X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৬ বৈশাখ ১৪৩১

‘রাখাইনে মৃত্যু নিশ্চিত জেনেই দেশান্তরী হচ্ছে রোহিঙ্গারা’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ সেপ্টেম্বর ২০১৭, ১৮:২২আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৭, ১৯:০১

ব্র্যাক-এর মাইগ্রেশন প্রকল্পের প্রধান শরীফুল হাসান (ছবি- সাজ্জাদ হোসেন) বিশ্বের অন্যান্য দেশের শরণার্থীদের মতো রোহিঙ্গারাও নিজ দেশ ছেড়ে বাংলাদেশসহ বিভিন্ন দেশে পাড়ি জমাচ্ছেন। এর জন্য তাদের জীবনের ঝুঁকিও নিতে হচ্ছে। কিন্তু কেন তাদের জীবনের ঝুঁকি নিয়েও ছাড়তে হচ্ছে দেশ? কারণ, তারা জানেন, দেশে থাকলে তাদের জন্য মৃত্যু নিশ্চিত। দেশ ছাড়লে হয়তো জীবনের ঝুঁকি আছে, কিন্তু বেঁচে যাওয়ার সম্ভাবনাও তো আছে। সেই সম্ভাবনা নিয়েই দেশান্তরী হচ্ছেন রোহিঙ্গারা।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৪টায় শুরু হওয়া ‘রোহিঙ্গা সংকট বনাম মানবতা’ শীর্ষক বাংলা ট্রিবিউন বৈঠকিতে এসব কথা বলেন ব্র্যাকের মাইগ্রেশন প্রকল্পের প্রধান শরীফুল হাসান।
বৈঠকিতে উদ্বাস্তু হয়ে পড়া রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি তুলে ধরে শরীফুল হাসান বলেন, ‘সারবিশ্বে মোট উদ্বাস্তুর সংখ্যা ৬ কোটি ৫৬ হাজার। এর মধ্যে এখন সবচেয়ে বেশি সংকটের মধ্যে আছে রোহিঙ্গারা। উদ্বাস্তু রোহিঙ্গার সংখ্যা এখন ২২ লাখেরও বেশি। এর মধ্যে ৬ লাখ রোহিঙ্গা পাড়ি জমিয়েছেন সৌদি আরবে। অন্যান্য দেশে আরও কিছু রোহিঙ্গা আছেন। সবচেয়ে বেশি আছে বাংলাদেশে, তাদের সংখ্যা ১০ লাখেরও বেশি।’
শরীফুল বলেনম ‘রোহিঙ্গাদের বক্তব্য এমন- তারা যদি মিয়ানমারে থাকে তাহলে তাদের মৃত্যু নিশ্চিত। সে কারণেই বাঁচার একটু আশা নিয়ে তারা দেশান্তরী হওয়ার ঝুঁকি নেয়। তাদের ওপর সহিংসতা ও তাদের সীমান্ত পেরিয়ে পালিয়ে আসার ফলে তৈরি হওয়া মানবিক সংকটই এখন বিশ্বের সবচেয়ে বড় সংকট। এটা বাংলাদেশের জন্যও বিশাল একটি সংকট। এই ১০ লাখ রোহিঙ্গাকে কোথায় রাখা হবে, কী খাওয়ানে হবে- সেটা অনেক বড় চ্যালেঞ্জ।’
ব্র্যাকের এই কর্মকর্তা আরও বলেন, ‘রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। কিন্তু তাদের ফেরত দেওয়া হবে কিভাবে? মিয়ানমার কি তাদের নেবে? বাড়িঘর ছেড়ে পলিয়ে আসা এসব রোহিঙ্গাকে নিজেদের ভিটেমাটিতে ফেরত পাঠানোর ব্যবস্থা করা সারাবিশ্বেরই দায়িত্ব।’

বৈঠকিতে আলোচক হিসেবে আরও উপস্থিত আছেন সাবেক পররাষ্ট্র সচিব মুন্সী ফয়েজ, নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আব্দুর রশীদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক তানজিম উদ্দিন খান, বাংলা ট্রিবিউনের বিশেষ প্রতিনিধি শেখ শাহরিয়ার জামান ও হেড অব নিউজ হারুন উর রশীদ।
মুন্নী সাহা’র সঞ্চালনায় বৈঠকিটি এটিএন নিউজ ও বাংলা ট্রিবিউনের ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হয়েছে।
আরও পড়ুন-

‘ভোটের রাজনীতির কারণে নিশ্চুপ সু চি’

‘রোহিঙ্গাদের স্বীকার করতে চায় না মিয়ানমার’

‘রোহিঙ্গাদের দুর্দশা বর্ণনা করার ভাষা নেই’
‘রোহিঙ্গাদের এক জায়গাতে নেওয়াটাই বড় চ্যালেঞ্জ’

‘রোহিঙ্গা ইস্যুতে ২ প্রতিবেশীকে আমরা পাশে পাইনি’

/আরএআর/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শরণার্থী আবেদন করা ব্যক্তিকে ইউরোপে ঢোকার আগেই ব্যবস্থা নিতে হবে: ইইউ
শরণার্থী আবেদন করা ব্যক্তিকে ইউরোপে ঢোকার আগেই ব্যবস্থা নিতে হবে: ইইউ
হিন্দুত্ববাদের মন্ত্রে দক্ষিণ ভারত জয় করতে পারবেন মোদি?
হিন্দুত্ববাদের মন্ত্রে দক্ষিণ ভারত জয় করতে পারবেন মোদি?
রাশিয়াকে ঠেকাতে আরও অস্ত্র চাইলেন জেলেনস্কি
রাশিয়াকে ঠেকাতে আরও অস্ত্র চাইলেন জেলেনস্কি
দেশের ব্যাংকগুলো ধ্বংস হচ্ছে, তার উদাহরণ এনআরবিসি: জিএম কাদের
দেশের ব্যাংকগুলো ধ্বংস হচ্ছে, তার উদাহরণ এনআরবিসি: জিএম কাদের
সর্বাধিক পঠিত
আর্জেন্টাইন ক্লাবকে জামাল ভূঁইয়ার ২ কোটি টাকা পরিশোধের নির্দেশ ফিফার
আর্জেন্টাইন ক্লাবকে জামাল ভূঁইয়ার ২ কোটি টাকা পরিশোধের নির্দেশ ফিফার
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা: আজিজ মোহাম্মদসহ ৩ জনের যাবজ্জীবন
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা: আজিজ মোহাম্মদসহ ৩ জনের যাবজ্জীবন
চট্টগ্রামে প্রশিক্ষণ যুদ্ধবিমান দুর্ঘটনায় আহত পাইলটের মৃত্যু
চট্টগ্রামে প্রশিক্ষণ যুদ্ধবিমান দুর্ঘটনায় আহত পাইলটের মৃত্যু
কিশোরগঞ্জের তিন উপজেলায় বিজয়ী হলেন যারা
কিশোরগঞ্জের তিন উপজেলায় বিজয়ী হলেন যারা
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন