X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

স্বাভাবিক চিকিৎসা কার্যক্রম চলছে ঢামেক হাসপাতালে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ অক্টোবর ২০১৭, ১৫:০২আপডেট : ৩০ অক্টোবর ২০১৭, ১৫:৩০

স্বাভাবিক কার্যক্রম  চলছে ঢামেক হাসপাতালে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, গতকাল সংঘর্ষের পরে তোলা ছবি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা স্বাভাবিক রয়েছে। জরুরি বিভাগে সাধারণ দিনগুলোর মতোই দেওয়া হচ্ছে চিকিৎসা। গতকাল রবিবার (২৯ অক্টোবর) এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসকদের সঙ্গে রোগীর স্বজনদের সংঘর্ষের ঘটনার কোনও প্রভাব আজ সোমবার (৩০ অক্টোবর) চোখে পড়েনি হাসপাতালে গিয়ে। ঢামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন এবং ঢামেক অধ্যক্ষ ডা. আবুল কালাম আজাদও জানিয়েছেন, পূর্ণোদ্যমে চলছে চিকিৎসাসেবা।
ঢামেক হাসপাতালের পরিচালক ও ঢামেক অধ্যক্ষ বলেন, গতকালের ঘটনা গতকালই শেষ হয়েছে। এমন অনভিপ্রেত একটি ঘটনার জন্য আমরা দুঃখপ্রকাশ করছি। কিন্তু গতকালই চিকিৎসা কার্যক্রম শুরু হয়। আজ (সোমবার) তা পূর্ণোদ্যমে চলছে।
সোমবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ঢামেক হাসপাতালে অবস্থান করে দেখা যায়, পুরনো চেহারায় ফিরে এসেছে দেশের অন্যতম প্রধান এই চিকিৎসাকেন্দ্র। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আসছেন রোগী, তারা চিকিৎসা নিচ্ছেন জরুরি বিভাগ থেকে। এছাড়া, হাসপাতালের অন্য সব বিভাগের সেবাও স্বাভাবিক গতিতে চলছে। তবে হাসপাতাল ঘুরে দেখা গেছে, নিরাপত্তা ব্যবস্থা অন্য সময়ের তুলনায় জোরদার করা হয়েছে।
রবিবার এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসকদের সঙ্গে রোগীর স্বজনদের সংঘর্ষের ঘটনা সম্পর্কে জানতে চাইলে ঢামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গতকালের ঘটনার তদন্তে কমিটি গঠন করা হয়েছে। রোগীর স্বজনদের মধ্যে কয়েকজন চিকিৎসকদের ওপর হামলা করেছিলেন। তাদের মধ্যে দু’জন আমাদের হাসপাতালেই পুলিশি প্রহরায় চিকিৎসাধীন রয়েছেন, আরও দু’জনকে থানায় নেওয়া হয়েছে।’
গঠিত তদন্ত কমিটিতে পরিবর্তন আনা হবে জানিয়ে ঢামেক অধ্যক্ষ ডা. আবুল কালাম আজাদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গতকালই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে এই কমিটি রিশাফল করার কথা আমরা আজ সকালেই ভেবেছি। কেবল চিকিৎসক নয়, এই কমিটিতে স্বাস্থ্য মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদেরও রাখা হবে। এটা হয়তো আজকের (সোমবার) মধ্যেই করা হবে।’ তদন্ত কমিটিতে পরিবর্তন আনার পর আগামী সাত থেকে ১০ কার্যদিবসের মধ্যেই তাদের প্রতিবেদন জমা দিতে বলা হবে বলে জানান ঢামেক অধ্যক্ষ।
রবিবারে ঘটনা প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আমার ছাত্ররা রোগীদের চিকিৎসা দিয়েছে। বিপরীতে রোগীর স্বজনদের কাছে মার খেয়েছে। একজনের হাত ভেঙে গিয়েছে। আগামী বুধবার তার অপারেশন হবে। গতকাল যেটা হয়েছে, সেটা চিকিৎসকদের জন্য হুমকি।’
এদিকে, ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বলেন, ‘আমাদের কয়েকজন আনসার সদস্য গতকাল (রবিবার) আহত হয়েছিলেন। এখানেই (ঢামেক হাসপাতাল) তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।’ হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে তিনি বলেন, ‘গতকালের ঘটনার পর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আশা করছি, আর কিছু হবে না। তবে গতকালের ঘটনার পর থেকে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা খানিকটা জোরদার করা হয়েছে।’

উল্লেখ্য, শনিবার (২৮ অক্টোবর) রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢামেক হাসপাতালের সিসিইউ-২-তে ভর্তি হন নওশাদ নামের এক রোগী। রবিবার সকাল ১১টার দিকে তার মৃত্যু হলে এ মৃত্যুকে কেন্দ্র করে রোগীর স্বজনদের সঙ্গে কর্তব্যরত চিকিৎসকদের কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে রোগীর স্বজনরা ডাক্তারদের উপর চড়াও হন। এসময় তাদের আঘাতে একজন ডাক্তার ও দুই আনসার সদস্য আহত হন। পরে হাসপাতালের ডাক্তার, স্টাফ ও আনসার সদস্যরা মিলে রোগীর স্বজনদেরও মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঢামেক হাসপাতালের ২ নম্বর ভবনের তৃতীয় তলায় এ ভাঙচুর ও মারধরের ঘটনা ঘটে।
এ ঘটনার পর রবিবার দুপুর ২টা ১০ মিনিট থেকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগ বন্ধ রাখেন চিকিৎসকরা। এর প্রায় তিন ঘণ্টা পর বিকাল ৫টার দিকে ফের চালু হয় জরুরি বিভাগের সেবা
আরও পড়ুন-
রোহিঙ্গাদের ত্রাণ দিলেন খালেদা জিয়া
মৌসুমি লঘুচাপের কারণে বৃষ্টি হতে পারে

/জেএ/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজশাহীতে গরমে নাকাল প্রাণিকুল, মারা যাচ্ছে পাখি
রাজশাহীতে গরমে নাকাল প্রাণিকুল, মারা যাচ্ছে পাখি
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
মাটি কাটার সময় ‘গরমে অসুস্থ হয়ে’ নারী শ্রমিকের মৃত্যু
মাটি কাটার সময় ‘গরমে অসুস্থ হয়ে’ নারী শ্রমিকের মৃত্যু
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার