X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

১০ নম্বর শর্ত থেকে মুক্ত হলো রবি

হিটলার এ. হালিম
২৪ জুন ২০২১, ১৩:০০আপডেট : ২৪ জুন ২০২১, ১৩:০০

মূল নম্বর সিরিজ বা স্কিমের পাশাপাশি গ্রামীণফোনের ০১৩ ও বাংলালিংকের রয়েছে ০১৪ নম্বর। রবির এটা না থাকলেও অপারেটরটির সঙ্গে একীভূত হয়ে যাওয়া এয়ারটেলের ০১৬ নম্বরই হওয়ার কথা ছিল দ্বিতীয় নম্বর সিরিজ। কিন্তু একীভূতকরণের বিভিন্ন শর্তের মধ্যে এতদিন বিষয়টি আটকে ছিল। অন্যান্য ব্লক বিক্রি করতে পারলেও ০১৬০ ও ০১৬১ স্লট দুটি বিক্রি করতে পারতো না রবি।  তবে সেই বাধা কেটে গেছে।  রবি এখন নম্বরগুলো বিক্রি করতে পারছে।  টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি মার্জারের (একীভূতকরণ) ১০ নম্বর শর্ত বিশেষভাবে সংশোধন করেছে।  কারণ, সংশোধনের ক্ষমতা বিটিআরসির হাতেই ছিল। গত মার্চ মাসে বিটিআরসির ২৫১তম কমিশন বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

মোবাইল ফোন অপারেটর এয়ারটেলকে একীভূত করার সময় অনেক শর্তের মধ্যে ‘১০ নম্বর’ একটি শর্ত ছিল।  একীভূতকরণের ২ বছর পর রবি ‘এয়ারটেল’ নামের শর্ত থেকে মুক্ত হলেও মূলত একটি শর্তে আটকে ছিল।  এখন সেই শর্ত থেকেও মুক্ত হয়েছে।  ফলে ০১৬ নম্বর সিরিজের সিম বিক্রি করতে সব ধরনের বাধা কাটলো রবির।  বিটিআরসির ২৫১তম কমিশন বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে।

কী ছিল শর্তে?

মার্জারের ১০ নম্বর শর্তে উল্লেখ ছিল, একীভূতকরণের পর বিটিআরসির অনুমতি ব্যতীত কোনও ০১৬ কোড সংবলিত সংযোগ ২ বছরের বেশি সময়ে বিক্রয় করা যাবে না। তবে মার্জারের অগ্রগতি বিবেচনায় বিটিআরসি প্রয়োজনবোধে এই সময়সীমা পরিবর্তন করার ক্ষমতা সংরক্ষণ করবে। উল্লিখিত সময়ের পর বিটিআরসির নির্দেশনা অনুযায়ী, ০১৬ কোডের গ্রাহককে ০১৮ কোডে স্থানান্তর করতে হবে।

এ বিষয়ে জানতে চাইলে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সমাধান ওই শর্তের মধ্যেই ছিল।  কিন্তু কেউ সেটা খেয়াল করেনি।  এজন্যই সমস্যাটা দীর্ঘায়িত হয়েছে। আমার কাছে চিঠি আসা মাত্র শর্ত দেখে বলে দিয়েছি, মার্জারের ১০ নম্বর গাইডলাইন সংশোধন করতে হবে না।  বিটিআরসির হাতেই ক্ষমতা দেওয়া আছে। বিটিআরসি সেই ক্ষমতাবলে সমস্যাটির সমাধান করে দেবে।  এরই মধ্যে সেই সমস্যার সমাধানও হয়ে গেছে।’

রবির হেড অব রেগুলেটরি অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স সাহেদ আলম  বলেন, ‘মার্জার সংক্রান্ত কিছু শর্ত ছিল, সেসব দূর হয়েছে।  আর  কোনও বাধা নেই।  আমরা ০১৬ ব্লকের সব নম্বর বিক্রি করতে পারছি।’  তিনি জানান, নম্বর স্কিমের প্রতিটা স্লটে এক কোটি করে নম্বর থাকে।

জটিলতার ধরন

মোবাইল ফোন অপারেটর রবির এয়ারটেল ব্র্যান্ডের ‘০১৬’ কোডের দুটি ব্লকের নম্বর বিক্রি ও বাজারজাত নিয়ে জটিলতা ছিল দীর্ঘদিন।  রবি ‘০১৬০’ ও ‘০১৬১’ নম্বর ব্লকের কোনও নম্বর বিক্রিও করতে পারছিল না। যদিও অন্যান্য ব্লকের নম্বর বিক্রিতে বাধা ছিল না। তবে রবিকে বিটিআরসি থেকে অনুমোদন নিয়ে বিক্রি করতে হতো। ০১৬ নম্বরের জন্য অপারেটরটিকে বিটিআরসি ৬ মাস করে অনুমোদন দিতো।

বিটিআরসির ২৫০তম কমিশন বৈঠকের নথি থেকে জানা যায়, সর্বশেষ গত ৬ জানুয়ারি ০১৬ নম্বর সিরিজে ইতোমধ্যে ব্যবহৃত নম্বরগুলো রবি নেটওয়ার্কে সচল রাখা এবং ০১৬ বিপণন ও বিক্রির জন্য বিটিআরসির কাছে আবেদন করে রবি। বিটিআরসি ওই বৈঠকে ০১৬ নম্বর (দুটি ব্লক ছাড়া) আগামী ৬ মাসের জন্য বিক্রির অনুমোদন দেয়।  (সেই হিসেবে ৩১ জুলাই পর্যন্ত অপারেটরটি সিম বিক্রি করতে পারতো)।  অনুমোদন পত্রে আরও বলা হয়, যেসব নম্বর বন্ধ বা নিষ্ক্রিয় আছে, সেগুলো কোনোভাবে পুনর্ব্যবহার বা পুনরায় বিক্রি করা যাবে না।  আর  দুটি ব্লকের  (০১৬০ ও ০১৬১) নতুন নম্বর বিক্রি বা বাজারজাতে নিষেধাজ্ঞা বহাল রয়েছে। এই নির্দেশনা অমান্য করলে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন-২০০১ অনুযায়ী, শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে।

অপরদিকে রবি থেকে বিটিআরসিকে জানানো হয়, কারিগরিভাবে ০১৬ নম্বরকে ০১৮ করা সম্ভব নয়। এ কারণে ১০ নম্বর শর্তকে পরিবর্তন বা সংশোধনের জন্য আবেদন করে রবি।

 

/এপিএইচ/
সম্পর্কিত
বেবিচক ও রবি আজিয়াটার মধ্যে করপোরেট চুক্তি
রবি টাওয়ারের নিরাপত্তাপ্রহরীকে হাত-পা বেঁধে হত্যা
রবির বিরুদ্ধে ২২৭ কোটি টাকার মামলায় বাদীর সাক্ষ্য
সর্বশেষ খবর
প্রকৌশলী তুহিনের মুক্তি না দিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
প্রকৌশলী তুহিনের মুক্তি না দিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
পাকিস্তান থেকে পণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞা
পাকিস্তান থেকে পণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞা
নিজের বিভাগের উন্নতি না করে বোর্ডে আসার প্রয়োজন নেই: তামিম 
নিজের বিভাগের উন্নতি না করে বোর্ডে আসার প্রয়োজন নেই: তামিম 
গাজীপুরে পুড়ে গেছে ২৫ ঝুটগুদামের মালামাল
গাজীপুরে পুড়ে গেছে ২৫ ঝুটগুদামের মালামাল
সর্বাধিক পঠিত
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘সাময়িক’ ফ্লাইট বন্ধ করলো নভোএয়ার
‘সাময়িক’ ফ্লাইট বন্ধ করলো নভোএয়ার