X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

শফীর বক্তব্য নারী শিক্ষার বিরুদ্ধে নয়: জনসেবা আন্দোলন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জানুয়ারি ২০১৯, ১৪:২৩আপডেট : ১৬ জানুয়ারি ২০১৯, ১৪:২৩

 

শফীর বক্তব্য নারী শিক্ষার বিরুদ্ধে নয়: জনসেবা আন্দোলন ‘আল্লামা আহমদ শফীর বক্তব্য নারী শিক্ষার বিরুদ্ধে নয় বরং নারীদের ইজ্জত-আব্রু ও নিরাপত্তার স্বার্থে। কিছু কুচক্রী মহল আল্লামা শফীর বক্তব্য অপব্যাখ্যা করে সমালোচনা করেছেন।’ অপব্যাখ্যাকারীদের শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ জনসেবা আন্দোলন।

বুধবার (১৬ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জনসেবা আন্দোলন মানববন্ধন করে এ দাবি জানায়।

মানববন্ধনে উপস্থিত হয় জনসেবা আন্দোলনের চেয়ারম্যান মুফতি ফখরুল ইসলাম বলেন, ‘আল্লামা আহমদ শফী ১১ জানুয়ারি হাটহাজারী মাদ্রাসার মাহফিলে বলেছিলেন, “মেয়েদের কলেজ-ভার্সিটিতে পড়তে হলে পর্দার সঙ্গে পড়াবেন নাহলে নারীদের জন্য স্বল্প শিক্ষাই যথেষ্ট।” এই বক্তব্যের অপব্যাখ্যা করে কিছু কুচক্রী মহল শফীর সমালোচনা করেছেন। আহমদ শফীর বক্তব্যের অপব্যাখ্যাকারীদের শাস্তির দাবি জানাচ্ছি।’

ড. কামাল ও মির্জা ফখরুলের সমালোচনা করে তিনি বলেন, ‘আল্লামা আহমদ শফী নারীদের ইজ্জত রক্ষার কথা বলার কারণে ড. কামালরা মামলা করতে চান। বাংলাদেশের শুধু ২০১৮ সালেই ৯৪২ জন নারী ধর্ষণের শিকার, তখন ড. কামাল, ইনুদের নারী দরদ ও মামলা কোথায় থাকে? আল্লামা শফীর বক্তব্য শুনে মির্জা ফখরুল হতবাক। কিন্তু যখন শিক্ষকের হাতে, স্কুল-কলেজের ক্লাস রুমগুলোতে ছাত্রদের হাতে ছাত্রীরা ধর্ষণের শিকার হয়, যাত্রাপথে বাস-ট্রেনে নারীরা ধর্ষণের শিকার হয় তখন কোথায় থাকে তাদের নারী দরদ?’

তিনি আরও বলেন, ‘আল্লামা শফী কয়েক যুগ ধরে হাদিস পড়াচ্ছেন। শেষ বয়সে এসে আপনাদের কাছ থেকে তার হাদিস শিক্ষা গ্রহণ করা লাগবে না।’

মানববন্ধনে মহাসচিব মাওলানা ইয়ামিন হুসাইন আজমী বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুর রশিদ ও ইতিহাস বিভাগের অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, হাসানুল হক ইনু, আফরোজা হক রিনা ও রৌশন আরা যৌথ বিবৃতিতে সংবিধানের ২৮ এর ২ ও ৩ দ্বারা উল্লেখ করে আল্লামা আহমদ শফীকে ইসলাম ও রাষ্ট্রদ্রোহী বলতেও দ্বিধাবোধ করেননি। তাদের বলছি সংবিধান মানব কর্তৃক রচিত। আর ধর্ম, স্রষ্টা কর্তৃক রচিত। অতএব ধর্ম সংবিধানের ঊর্ধ্বে।’

আইনমন্ত্রী আনিসুল হককে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘দায়িত্বশীলতার পরিচয় দিন। মুখ সামলে কথা বলুন। নতুবা পরিণতি ভালো হবে না।’

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন মুফতি আশিক জোবায়ের, মৌলানা আবুল কাশেম কাসেমী, আলহাজ মো. আজম খান, মাওলানা হোসাইন আকন্দসহ অনেকে।

/এইচএন/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উত্তরা ইউনিভার্সিটিতে রিসার্চ অ্যান্ড পাবলিকেশন অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
উত্তরা ইউনিভার্সিটিতে রিসার্চ অ্যান্ড পাবলিকেশন অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
চট্টগ্রামে লরি চাপায় মৃত্যু বেড়ে তিন
চট্টগ্রামে লরি চাপায় মৃত্যু বেড়ে তিন
রাজধানীতে রিকশাচালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার
রাজধানীতে রিকশাচালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার
স্ত্রীর সঙ্গে ঝগড়া, স্বামীর লাশ উদ্ধার
স্ত্রীর সঙ্গে ঝগড়া, স্বামীর লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক