X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২
রোহিঙ্গা গণহত্যা

মিয়ানমারের জেনারেলদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে আর্জেন্টিনার আদালত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ নভেম্বর ২০২১, ২১:৩৯আপডেট : ২৯ নভেম্বর ২০২১, ১৪:৫৫

মিয়ানমার সেনাবাহিনীর সিনিয়র জেনারেল মিং আং হ্লাইং ও তার দোসরদের বিরুদ্ধে আনা গণহত্যার অভিযোগ আমলে নিয়েছে আর্জেন্টিনার একটি আদালত। এই যুগান্তকারী পদক্ষেপের মাধ্যমে মিয়ানমার সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্তকর্তাদেরকে গণহত্যার দায়ে বিচারের সম্মুখীন হতে হবে।

রবিবার (২৮ নভেম্বর) বার্মিজ রোহিঙ্গা অর্গানাইজেশনের একটি বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শুক্রবার (২৬ নভেম্বর) আর্জেন্টিনার ফেডারেল ক্রিমিনাল কোর্ট নিশ্চিত করে যে ‘সর্বজনীন বিচারিক নীতির’ আওতায় মিয়ানমারের জেনারেলদের বিরুদ্ধে এই মামলা পরিচালিত হবে। এর আগে ২০১৯ সালে বার্মিজ রোহিঙ্গা অর্গানাইজেশন  আদালতের কাছে এ বিষয়ে মামলা পরিচালনার আবেদন করে। দুই বছর ধরে বিষয়টি বিবেচনার পর মামলা পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত দিলো আদালত।

২০১৯ সালে আবেদন পাওয়ার পর থেকে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের সঙ্গে যোগাযোগ রেখেছে আর্জেন্টিনার আদালত।  এরমধ্যে রোহিঙ্গাদের ওপর নির্যাতনের গোটা বিষয়টি নিয়ে মামলা হবে আর্জেন্টিনায় এবং বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের ওপর নির্যাতনের মামলা পরিচালনা করবে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট।

আর্জেন্টিনার আদালত তার বক্তব্যে বলেছে, বাস্তবতা এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এত বেশি পরিমাণ হয়েছে যে, আর্জেন্টিনাতে এই মামলার তদন্ত হতে পারে।

প্রসঙ্গত, রোহিঙ্গাদের ওপর দীর্ঘদিন ধরে অমানবিক নির্যাতন চালিয়ে আসছে মিয়ানমার সরকার। ২০১৭ সালে গণহত্যার মাধ্যমে আট লাখেরও বেশি রোহিঙ্গা জনগোষ্ঠীকে বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য করে।

এ বিষয়ে জানতে চাইলে সাবেক পররাষ্ট্র সচিব শহীদুল হক বলেন, ‘রোহিঙ্গাদের ওপর যে নিপীড়ন চালানো হয়েছে এবং হচ্ছে, সেটির জন্য যারা দায়ী, তাদের দায়বদ্ধতা নিশ্চিত করার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’

প্রক্রিয়াটিকে একটি গেম চেঞ্জার হিসেবে অভিহিত করে তিনি বলেন, ‘রাখাইনে যে গণহত্যা হয়েছে, সেটির দাবি আরও জোরালো হবে আর্জেন্টিনার আদঅরতের আগ্রহের ফলে।’

ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস এবং আর্জেন্টিনার কোর্টে রোহিঙ্গা নিয়ে মিয়ানমার শাসক গোষ্ঠীর বিরুদ্ধে মামলা বা তদন্ত চলমান আছে। এর মাধ্যমে পূর্ণ অধিকার নিয়ে রোহিঙ্গারা আবার রাখাইনে ফেরত যেতে পারবে বলে মনে করেন এই সাবেক পররাষ্ট্র সচিব।

/এসএসজেড/এপিএইচ/
সম্পর্কিত
বিশ্ব শরণার্থী দিবসআটকে আছে প্রত্যাবাসন, থামেনি রোহিঙ্গা স্রোত
‘রোহিঙ্গাদের ঢল নামার তথ্য আগে থেকেই বাংলাদেশের কাছে ছিল’
আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধ করবে সশস্ত্র রোহিঙ্গারা: ক্রাইসিস গ্রুপের প্রতিবেদন
সর্বশেষ খবর
মুন্সীগঞ্জের সাবেক এমপি ফয়সাল বিপ্লবের সাত দিনের রিমান্ড
মুন্সীগঞ্জের সাবেক এমপি ফয়সাল বিপ্লবের সাত দিনের রিমান্ড
‘ক্যাপ্টেন কুল’ নামটা নিজের করে নিচ্ছেন ধোনি! 
‘ক্যাপ্টেন কুল’ নামটা নিজের করে নিচ্ছেন ধোনি! 
গাজীপুরে পোশাকশ্রমিক হৃদয় হত্যাকারীদের বিচার দাবি
গাজীপুরে পোশাকশ্রমিক হৃদয় হত্যাকারীদের বিচার দাবি
কেএমপি কমিশনারের পদত্যাগ ইস্যুতে খুলনায় বৈষম্যবিরোধীরা দ্বিধাবিভক্ত
কেএমপি কমিশনারের পদত্যাগ ইস্যুতে খুলনায় বৈষম্যবিরোধীরা দ্বিধাবিভক্ত
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
অন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
প্রশাসনে থামছে না আন্দোলনঅন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি