X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

‘জঙ্গি আস্তানা’ থেকে ৫ জনকে বের করে আনা হয়েছে

আমানুর রহমান রনি, নরসিংদী থেকে
২১ মে ২০১৭, ১০:২১আপডেট : ২১ মে ২০১৭, ১৩:০৩


‘জঙ্গি আস্তানা’ থেকে বের করে আনা হচ্ছে সন্দেহ ভাজনদের নরসিংদীর গাবতলীতে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে ঘিরে রাখা বাড়ির ভেতর থেকে পাঁচ জনকে বের করে আনা হয়েছে। এরমধ্যে সকাল ৯টা ৫৫ মিনিটে একজন, ১০টা ৫ মিনিটে দ্বিতীয় জন, ১০টা ৯ মিনিটে তৃতীয় জন, ১০টা ১৭ মিনিটে চতুর্থ জন ও ১০টা ২৭ মিনিটে পঞ্চম জনকে বের করে আনা হয়। এরা হলেন- মাসুদুর রহমান, সালাউদ্দিন, আবু জাফর, নাসিকুল ইসলাম ও মশিউর রহমান। 

‘জঙ্গি আস্তানা’ থেকে বের করে আনা হচ্ছে একজনকে গত রাতে ওই বাড়িতে আটকে পড়া মাসুদ মোবাইলে সাংবাদিকদের জানিয়েছিলেন যে, ভেতরে থাকা আবু জাফরের বাড়ি নারায়ণগঞ্জের আড়াই হাজার, সালাহউদ্দিনের বাড়ি নরসিংদীর চলদিঘলদী, নাসিকুল ইসলামের বাড়ি নরসিংদী সদর ও মশিউর রহমানের বাড়ি গাজীপুরের বোর্ড বাজারে। আর মাসুদ গাবতলী মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র। সে ওই বাড়িতে থাকা জাফর নামের একজনের কাছে প্রাইভেট পড়তে গিয়েছিল বলে সাংবাদিকদের জানান মাসুদের ভগ্নিপতি আজহার ইবনে মাহবুব।

এই পাঁচ জনকে বের করে আনার পর মাইক্রোবাসে করে র‌্যাব-১১ এর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। এরপর ওই বাড়িতে র‌্যাবের বোম্ব ডিসপোজাল টিম প্রবেশ করে। তারা এখনও বাড়ির ভেতরে অবস্থান করছে।


‘জঙ্গি আস্তান’ থেকে বের করে আনা হচ্ছে এক সন্দেহ ভাজনকে এদিকে, সালাহউদ্দিন নামে যে ব্যক্তি ওই বাড়িটি ভাড়া নিয়েছিলেন বলে র‌্যাব জানিয়েছে, সেই সালাউদ্দিনের বাবা আব্দুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করেছে। কিছুদিন আমার সঙ্গে একটি মাদ্রাসায় গেস্ট টিচার হিসাবে শিক্ষকতা করেছে। এরপর সে চাকরি ছেড়ে বিসিএস দেওয়ার জন্য কনফিডেন্সে কোচিং করছে। নরসিংদীতে থেকে টিউশনি করে। সে বলেছিল ঢাকায় তার ভালো লাগে না। সে জঙ্গি না।  শুক্রবারও সে বাড়িতে গেছে। আমি গতকাল রাতে খবর পেয়ে এখানে এসেছি। ফোনে তার সঙ্গে কথা বলেছি। র‌্যাব আমাকে বলেছে তারা বিষয়টি দেখবে।’


গাবতলীর `জঙ্গি আস্তানায়` আটকে পড়া সালাউদ্দিনের বাবা উল্লেখ্য, শনিবার বিকাল চারটায় নরসিংদী শহরতলীর বাইরে গাবতলী এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে নির্মাণাধীন একটি দ্বিতল বাড়ি ঘিরে ফেলে র‌্যাব-১১ এর একটি দল।  র‌্যাবের দাবি, সম্প্রতি মাদ্রাসা শিক্ষক পরিচয়ে বাড়িটি ভাড়া নেয় ‘জঙ্গি’ সালাহউদ্দিন। বাড়িটিতে সেসহ আরও ৫/৬ জন রয়েছে। বাড়িটির মালিক লিবিয়া প্রবাসী মাঈনউদ্দিন। তবে তার পরিবার সেখানে থাকেন না।

জঙ্গিদের পরিচয় সম্পর্কে র‌্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ আরও বলেন, ‘আমাদের কাছে তথ্য ছিল, আতিয়া মহলে যে জঙ্গিরা ছিল তাদেরই কয়েকসদস্য ঢাকার দিকে আসছে। সেই তথ্যের ভিত্তিতেই এই বাড়িটি ঘেরাও করা হয়েছে। আমরা মোটামুটি নিশ্চিত যে আতিয়া মহলে যেসব জঙ্গিরা ছিল,তাদেরই কিছু সদস্য এখানে আছে।’

ছবি: নাসিরুল ইসলাম

/এআরআর/এপিএইচ/এফএস/

আরও পড়ুন-

‘জঙ্গিরা’ আত্মসমর্পণে প্রস্তুত: র‌্যাব

নরসিংদীর জঙ্গি আস্তানায় আটকা পড়াদের দাবি তারা মাদ্রাসার শিক্ষার্থী-শিক্ষক (ভিডিও)

নরসিংদীর বাড়িটিতে অভিযান রবিবার সকালে

এবার নরসিংদীতে ‘জঙ্গি আস্তানা’ ঘিরে রেখেছে র‌্যাব

নরসিংদীর আস্তানায় অবস্থান করছে ৫/৬ ‘জঙ্গি’: র‌্যাব

মাদ্রাসা শিক্ষক পরিচয়ে নরসিংদীর বাড়িটি ভাড়া নেয় ‘জঙ্গি’ সালাহ উদ্দিন

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজশাহীতে গরমে নাকাল প্রাণিকুল, মারা যাচ্ছে পাখি
রাজশাহীতে গরমে নাকাল প্রাণিকুল, মারা যাচ্ছে পাখি
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
মাটি কাটার সময় ‘গরমে অসুস্থ হয়ে’ নারী শ্রমিকের মৃত্যু
মাটি কাটার সময় ‘গরমে অসুস্থ হয়ে’ নারী শ্রমিকের মৃত্যু
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার