X
বুধবার, ০১ মে ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট প্রদান চক্রের ৫ সদস্য গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুন ২০২০, ০০:১৬আপডেট : ২৪ জুন ২০২০, ০০:২০

গ্রেফতার

করোনার উপসর্গ থাকা রোগীর নমুনা সংগ্রহ করে কোনও ধরনের পরীক্ষা ছাড়াই ভুয়া রিপোর্ট প্রদানকারী প্রতারক চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ। গ্রেফতার ব্যক্তিরা হলো— হুমায়ুন কবীর, তানজিনা পাটোয়ারী, আরিফুল চৌধুরী, সাঈদ চৌধুরী ও আল মামুন। এদের মধ্যে হুমায়ুন কবীর ও তানজিনা সম্পর্কে স্বামী-স্ত্রী। মঙ্গলবার (২৩ জুন) তাদের গ্রেফতার করা হয়।

পুলিশের তেজগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনার মাহমুদ খান পাঁচ জনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গ্রেফতার হুমায়ুন কবীর ও তানজিনা ‘বুকিং বিডি’ ও ‘হেলথ কেয়ার’ — এই দুটি প্রতিষ্ঠানের নামে বাসায় বাসায় গিয়ে করোনা উপস্বর্গ থাকা ব্যক্তিদের নমুনা নিয়ে পরীক্ষা ও সনদ দেয় বলে বিজ্ঞাপন দিয়েছিল। মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বিমানবন্দর থানার আশকোনা ও গুলশান এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ কর্মকর্তারা জানান, সম্প্রতি তেজগাঁও থানা পুলিশ জানতে পারে, বুকিং বিডি ও হেলথ কেয়ার নামে দুটি প্রতিষ্ঠান ভুয়া করোনার পরীক্ষার মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে অর্থ হাতিয়ে নিচ্ছে। বিষয়টি অনুসন্ধানের পর মঙ্গলবার দুপুর থেকে অভিযান শুরু করে পুলিশ। এক পর্যায়ে তারা এই প্রতারক চক্রের মূল হোতা হুমায়ুন কবীর ও তানজিনা পাটোয়ারীকে গ্রেফতার করে। পরে তাদের দেওয়া তথ্য মতে, গুলশানের কনফিডেন্স টাওয়ারে অভিযান চালিয়ে বাকি তিন জনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে জব্দ করা দুটি ল্যাপটপ থেকে অন্তত ৩৭ জনের ভুয়া করোনা পরীক্ষার রিপোর্ট পাওয়া যায়। তাদের কাছ থেকে আরও দুটি ল্যাপটপ ও কম্পিউটার জব্দ করা হয়েছে। সেগুলোতেও একাধিক ব্যক্তির ভুয়া করোনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে পুলিশ জানিয়েছে।

তদন্ত সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, এই চক্রটি আগে ‘জোবেদা খাতুন সর্বজনীন স্বাস্থ্যসেবা-জেকেজি’ নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানে চাকরি করতো। তারা ওই প্রতিষ্ঠানের হয়ে করোনার উপস্বর্গ রয়েছে এমন লোকজনের নমুনা সংগ্রহের কাজ করতো। জেকেজি নামের প্রতিষ্ঠানটি আইইডিসিআরের অনুমোদিত। সম্প্রতি তারা ওই প্রতিষ্ঠান থেকে চাকরি ছেড়ে দেয়। এরপর নিজেরাই অনলাইনে ‘হেলথ কেয়ার’ ও ‘বুকিং বিডি’ নামে দুটি প্রতিষ্ঠানের হয়ে বাড়ি বাড়ি গিয়ে করোনার নমুনা পুরীক্ষা করা হয় বলে বিজ্ঞাপন দেয়। তদন্ত সংশ্লিষ্টরা জানান, ওই বিজ্ঞাপন দেখে অনেকেই করোনা পরীক্ষা করার জন্য তাদের সঙ্গে যোগাযোগ করে। এই প্রতারক চক্রের সদস্যরা নমুনা সংগ্রহের পর কোনও ধরনের পরীক্ষা ছাড়াই যাদের উপসর্গ রয়েছে তাদের পজিটিভ ও যাদের উপসর্গ নেই তাদের নেগেটিভ রিপোর্ট মেইল করে জানিয়ে দিতো। এজন্য প্রত্যেক ব্যক্তির কাছ থেকে তারা পাঁচ থেকে ১০ হাজার টাকা করে হাতিয়ে নিতো।

পুলিশ জানায়, গ্রেফতার আরিফুল চৌধুরী স্বেচ্ছাসেবী সংগঠন জেকেজি’র প্রধান নির্বাহী কর্মকর্তা। আর হুমায়ুন কবীর ও তানজিনা দম্পতি জেকেজির সাবেক স্টাফ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও জোনের সহকারী কমিশনার মাহমুদ খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গ্রেফতার প্রতারকদের কাছ থেকে জব্দ করা দুটি ল্যাপটপে প্রাথমিকভাবে ৩৭টি করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট পাওয়া গেছে। আরও  কয়েকটি ল্যাপটপ ও কম্পিউটারে করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট রয়েছে। এই প্রতারক চক্র সাধারণ মানুষের সরলতার সুযোগ নিয়ে প্রতারণা করে আসছিল।’

 

/এনএল/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুম্বাইকে হারিয়ে পয়েন্ট টেবিলের তিনে লখনউ
মুম্বাইকে হারিয়ে পয়েন্ট টেবিলের তিনে লখনউ
তপ্ত রোদেও থামে না তাদের কাজ
আজ মহান মে দিবসতপ্ত রোদেও থামে না তাদের কাজ
মদ ছেড়ে বললেন, ‘মাইলফলক’
মদ ছেড়ে বললেন, ‘মাইলফলক’
প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বৃহস্পতিবার
প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বৃহস্পতিবার
সর্বাধিক পঠিত
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
আজকের আবহাওয়া: তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস
আজকের আবহাওয়া: তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড