X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

প্রশাসনিক ক্যাডাররা আইনের চর্চা করেন না, অভিযোগ উপজেলা চেয়ারম্যানদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ নভেম্বর ২০২১, ১৫:৫২আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১৬:০৬

প্রজাতন্ত্রের প্রশাসনিক ক্যাডারের কর্মচারীরা ‘আইনের চর্চা না করে’ নির্বাচিত উপজেলা পরিষদকে অকার্যকর করে রেখেছেন বলে অভিযোগ করেছে বাংলাদেশ উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশন। সংগঠনটি থেকে সংবিধানিক আইন ও সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী নির্বাচিত উপজেলা পরিষদকে কার্যকর করে পরিচালনার দাবি জানানো হয়েছে।

রবিবার (৭ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

বাংলাদেশ উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন-অর-রশীদ হাওলাদার লিখিত বক্তব্যে বলেন, উপজেলা পরিষদকে অকার্যকর করে রাখা শুধু আইন অমান্যই নয়; বরং বিভিন্ন স্তরে কর্মরত ২৬টি ক্যাডারের কর্মচারীদের প্রতি অবহেলাও। আমরা আইনের চর্চার পক্ষে আর প্রশাসনিক ক্যাডারের কর্মচারীরা আইন অনুসরণ করছেন না।

তিনি বলেন, শুধু একটি ক্যাডারের কর্মচারীদের আইন না মানার কারণে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমরা আজ কর্ম, মর্যাদা ও ব্যক্তিত্বহীন হয়ে পড়েছি। এমনকি এ ব্যাপারে হাইকোর্ট ১০ কর্ম দিবসের মধ্যে রুলনিশির জবাব দিতে নির্দেশনা জারি করলেও তা দেওয়া হয়নি, যা আদালতের প্রতি অবজ্ঞা।

করোনাকালে স্থানীয় সরকারের ৬৫ হাজার জনপ্রতিনিধির মধ্যে ‘মাত্র ০ দশমিক ৩ শতাংশ সদস্য’ অনিয়মের সঙ্গে জড়িত ছিলেন দাবি করেন হারুন-অর-রশীদ হাওলাদার। তিনি বলেন, ‘অনিয়মের কারণে তাদের অপসারণও করা হয়েছে। অথচ সরকারি কর্মচারীদের অবিরাম আইন অমান্যের বিরুদ্ধে প্রতিবাদ জানালে কথায় কথায় উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যানদের বিচার বিভাগীয় চার্জ গঠনের আগেই নির্বাহী আদেশ দ্বারা অপসারণ করা হয়; যা সম্পূর্ণ সংবিধান বিরোধী।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তাদের বিরুদ্ধে নই। জনপ্রতিনিধি ও প্রজাতন্ত্রের কর্মচারীদের সঙ্গে আমরা একযোগে আইন অনুযায়ী কাজ করতে চাই। কিন্তু নির্বাহী কর্মকর্তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল নন। কিছু কিছু মন্ত্রণালয়ের কিছু ডিজি আইন অমান্য করে উপজেলা নির্বাহী অফিসারদের বিভিন্ন দায়িত্ব আরোপ করে দিচ্ছে। যার মাধ্যমে উপজেলা পরিষদের চেয়ারম্যানদের তারা অকার্যকর করে রাখছেন।

সংবাদ সম্মেলনে তিনি কর্মসূচি ঘোষণা করে বলেন, এসব সমস্যা নিরসনে ১১ নভেম্বর থেকে দেশের বিভাগগুলোতে সফর করবেন অ্যাসোসিয়েশনের নেতারা। বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের সঙ্গে মতবিনিময় ও অন্যান্য কার্যক্রম গ্রহণ করা হবে। এর মধ্যে যদি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি না করা হয়, তাহলে আগামী ১৬ জানুয়ারি ঢাকায় সমাবেশ করা হবে। পরবর্তী সময়ে আরও কঠিন কর্মসূচিও ঘোষণা করা হবে।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম খান বীরু, যুগ্ম সাধারণ সম্পাদক নূর হোসেন প্রমুখ।

/জেডএ/ইউএস/
সম্পর্কিত
তামাক কর বাস্তবায়নে প্রায় সাড়ে ৫ লাখ তরুণের অকালমৃত্যু প্রতিরোধ সম্ভব
হজ ব্যবস্থাপনায় বিশৃঙ্খলার শঙ্কা এজেন্সি মালিকদের
চিকিৎসা-খাদ্য-কৃষি সরঞ্জামের আন্তর্জাতিক প্রদর্শনী শুরু হচ্ছে ঢাকায়
সর্বশেষ খবর
শুধু চাকরির পেছনে ছুটবে না, উদ্যোক্তা হবে:  স্বাস্থ্যমন্ত্রী
শুধু চাকরির পেছনে ছুটবে না, উদ্যোক্তা হবে:  স্বাস্থ্যমন্ত্রী
প্রগতি ইন্ডাস্ট্রিজের সাবেক এমডিসহ ৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা
প্রগতি ইন্ডাস্ট্রিজের সাবেক এমডিসহ ৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা
বঙ্গোপসাগরে ডুবলো জাহাজ, ভাসছেন ১২ নাবিক
বঙ্গোপসাগরে ডুবলো জাহাজ, ভাসছেন ১২ নাবিক
মাঠ প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ ইসির
মাঠ প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ ইসির
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের