X
শনিবার, ১৮ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

সংশোধন করা হচ্ছে বাংলা বর্ষপঞ্জি

এস এম আব্বাস
১১ নভেম্বর ২০১৬, ২৩:৩৮আপডেট : ১২ নভেম্বর ২০১৬, ১৮:০৫

বাংলা বর্ষপঞ্জি একুশ ফেব্রুয়ারিসহ অন্যান্য জাতীয় দিবস, রবীন্দ্র জন্মজয়ন্তী, নজরুল জন্মজয়ন্তীর প্রতিষঙ্গী বাংলা তারিখ ঠিক রেখে বাংলা পঞ্জিকা সংশোধন করছে সরকার। ২০১৭ সাল থেকে সংশোধিত বর্ষপঞ্জি চালু করা হবে। সংশোধিত এই বর্ষপঞ্জিকা অনুসারে আগের মতোই ১৪ এপ্রিল থেকেই বাংলা বর্ষ গণনা শুরু হবে।
বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা সুপারিশ ও অনুমোদনের পর ইংরেজি ও বাংলা ১৪২২-১৪৩৩ সালের সমন্বিত ক্যালেন্ডার তৈরি করে পাঠিয়েছি। তবে এবছর তা চালু করা হচ্ছে না। আগামী বছর সংশোধিত নতুন ক্যালেন্ডার চালু করা হবে। জনপ্রশাসন মন্ত্রণালয় আনুষ্ঠানিকতা শেষে বিজি প্রেসে পাঠাবে ছাপার জন্য।’
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা বাংলা একাডেমির ফাইল পেয়েছি। দেখে সময়মতোই সিদ্ধান্ত নেবো।’
বাংলা একাডেমি সূত্রে জানা গেছে, গত ২৪ ফেব্রুয়ারি (২০১৬) বাংলা একাডেমির দ্বিতীয় সভায় সংশোধিত পঞ্জিকা সংশোধনের বিষয়টি অনুমোদন দেওয়া হয়। এ বছরই সংশোধিত বাংলা পঞ্জিকা ইংরেজি বর্ষপঞ্জির সঙ্গে সমন্বয় করে ছাপার কথা ছিল। বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। আগামী বছর (ইংরেজি সাল ২০১৭) থেকেই এই বর্ষপঞ্জি চালু করা হবে।

বাংলা একাডেমির নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বাংলা বর্ষপঞ্জির বৈশাখ থেকে আশ্বিন পর্যন্ত প্রথম ছয়মাস ৩১ দিন, কার্তিক থেকে মাঘ এবং চৈত্র মাস ৩০ দিন এবং ফাল্গুন মাস ২৯ দিন গণনা করা হবে। তবে গ্রেগরিয় পঞ্জিকার অধিবর্ষে ফাল্গুন মাস ২৯ দিনের পরিবর্তে ৩০ দিন গণনা করা হবে।

পঞ্জিকার এই সংশোধনের ফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারির প্রতিষঙ্গী বাংলা তারিখ হবে ৮ (আট) ফাল্গুন। জাতীয় দিবস ২৬ মার্চের প্রতিষঙ্গী তারিখ হবে ১২ চৈত্র। রবীন্দ্র জন্মজয়ন্তী ৮ মে’র প্রতিষঙ্গী তারিখ হবে ২৫ বৈশাখ। নজরুল জন্মজয়ন্তী ২৫ মের প্রতিষঙ্গী তারিখ হবে ১১ জৈষ্ঠ্য এবং বিজয় দিবস ১৬ ডিসেম্বরের প্রতিষঙ্গী বাংলা তারিখ হবে পহেলা পৌষ।

বাংলা ১৪০২ সাল থেকে যে বর্ষপঞ্জি দেশে প্রচলিত আছে তা মুহম্মদ তকীয়ূল্লাহ্ সংস্কৃত নতুন নিয়মের ‘শহীদুল্লাহ বর্ষপঞ্জি’। এই বর্ষপঞ্জি অনুসারে বৈশাখ থেকে ভাদ্র প্রতিমাস ৩১ দিন এবং আশ্বিন থেকে চৈত্র প্রতিমাস ৩০ দিন। অধিবর্ষে ৩৬৬ দিন বছর গণনায় ফাল্গুন মাস ৩১ দিন। যে বাংলা সালকে ৪ দিয়ে ভাগ করলে ২ অবশিষ্ট থাকে সেই বাংলা সাল অধিবর্ষ বা লিপইয়ার হিসেবে গণ্য হয়।

বাংলা একাডেমির চিঠি সংস্কৃতি মন্ত্রণালয় থেকে জানা গেছে, বাংলা পঞ্জিকায় বিভিন্ন ধরণের সমস্যা দূর করতে ১৯৯৫ সালে সাংস্কৃতিক মন্ত্রণালয় উদ্যোগ নেয়। তবে ওই সময় যে ক্যালেন্ডার প্রণয়ন করা হয়েছিল তাতে একুশে ফেব্রুয়ারিসহ জাতীয় দিবসগুলো এবং রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী ইংজেরি তারিখের প্রতিসঙ্গী তারিখের মিল ছিল না। বাঙালির প্রিয় সব দিবস জাতীয় ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবস এতে প্রতিফলিত না হওয়ায় বর্তমান সরকার ইংরেজির তারিখের প্রতিসঙ্গী বাংলা তারিখ তারিখ ঠিক রেখে বাংলা বর্ষপঞ্জি সংশোধনের উদ্যোগ নেয়।
২০১৬ সাল থেকে একুশে ফেব্রুয়ারিসহ জাতীয় দিবসগুলো এবং কবিগুরু রবীন্দনাথের জন্মজয়ন্তী ও নজরুল জন্মজয়ন্তীর বাংলা প্রতিসঙ্গী তারিখ ঠিক বর্ষপঞ্জি চালু তৈরি করে বাংলা একাডেমি। গত ২৪ ফেব্রুয়ারি বাংলা একাডেমির দ্বিতীয় সভায় সংশোধিত এ পঞ্জিকাটি অনুমোদন দেওয়া হয়।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘অনিবন্ধিত ওয়েব পোর্টাল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়’
‘অনিবন্ধিত ওয়েব পোর্টাল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়’
‘মোস্তাফিজ ভীষণ পছন্দের খেলোয়াড়, বিশ্বকাপে বাংলাদেশকে সমর্থন করবো’
‘মোস্তাফিজ ভীষণ পছন্দের খেলোয়াড়, বিশ্বকাপে বাংলাদেশকে সমর্থন করবো’
নাফ নদ থেকে বাংলাদেশি দুই চাকমা যুবককে অপহরণ
নাফ নদ থেকে বাংলাদেশি দুই চাকমা যুবককে অপহরণ
গাজা প্রশ্নে সেলিব্রেটিদের দৃষ্টি কাড়তে ‘ব্লকআউট’ ক্যাম্পেইন কি সফল?
গাজা প্রশ্নে সেলিব্রেটিদের দৃষ্টি কাড়তে ‘ব্লকআউট’ ক্যাম্পেইন কি সফল?
সর্বাধিক পঠিত
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
কোথায় কীভাবে কেএনএফ সদস্যদের প্রশিক্ষণ দেয়, জানালেন নারী শাখার প্রধান
কোথায় কীভাবে কেএনএফ সদস্যদের প্রশিক্ষণ দেয়, জানালেন নারী শাখার প্রধান