X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

এ মাসেই পদ্মা সেতুতে স্প্যান বসানোর লক্ষ্যে কাজ করছি: প্রকল্প পরিচালক

শফিকুল ইসলাম
২৮ সেপ্টেম্বর ২০১৭, ১২:০৫আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৭, ২২:৪৮

পিলারের কাছে নেওয়া হচ্ছে পদ্মা সেতুনর প্রথম স্প্যান (ছবি: শরীয়তপুর প্রতিনিধি) এ মাসেই পদ্মা সেতুর পিলারের ওপর প্রথম স্প্যান বসানোর লক্ষ্যেই কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন পদ্মা সেতুর প্রকল্প পরিচালক প্রকৌশলী শফিকুল ইসলাম। সম্প্রতি বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘অতি বৃষ্টিতে নদীতে পানির প্রবল স্রোত। তাই এ মূহর্তে মূল নদীতে কাজ করা কঠিন। তারপরও কাজ থেমে নেই, কাজ চলছে। দিনক্ষণ ঠিক হয়নি, তবে সেপ্টেম্বরের মধ্যে আনুষ্ঠানিকভাবে স্প্যান বসানোর প্রস্তুতি চলছে।’

শফিকুল ইসলাম বলেন, ‘প্রমত্তা পদ্মার প্রবল স্রোত ও ঢেউয়ের সঙ্গে লড়াই করে চলছে নির্মাণযজ্ঞ। নদীর তলদেশে মাটির স্তরের গঠন নিয়ে জটিলতার সমাধান করা হয়েছে। এখন প্রবল স্রোতকে উপেক্ষা করে পদ্মার দুপাড়ে মূল সেতুর পাইলিংয়ের কাজ চলছে। জাজিরা অংশে সব পিলারের পাইলিংয়ের মাটি পরীক্ষার কাজও ইতোমধ্যে শেষ হয়েছে।’

পদ্মার বুকে দৃশ্যমান পিলার (ছবি: শরীয়তপুর প্রতিনিধি) এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, পদ্মার দুই পাড়ে (মাওয়া ও জাজিরা) চলছে পদ্মা সেতু নির্মাণ কাজ। রোদ, বৃষ্টি, স্রোত ও ঢেউয়ের সঙ্গে লড়াই করে দেশি-বিদেশি শ্রমিক ও প্রকৌশলীরা এগিয়ে নিয়ে যাচ্ছেন এ মহাযজ্ঞ। তদারকিতে যুক্ত রয়েছে সেনাবাহিনীর বিশেষজ্ঞ দল। চলতি বছরের জুনের শেষ দিকে সেতু দৃশ্যমান করতে স্প্যান বসানোর কথা থাকলেও নানা সমস্যার কারণে তা হয়ে ওঠেনি। তবে কাজ থেমে নেই।

এ মূহুর্তে সরকারের লক্ষ্য নির্দিষ্ট সময়ের মধ্যেই পদ্মা সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়া। সেপ্টেম্বরে পদ্মা সেতু দৃশ্যমান করতে দুই পিলারের মধ্যে স্প্যান বসানোর লক্ষ্য নিয়ে কাজ চলছে বলে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা।

(ছবি: শরীয়তপুর প্রতিনিধি) পদ্মা সেতু প্রকল্পের সঙ্গে যুক্ত এমন কয়েকজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিশ্বের অন্যতম খরস্রোতা নদীগুলোর মধ্যে বাংলাদেশের পদ্মা অন্যতম। এর মধ্যে মুন্সীগঞ্জের মাওয়া থেকে শরীয়তপুরের জাজিরা পর্যন্ত সেতু প্রকল্প অংশ তীব্র খরস্রোতা। গত ৩০ জুনের মধ্যে স্প্যান বসানোর পরিকল্পনা ছিল। তবে তীব্র স্রোতের কারণে তা হয়নি।

সংশ্লিষ্ট সেতু বিভাগ সূত্র জানায়, পদ্মার জাজিরা পয়েন্টে চলছে পাইল ড্রাইভ এবং মাওয়া পয়েন্টে ট্রাস ফেব্রিকেশন ইয়ার্ডে চলছে স্টিলের কাঠামো ও স্প্যান জোড়া দেওয়ার কাজ। পিলারের ওপরে গাড়ি চলাচলের জন্য বসানো হবে এসব স্প্যান।

পদ্মা সেতুর নির্মাণকাজ (ছবি: বাংলা ট্রিবিউন)

সেতু প্রকল্পের প্রকৌশলীরা জানান, পদ্মা সেতুতে মাওয়া ও জাজিরা প্রান্তে ২১টি করে মোট ৪২টি পিলার হবে। যার মধ্যে এখন কাজ চলছে ১৬টির। পিলার বসবে পাইলের ওপর এবং মোট পাইল ২৪০টি। এর মধ্যে ৩০টি পাইলের কাজ পুরোপুরি এবং ৫৯টির কাজ অর্ধেক সম্পন্ন হয়েছে। এসব পিলারের ওপর বসানো হবে স্প্যান। স্প্যানের ওপর ঢালাই দিয়ে গাড়ি চলাচলের জন্য উপযোগী করা হবে।

সংশ্লিষ্ট প্রকল্প কর্মকর্তারা জানিয়েছেন, জাজিরা প্রান্তে ৩৭ ও ৩৮ নম্বর পিলারের নিচে রড বেঁধে ক্যাপ লাগানোর কাজ শুরু হয়েছে। ক্যাপ লাগানো শেষ হলেই এদুটি পিলারের ওপর বসানো হবে প্রথম স্প্যান। পরবর্তীতে পর্যায়ক্রমে ৪২ নম্বর পিলার পর্যন্ত মোট ৫টি স্প্যান বসানোর পরিকল্পনা করা হচ্ছে।

পদ্মা সেতুর নির্মাণকাজ (ছবি: বাংলা ট্রিবিউন)

এদিকে হ্যামার জটিলতায় প্রায় ২৫ দিন বন্ধ থাকার পর গত জুলাই মাসের শেষ সপ্তাহে পদ্মার তলদেশে ৩৬ নম্বর পিলারের পাইল বসানো শুরু হয়। যেখানে ব্যবহার করা হচ্ছে দুই হাজার ৪শ’ কিলোজুল ক্ষমতার একটি জার্মান হ্যামার। এই হ্যামার মেরামতের প্রয়োজনে পাইল বসানোয় সেতুর কাজ কয়েক দিন বন্ধ ছিল।
আরও পড়ুন:
যেভাবে সাব জেলে জন্মদিন কেটেছিল শেখ হাসিনার
একজন শেখ হাসিনা
শেখ হাসিনার ৭১তম জন্মদিন আজ: কেক না কাটার নির্দেশ
হিন্দু গণকবর: চ্যালেঞ্জের মুখে ভারতের রোহিঙ্গাপন্থী লবিস্টরা
সাকিবহীন বাংলাদেশের নতুন চ্যালেঞ্জ
ফরেনসিক মেডিসিন শিক্ষার বেহাল দশা!
রোহিঙ্গাদের কিছুই নেই, ফিরে যাওয়া কঠিন: জাতিসংঘ শরণার্থী কমিশন

 

/এসআই/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিজ্জর হত্যার অভিযোগে কানাডায় তিন ভারতীয় গ্রেফতার
নিজ্জর হত্যার অভিযোগে কানাডায় তিন ভারতীয় গ্রেফতার
পিকআপের পেছনে ট্রাকের ধাক্কা, উল্টে গিয়ে ২ শ্রমিক নিহত
পিকআপের পেছনে ট্রাকের ধাক্কা, উল্টে গিয়ে ২ শ্রমিক নিহত
নবযুগ প্রকাশনীর কর্ণধার অশোক রায় নন্দী মারা গেছেন
নবযুগ প্রকাশনীর কর্ণধার অশোক রায় নন্দী মারা গেছেন
মালয়েশিয়ায় আটকে পড়া বাংলাদেশি শ্রমিকদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ
মালয়েশিয়ায় আটকে পড়া বাংলাদেশি শ্রমিকদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ
সর্বাধিক পঠিত
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের