X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২
হাসেম ফুডসে অগ্নিকাণ্ড

কারখানা পরিদর্শন অধিদফতরের গাফিলতি খতিয়ে দেখবে সংসদীয় কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ আগস্ট ২০২১, ১৮:০৯আপডেট : ২৯ আগস্ট ২০২১, ১৮:০৯

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুডস অ্যান্ড বেভারেজ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের গাফিলতি আছে কিনা খতিয়ে দেখবে সংসদীয় কমিটি।

রবিবার (২৯ আগস্ট) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন চাওয়া হয়েছে।

বৈঠক শেষে কমিটির সভাপতি মো. মুজিবুল হক চুন্নু বাংলা ট্রিবিউনকে বলেন, গত তিন বছরে কারখানা পরিদর্শকরা ওই কারখানা পরিদর্শন করেছিলেন কিনা সেই প্রতিবেদন আমরা চেয়েছিলাম। মন্ত্রণালয় তা দিতে পারেনি। তারা মুখে বলেছে, তিন বছরে তিনবার পরিদর্শন হয়েছে। আমরা সেটা গ্রহণ করিনি। বলেছি কাগজ দিতে হবে।

তিনি বলেন, আগামী বৈঠকে ওই প্রতিবেদন দিতে বলা হয়েছে। সেই প্রতিবেদন পাওয়ার পর আমরা আলোচনা করে দেখবো, ডিপার্টমেন্টে কোন গাফিলতি আছে কিনা।

উল্লেখ্য, গত ৮ জুলাই নারায়ণগঞ্জের হাশেম ফুডস অ্যান্ড বেভারেজ কারখানায় আগুনে ৫২ জনের প্রাণহানি হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে কারখানার মালিক আবুল হাশেম, তার চার ছেলেসহ আটজনের বিরুদ্ধে হত্যা মামলা করে।

ঘটনা তদন্তে জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করেছে।

সংসদীয় কমিটির বৈঠকে, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর জানায়, তারা গত ৭ জুন সর্বশেষ ওই কারখানা পরিদর্শনে যায়। সেখানে শ্রম আইন ও বিধিমালা ভঙ্গ হয়েছে মর্মে কারখানাকে কারণ দর্শাও নোটিশ দেওয়া হয়। সেই নোটিশের জবাব না পাওয়ায় গত ৩০ জুন শ্রম আদালতে মামলা করে অধিদফতর।

এদিকে বৈঠকে একই নামে ট্রেড ইউনিয়ন, ট্রেড ইউনিয়ন ফেডারেশনে নিবন্ধনের জন্য যে সকল আবেদন দাখিল হয়েছে তার মধ্যে এখন পর্যন্ত যেসকল আবেদন নিবন্ধন হয়নি তার কারণসহ একটি পূর্ণাঙ্গ বিবরণী আগামী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করা হয়।

এছাড়া বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন এবং সেন্ট্রাল ফাউন্ডেশনের অর্গানোগ্রাম অনুযায়ী সুষ্ঠুভাবে নিয়োগের জন্য একজন অতিরিক্ত সচিবকে স্থায়ীভাবে পদায়নের জন্য এবং উক্ত ফাউন্ডেশনের অর্থ কোথা থেকে আসে, কোথায় কোথায় ব্যয় হয় এবং বর্তমানে কত টাকা আছে তার একটি পূর্ণাঙ্গ তালিকা পরের বৈঠকে উপস্থাপনের সুপারিশ করা হয়।

এছাড়া বর্তমানে শ্রম অধিদফতরে কতজন ডিআইজি দায়িত্বে আছেন তাদের তালিকা এবং তৃতীয়-চতুর্থ শ্রেণির পদে পদোন্নতির যোগ্যতা সম্পন্ন কর্মচারীদের তালিকা পরের বৈঠকে পেশ করার সুপারিশ করা হয়।

মুজিবুল হক চুন্নুর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, শাজাহান খান, শামসুন নাহার এবং আনোয়ার হোসেন হেলাল অংশ নেন।

/ইএইচএস/এমএস/
সম্পর্কিত
শতবর্ষী গাছের গোড়ায় জ্বলছে আগুন, ডাল দিয়ে বের হচ্ছে ধোঁয়া!
টাঙ্গাইলে যৌনপল্লিতে আগুনে পুড়লো ২২ ঘর
চট্টগ্রামে মমতা মাতৃসদন ক্লিনিকের অপারেশন থিয়েটারে আগুন
সর্বশেষ খবর
মৃত ও প্রবাসীর নামে সরকারি অর্থ আত্মসাৎ, নোয়াখালী বিএডিসি কার্যালয়ে দুদকের অভিযান
মৃত ও প্রবাসীর নামে সরকারি অর্থ আত্মসাৎ, নোয়াখালী বিএডিসি কার্যালয়ে দুদকের অভিযান
মিরাজের বাংলাদেশকে সমীহ করছেন শ্রীলঙ্কা অধিনায়ক
মিরাজের বাংলাদেশকে সমীহ করছেন শ্রীলঙ্কা অধিনায়ক
নতুন শুরুর অপেক্ষায় পঞ্চপাণ্ডবহীন বাংলাদেশ
নতুন শুরুর অপেক্ষায় পঞ্চপাণ্ডবহীন বাংলাদেশ
গাজায় ইসরায়েলি আগ্রাসনে মরক্কোর নেপথ্য সহযোগিতা
গাজায় ইসরায়েলি আগ্রাসনে মরক্কোর নেপথ্য সহযোগিতা
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
আরও ১১ ব্যাংকের সম্পদ যাচাই করবে কেন্দ্রীয় ব্যাংক
আরও ১১ ব্যাংকের সম্পদ যাচাই করবে কেন্দ্রীয় ব্যাংক
অন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
প্রশাসনে থামছে না আন্দোলনঅন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
আজ থেকে কার্যকর হচ্ছে নতুন অর্থবছরের বাজেট
আজ থেকে কার্যকর হচ্ছে নতুন অর্থবছরের বাজেট