X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

মার্চ-এপ্রিলের ছয় অনুষ্ঠানে যোগ দেবেন বিদেশি অতিথিরা

শেখ শাহরিয়ার জামান
২৪ ফেব্রুয়ারি ২০২০, ২১:৪২আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২০, ২২:১৫

মার্চ-এপ্রিলের ছয় অনুষ্ঠানে যোগ দেবেন বিদেশি অতিথিরা মুজিববর্ষ উপলক্ষে সারাবছর বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করবে সরকার। এর মধ্যে আগামী মার্চ ও এপ্রিলে অন্তত ছয়টি অনুষ্ঠান চূড়ান্ত করা হয়েছে, যেখানে বিদেশি অতিথিরা যোগ দেবেন। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
আগামী ১৭ মার্চ থেকে শুরু হবে মুজিববর্ষের অনুষ্ঠানমালা।
মুজিববর্ষ উদযাপন কমিটির একজন সদস্য বলেন, ‘মার্চের ১৭, ১৯, ২২, ২৩ এবং ২৬ তারিখ মুজিববর্ষের অনুষ্ঠান হবে। এছাড়া এপ্রিলের ১২-১৩ এবং ১৭ তারিখ মুজিববর্ষের অনুষ্ঠান হবে। এর প্রতিটি অনুষ্ঠানে বিদেশি অতিথিরা অংশগ্রহণ করবেন।’
এসব তারিখে কী কী হবে জানতে চাইলে তিনি বলেন, ‘১৭ মার্চ প্রধান অনুষ্ঠান দিয়ে আনুষ্ঠানিকভাবে মুজিববর্ষের শুরু হবে। এই অনুষ্ঠানে দুই ধরনের বিদেশি অতিথিদের আমন্ত্রণ জানানো হয়েছে।’
তিনি জানান, ভুটানের রাজা জিগমে খেসার নামগিল ওয়াংচুক, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ইসলামি সহযোগী সংস্থা—ওআইসির মহাসচিব ইউসেফ বিন আহমাদ বিন আবদুল রহমান আল ওথাইমিনসহ অন্য অতিথিরা বক্তব্য রাখবেন। এছাড়া আরও ৫০ জন বিদেশি অতিথি শুধু অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।
মুজিববর্ষ উদযাপন কমিটির ওই সদস্য আরও জানান, জাতীয় সংসদ মার্চে দুটি অনুষ্ঠান আয়োজন করবে। এর মধ্যে ১৯ মার্চের অনুষ্ঠানে ইউনিসেফের সাবেক মহাসচিব ইরিনা বুকোভাকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং ২২ ও ২৩ মার্চের বিশেষ সংসদ অধিবেশনে বক্তব্য রাখার জন্য ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি রাজি হয়েছেন। এছাড়া ২৬ মার্চের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানেও কয়েকজন বিদেশি অতিথি আসবেন বলে তিনি জানান।
তিনি বলেন, ‘এপ্রিলের ১২ ও ১৩ তারিখে ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলখিয়া বাংলাদেশ সফরে আসবেন এবং তার ওই সফরের সময় মুজিববর্ষের একটি অনুষ্ঠান থাকবে। ১৪ এপ্রিল পয়লা বৈশাখের জাঁকজমকপূর্ণ উৎসব হবে এবং আমরা চেষ্টা করছি সুলতানকে ১৪ এপ্রিল পর্যন্ত ঢাকায় রাখার জন্য।’
১৭ এপ্রিল মুজিবনগর দিবস এবং এ উপলক্ষে মুজিববর্ষের একটি বিশেষ অনুষ্ঠান হবে জানিয়ে তিনি আরও বলেন, ‘মুজিববর্ষের অনুষ্ঠান যে শুধু বাংলাদেশে হবে তা নয়, বরং পৃথিবীর যেখানে সম্ভব সেখানেই এই অনুষ্ঠান করার জন্য সবাইকে বলা আছে।’
বিভিন্ন দেশে বাংলাদেশের মোট ৭৭টি মিশন আছে এবং প্রত্যেক জায়গায় মুজিববর্ষের অনুষ্ঠান হবে বলেও জানান তিনি।

/এইচআই/এমএমজে/
সম্পর্কিত
মুজিব বর্ষ উদযাপনে বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের খরচ ১২৬১ কোটি
ভূমিহীনমুক্ত হচ্ছে সাতক্ষীরার ৬ উপজেলা, প্রস্তুত ৩৬৪টি ঘর
‘প্রধানমন্ত্রীর উপহার বেঁচে থাকার সাহস জুগিয়েছে’
সর্বশেষ খবর
কেমন কেটেছিল ডিবি হেফাজতে সাত সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে সাত সমন্বয়কের সাত দিন
চট্টগ্রাম কাস্টম কমিশনার জাকির হোসেন সাময়িক বরখাস্ত
‘শাটডাউন’ কর্মসূচির জেরচট্টগ্রাম কাস্টম কমিশনার জাকির হোসেন সাময়িক বরখাস্ত
গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণে হামাসকে আহ্বান করলেন ট্রাম্প
গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণে হামাসকে আহ্বান করলেন ট্রাম্প
পাট খাতভিত্তিক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য কর্মসূচি
পাট খাতভিত্তিক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য কর্মসূচি
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন