X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

চারুকলা, রমনা বটমূল কোথাও কেউ নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ এপ্রিল ২০২১, ০৯:১৬আপডেট : ১৪ এপ্রিল ২০২১, ১২:২৭

রাজধানীতে বৈশাখের প্রথম সকাল মানেই হইহই রইরই কাণ্ড। অন্তত বছর দুয়েক আগেও তেমন চিত্রই দেখা গেছে। তবে গেল দু’বারের বৈশাখের চিত্র ভিন্ন। বৈশাখ মানেই রমনা বটমূল, চারুকলা আর রবীন্দ্র সরোবর। করোনা সংক্রমণ রোধে বুধবার (১৪ এপ্রিল) থেকে শুরু হওয়া লকডাউনে এই তিন এলাকা ছিল জনমানবশূন্য। কোথাও কোনও আয়োজন নেই, কোথাও কোনও মানুষ নেই।

রমনা পার্ক

বুধবার পহেলা বৈশাখের সরেজমিনে ঘুরে দেখা যায় রাজধানীর পার্কগুলোতে প্রতিদিন সকালে যে স্বাস্থ্যসচেতন নাগরিকরা শরীরচর্চা করেন তারাও অনুপস্থিত।

চারুকলার দেয়ালে আঁকা ছবি

১৪-২১ এপ্রিল পর্যন্ত চলাচলের সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা, এই কয়দিন কী করা যাবে, বিশেষ ছাড়ে কী কী করা যাবে—এ বিষয়ে সোমবার (১৩ এপ্রিল) প্রজ্ঞাপনে জারি করা হয়। সেখানে বলা আছে, অতি জরুরি প্রয়োজন ছাড়া কোনোভাবেই বাড়ির বাইরেবের হওয়া যাবে না।

রবীন্দ্র সরোবর

রবীন্দ্র সরোবরের পাশ দিয়ে মাস্ক পরে হেঁটে যাচ্ছিলেন সামিন। কেন বেরিয়েছেন জানতে চাইলে বলেন, ঠিক উল্টোদিকেই থাকেন তিনি। বছরের প্রথম সকাল গানের সুরে শুরু হয়। গতবছর থেকে এত নীরবে বৈশাখের দিনটা আসে, ভালো লাগে না। তাই একটু লেকে এসেছেন। এরপরে আর হয়তো বের হবেন না। রমনায় গিয়ে কাউকে দেখতে পাওয়া যায়নি। বটমূল এলাকা দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে।

চারুকলার দেয়ালে আঁকা ছবি

বটমূলে সরাসরি না হলেও এবারও ধারণকৃত পুরনো অনুষ্ঠান ও নতুন কিছু গানের মাধ্যমে ৫০ মিনিটের আয়োজন ছিল ছায়ানটের। বছর শুরুর দিন সকাল ৭টা থেকে বিটিভিসহ ছায়ানটের ফেসবুক পেজ ও ইউটিউবে একযোগ প্রচার করার কথা আগেই জানিয়েছিল কর্তৃপক্ষ।

চারুকলার দেয়ালে আঁকা ছবি

আর চারুকলায় নেই এবার মঙ্গল শোভাযাত্রা। ফাঁকা ফুটপাতে নেই লাল নীল কাঁচের চুড়ি, নেই ফুল আর বাতাসার ভ্যান। ইন্সটিটউটের বাইরের দেয়ালের নতুন পটচিত্র যেন জানান দিচ্ছে আজ বৈশাখ।

ছবি: নাসিরুল ইসলাম।

/ইউআই/এসটি/
সম্পর্কিত
তাপপ্রবাহে বিক্রি হচ্ছিল ‘নকল স্যালাইন’, এ রকম ঘটনার তথ্য চাইলেন হারুন
ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে মেয়র তাপস৪ খালের উদ্ধার-সবুজায়নের কাজ শুরু, শহর উন্নীত হবে আন্তর্জাতিক মানদণ্ডে
কেন্দ্রীয় ব্যাংকের সংবাদ সম্মেলন বয়কট করলেন সাংবাদিকরা
সর্বশেষ খবর
কলিম শরাফীর জন্মশতবার্ষিকীতে শর্মিলার অ্যালবাম
কলিম শরাফীর জন্মশতবার্ষিকীতে শর্মিলার অ্যালবাম
উপজেলা নির্বাচনে ভোট দিলেন সাকিব
উপজেলা নির্বাচনে ভোট দিলেন সাকিব
কুড়িগ্রামের তিন উপজেলায় ৪৫ শতাংশ ভোট পড়েছে
কুড়িগ্রামের তিন উপজেলায় ৪৫ শতাংশ ভোট পড়েছে
নতুন কোয়ালিটি নিয়ে বাজারে এলো রিয়েলমি সি৬৫, বুকিংয়েই নানা অফার
নতুন কোয়ালিটি নিয়ে বাজারে এলো রিয়েলমি সি৬৫, বুকিংয়েই নানা অফার
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ