X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

ভর্তি পরীক্ষার্থীদের পাশে ঢাবির ছাত্র সংগঠনগুলো 

ঢাবি প্রতিনিধি
০১ অক্টোবর ২০২১, ১৭:৫৭আপডেট : ০১ অক্টোবর ২০২১, ১৮:৫৫

দীর্ঘ অপেক্ষার পর আজ শুক্রবার (১ অক্টোবর) শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনের ভর্তি পরীক্ষা। দূর-দূরান্ত থেকে আসা পরীক্ষার্থীদের বেশির ভাগই কেন্দ্রের অবস্থান জানেন না। যারা অভিভাবক ছাড়া আসেন, তাদের ব্যাগ ও মোবাইল রাখা নিয়ে ঝামেলায় পড়তে হয়। এমন অসুবিধা দূর করার জন্য শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠন।

ভর্তিচ্ছুদের কষ্ট লাগবের জন্য ‘হেল্পিং বুথ’ স্থাপন করেছে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা, ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখা, বাংলাদেশ ছাত্র ফেডারেশন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট (মার্ক্সবাদ), বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদসহ কয়েকটি ছাত্র সংগঠন। শিক্ষার্থীদের জন্য প্রাথমিক চিকিৎসা কেন্দ্রও স্থাপন করে ছাত্রলীগ। কলম বিতরণ এবং ফুলেল শুভেচ্ছা জানান ছাত্রদলের নেতাকর্মীরাও।

শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নিচ্ছে ছাত্রদল এছাড়া বিভিন্ন জেলা ছাত্র সংগঠনগুলো শিক্ষার্থীদের সহায়তা করতে স্থাপন করে ‘তথ্য কেন্দ্র’। এই ছাত্র সংগঠনগুলো ভর্তি পরীক্ষার্থীদের সহযোগিতা করার জন্য প্রতিটি ভর্তি পরীক্ষার দিন উপস্থিত থাকবে বলে জানায়।

এসব সংগঠনগুলোর কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন অভিভাবক ও শিক্ষার্থীরা। এক অভিভাবক বলেন, ‘ছেলেকে নিয়ে প্রথম এলেম। কোন ভবন কোথায়, কিছুই চিনি না, ছেলেও চেনে না। পরে চেয়ার টেবিলে কয়েকজনকে বসে থাকতে দেখে জিজ্ঞেস করতেই তারা পৌঁছে দেয়। এ কারণে ঝামেলা পোহাতে হয়নি।’

. আগামীকাল শনিবার (২ অক্টোবর) একই সময়ে অনুষ্ঠিত হবে কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা। যার মধ্যে ১৮ হাজার ৮৫০ জনের আসন পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বাকিরা বিভাগীয় শহরগুলোতে পরীক্ষা দেবেন। এই ইউনিটে ২ হাজার  ৩৭৮ আসনের বিপরীতে মোট আবেদন করেছেন ৪৭ হাজার ৬৩২ জন। প্রতি আসনের বিপরীতে লড়বেন ২০.০৩ জন।

আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলো।

 

/আইএ/
সম্পর্কিত
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে গিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ
হরিরামপুর উপজেলা নির্বাচনছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
সর্বশেষ খবর
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কলকাতায় নামতেই পারলো না কেকেআরের বিমান!
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কলকাতায় নামতেই পারলো না কেকেআরের বিমান!
রাজধানীতে মাদকদ্রব্যসহ একদিনে গ্রেফতার ২৪
রাজধানীতে মাদকদ্রব্যসহ একদিনে গ্রেফতার ২৪
উপজেলা নির্বাচনে প্রথম ধাপে ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন
উপজেলা নির্বাচনে প্রথম ধাপে ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন
দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ ভবন ধস, আটকা পড়েছে অনেকে
দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ ভবন ধস, আটকা পড়েছে অনেকে
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস