৃত্যুর খবর উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে পৌঁছালে তার সহপাঠীরা কান্নায় ভেঙে পড়ে। ক্লাস রেখে বেরিয়ে আসে রাস্তায়। তারা সড়ক অবরোধ বোঝে না। তারপরও সড়কে দাঁড়িয়ে প্রতিবাদ জানায়, বিচার চায় রিশা হত্যার।

ছবি আঁকার কাগজেই তারা কাঁচা হাতে লেখে প্লাকার্ড-‘উই ওয়ান্ট জাস্টিস ফর রিশা’। তারা জানে না কিভাবে বিচার চাইলে বিচার পওয়া যায়। তাই তারা কখনও একসঙ্গে জড়ো হয়, কখনও বিচারে দাবিতে স্লোগান দেয় আবার কখনও রাস্তার ওপর বসে প্লাকার্ড উঁচিয়ে বিচার চায়। তারা দিশেহারা সহপাঠীকে হারিয়ে। প্রতিবাদের ভাষায় তা স্পষ্ট। স্পষ্ট তাদের অবয়বে।

রিশার সহপাঠী উমাইয়া স্কুলের সামনে নিজ হাতে লেখা একটি ব্যানার নিয়ে দাঁড়িয়ে গেছে বিচারের দাবিতে। ব্যানারে লেখা ‘রিশা হত্যার বিচার চাই।’ প্রিয় বান্ধবীকে হরিয়ে রিশা আর কিছুই বলতে পারে না। শুধু তার একটিই কথা ,‘ বিচার চাই , বিচার চাই;। আমাদের বান্ধবী দুর্বৃত্তের ছুরিকাঘাতে মারা গেছে। আমরা হত্যাকারীর বিচার চাই।

রিশার আরেক সহপাঠী ফারিয়া যেন কিছুতেই ভুলতে পারছে না।  সে জানায়, ‘রিশা আমাদের খুব ভালো বন্ধু। সবার সঙ্গে মিশতো, সে অনেক হাসিখুশি ছিল। ওকে আর কোনও দিন ফিরে পাবো না। ওর কথা ভাবলেই শুধু কান্না পাচ্ছে।’
পোস্টারে-রিশা-হত্যার-প্রতিবাদ-জানাচ্ছে-অভিভাবক ফোরাম

সুমনের শোক নিজের বোন হারনোর মতই। সপ্তম শ্রেণির ছাত্র সুমন জানায়, ‘আমাদের বড় আপা মারা গেছে। আমরা চাই তার হত্যার সুষ্ঠু বিচার হোক।’

শাম্মি নিহত রিশার আরেক বান্ধবী। শাম্মির মা যেন রিশার মৃত্যুতে তার নিজের মেয়েকেই হারিয়েছেন। তিনি বললেন,‘আমার মেয়েকে হত্যার সঠিক বিচার চাই।’

দশম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীর অভিভাবক রেহানা আক্তার শিল্পী বলেন,  ‘রিশার আজ এই অবস্থার জন্য বর্তমান প্রিন্সিপাল অনেকটা দায়ী। আগের প্রিন্সিপাল আর্মি ছিল। তিনি নিরাপত্তার ব্যবস্থা রেখেছিলেন। কিন্তু বর্তমান প্রিন্সিপাল নিজের নিরাপত্তার কথা বেশি ভাবে।’ ছবির কাগজ প্রতিবাদের পোস্টার

স্কুলটির অভিভাবক ফোরামের সভাপতি আঞ্জুমান আরা বলেন,‘আমাদের মেয়েরা আজ নিরাপত্তাহীনতায় ভুগছে। কেন রিশা আজ  মারা গেলো, আমরা এর জবাব চাই। আমাদের মেয়েরা এভাবে হারিয়ে যেতে পারে না। আমরা আমাদের সন্তানের নিরাপত্তা চাই।’

স্কুলটির অধ্যক্ষ আবুল হোসেন বলেন, ‘রিশা মারা যাওয়ায় আমরা খুব কষ্ট পেয়েছি। আমরা রিশা হত্যার আসামিকে দ্রুত বিচারের জন্য কাজ করছি। পুলিশ চেষ্টা করছে হত্যাকারীকে ধরার জন্য।’

নিরাপত্তা ব্যাবস্থা জোরদার নেই এমন অভিযোগের বিষয় প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘অভিভাবকরা এমন বলতেই থাকে। আমাদের স্কুলের সামনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার আছে। কিন্তু যেখানে মেয়েটাকে মারা হয়েছে সেটা স্কুল থেকে বাইরে।’
ছবির কাগজ প্রতিবাদের পোস্টার

যে যেভাবে পারছে রিশা হত্যার প্রতিবাদ জানাচ্ছে। ছবি আঁকার কাগজ দিয়ে প্লাকার্ড, পোস্টার নয়, ব্যানারও তৈরি করেছে সহপাঠীর। বিচারের দাবির সঙ্গে আছে দোয়া প্রার্থনা।

উল্লেখ্য, গত বুধবার (২৪ আগস্ট) বেলা পৌনে ১২টার দিকে কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের সামেনই একটি টেইলার্সের কাটিং মাস্টার ওবায়দুল খান ছুরিকাঘাত করে রিশাকে। প্রায় ৬ মাস আগে মায়ের সঙ্গে ইস্টার্ন মল্লিকার শপিং কমপ্লেক্সের বৈশাখী টেইলার্সে যায় রিসা। সেখানে একটি ড্রেস সেলাই করতে দেয় সে। পরে দোকানের রিসিটে বাসার ঠিকানা ও মোবাইল নম্বর দেয় । পরে সেই রিসিট থেকে মোবাইল নম্বর নিয়ে ওবায়দুল রিসাকে ফোনে উত্ত্যক্ত করতো। পরে ফোন নম্বরটি বন্ধ করে দিলে ওই বখাটে স্কুলে যাওয়ার পথে উত্ত্যক্ত রিশাকে। আর শেষ পর্যন্ত রিশাকে প্রাণ দিতে হলো।

ছবি: নাসিরুল ইসলাম

আরও পড়ুন: উইলস লিটল ফ্লাওয়ারের সেই ছাত্রী মারা গেছে

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
পাহাড় ধসে বাঘাইছড়ির সঙ্গে সারা দেশের যান চলাচল বন্ধ
পাহাড় ধসে বাঘাইছড়ির সঙ্গে সারা দেশের যান চলাচল বন্ধ
যুক্তরাষ্ট্রের ‘নেসা সেন্টার’ প্রতিনিধি দলের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন
যুক্তরাষ্ট্রের ‘নেসা সেন্টার’ প্রতিনিধি দলের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
শিগগিরই শুরু হচ্ছে উন্মুক্ত কারাগার তৈরির কাজ: স্বরাষ্ট্রমন্ত্রী
শিগগিরই শুরু হচ্ছে উন্মুক্ত কারাগার তৈরির কাজ: স্বরাষ্ট্রমন্ত্রী