বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও মার্কিন সেনাবাহিনীর যৌথ উদ্যোগে ভূমিকম্প পরবর্তী অনুসন্ধান ও উদ্ধার বিষয়ক তিন দিনব্যাপী অনুশীলন সমাপ্ত হয়েছে। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) রাজধানীর আর্মি গলফ ক্লাবে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
‘ডিজাস্টার রেসপন্স এক্সারসাইজ অ্যান্ড এক্সচেঞ্জ বাংলাদেশ ২০২১’ শীর্ষক এ অনুশীলনের সমাপনী দিনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন প্রধান অতিথি ছিলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লে. জেনারেল ওয়াকার-উজ-জামান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীন, মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
বৃহস্পতিবার আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)-এর সহকারী পরিচালক নূর ইসলামের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ অনুশীলনের মূল উদ্দেশ্য ছিল—ভূমিকম্প তথা সব দুর্যোগ ব্যবস্থাপনায় আন্তর্জাতিক পদ্ধতির ওপরে সম্যক ধারণা লাভ, দুর্যোগ মোকাবিলায় সমন্বিত প্রয়াস নিশ্চিতকরণের জন্য সব অংশীজনের মধ্যে সমন্বয় বৃদ্ধি, ভূমিকম্প মোকাবিলায় অনুসন্ধান ও উদ্ধার, যোগাযোগ, মেডিক্যাল শেল্টার ও ত্রাণ কার্যক্রম ইত্যাদির আলোকে দুর্যোগ ব্যবস্থাপনার গাইডলাইন চূড়ান্তকরণ।
অনুশীলনে ২৩টি দেশের ১৪৭টি সংস্থার তিন শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন। দেশগুলো হচ্ছে—বাংলাদেশ, নেপাল, ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জাপান, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, তুরস্ক, ফিজি, মঙ্গোলিয়া, লাওস, কেনিয়া, জার্মানি, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর, নাইজেরিয়া ও চীন।
অংশগ্রহণকারীরা দুর্যোগ ব্যবস্থাপনায় জড়িত বিভিন্ন মন্ত্রণালয়, সংস্থা ও এনজিওকে প্রতিনিধিত্ব করেন। এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে অধ্যয়নরত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকরা এ অনুশীলনে অংশ নেন। এই ধরনের অনুশীলন ভূমিকম্প পরবর্তী দুর্যোগ ব্যবস্থাপনার আন্তর্জাতিক পর্যায়ে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে সহায়ক হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এছাড়া কোভিড-১৯-এর মতো মহামারিকালীন দুর্যোগ ব্যবস্থাপনার চ্যালেঞ্জগুলো এবং তা মোকাবিলার করণীয় বিষয়ের ওপর আলোকপাত করা হয়। এবারই প্রথম শারীরিক উপস্থিতি এবং ভার্চুয়াল মাধ্যমে দেশ এবং দেশের বাইরে থেকে এই অনুশীলনে অনেকে অংশগ্রহণ করেন।