X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ধানমন্ডির একটি কেন্দ্রে উত্তেজনা, এজেন্ট ঢুকতে না দেওয়ার অভিযোগ রবির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মার্চ ২০২০, ১১:১৫আপডেট : ২১ মার্চ ২০২০, ১২:৪৬

ভোট দেওয়ার পর কথা বলছেন শেখ রবিউল আলম ঢাকা-১০ আসনের উপনির্বাচনে বিএনপি প্রার্থী শেখ রবিউল আলম তার পোলিং এজেন্টদের কেন্দ্রে প্রবেশ করতে না দেওয়া এবং ক্ষমতাসীন দলের লোকেরা এজেন্টদের শারীরিকভাবে আঘাত করছে বলে অভিযোগ করেছেন। রাজধানীর ধানমন্ডি হাই স্কুল কেন্দ্রে শনিবার (২১ মার্চ) সকাল সোয়া ৯টার কিছু পরে ভোট দেন তিনি। এরপর সাংবাদিকদের কাছে এসব অভিযোগ করেন।

উত্তেজিত হয়ে রবি বলেন, ‘এভাবে ভোট চলতে পারে না। আমরা এখান থেকে চলে যাওয়ার পর দেখবেন কেউ নাই এখানে। ভোটারও আসতে পারবেন না। আমরা কর্মীদের ওপর হামলা করা হচ্ছে। একটা স্বাধীন দেশে এমন হতে পারে না। এটা কোনও ভোট ব্যবস্থাপনা? এটা বন্ধ করে দেওয়া উচিত।’ 

এসময় ওই কেন্দ্রের তিন তলার ভোট কক্ষ থেকে আওয়ামী লীগ প্রার্থী শফিউল ইসলাম মহিউদ্দিনের এক পোলিং এজেন্ট কেন্দ্রের বারান্দায় এসে বলেন, ‘এটা বক্তৃতা ও ভাষণের জায়গা না।’ 

এ ঘটনায় উত্তেজনার সৃষ্টি হলে কেন্দ্রের ভেতর ভোটার ছাড়া অতিরিক্ত কর্মীদের অবস্থান করতে দেখা যায়। এসময় পুলিশ এসে সবাইকে বের করে দেয়।

ধানমন্ডি হাই স্কুল কেন্দ্র আরেক পোলিং এজেন্ট নিচে নেমে উচ্চ স্বরে কথা বলতে থাকেন। এসময় সাংবাদিকরা তার পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে ভোটার হিসেবে পরিচয় দেন। কিন্তু তার গলায় পোলিং এজেন্টের পরিচয়পত্র ঝুলছিল। সাংবাদিকরা তার সঙ্গে কথা বলতে চাইলে তিনি সিঁড়ি দিয়ে দৌড়ে ওপরে উঠে যান। 

এ ঘটনার পর প্রিজাইডিং অফিসার তার রুম থেকে বেরিয়ে এসে বলেন, ‘আমি বলেছিলাম এখানে এসব না করতে।’ একথা বলে আবার রুমে ঢুকে যান তিনি। 

তবে, ধানমন্ডির এই কেন্দ্রে বিএনপির কোনও পোলিং এজেন্ট দেখা যায়নি। 

এই বিষয়ে জানতে চাইলে প্রিজাইডিং অফিসার মনসুর আলী বলেন,  ‘উত্তেজনার বিষয়ে আমি শুনেছি। তবে কী হয়েছে এখন বলতে পারবো না। আমাকে খোঁজ নিতে হবে।’ 

 

 

 

/এসও/এসটি/
সম্পর্কিত
মাঠ প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ ইসির
হজ ব্যবস্থাপনায় বিশৃঙ্খলার শঙ্কা এজেন্সি মালিকদের
গরমে পানির সংকট রাজধানীতে, যা বলছে ওয়াসা
সর্বশেষ খবর
ভ্যাটেই মিলবে রাজস্ব, অথচ ভ্যাট বাড়াতে অনীহা
ভ্যাটেই মিলবে রাজস্ব, অথচ ভ্যাট বাড়াতে অনীহা
বাংলাদেশে দক্ষতা উন্নয়নে বিনিয়োগের ফল দৃশ্যমান হচ্ছে
গ্লোবাল স্কিলস ফোরামে বক্তারাবাংলাদেশে দক্ষতা উন্নয়নে বিনিয়োগের ফল দৃশ্যমান হচ্ছে
ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট কাল
ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট কাল
তীব্র গরমে পানি চাইতে চাইতেই ট্রাফিক পুলিশের মৃত্যু
তীব্র গরমে পানি চাইতে চাইতেই ট্রাফিক পুলিশের মৃত্যু
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা