X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

এবার ভোটার তালিকা হালনাগাদে তথ্যের সঠিকতা যাচাই করা যাবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মে ২০২২, ১৯:৪৭আপডেট : ১২ মে ২০২২, ১৯:৪৭

ভোটার তালিকা হালনাগাদের সময় এবার ব্যক্তির নামধামসহ তার কাছ থেকে নেওয়া সব ধরনের তথ্যের সঠিকতা যাচাই করা যাবে। এক্ষেত্রে ভুলভ্রান্তি থাকলে তা সংশোধনের সুযোগ পাবেন তথ্যদাতারা। নতুন ভোটার হতে নিবন্ধনকারীদের নিবন্ধন কেন্দ্রে ছবি তোলার সময় এই সুযোগ দেওয়া হবে। ভুলভ্রান্তি নিয়ম চালু করেছে। এছাড়া বায়োমেট্রিক হিসেবে ছবি ও সইয়ের পাশাপাশি স্মার্ট কার্ড বিতরণের সময়কার মতো ১০ আঙুলের ছাপ ও আইরিশ নেওয়া হবে।

নির্বাচন কমিশন (ইসি) থেকে মাঠ প্রশাসনকে দেওয়া এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে। হালনাগাদের অজুহাতে অফিসের নিয়মিত কার্যক্রম বন্ধ না রাখার কঠোর নির্দেশনাও দেওয়া হয়।

ভোটার তালিকা হালনাগাদের লক্ষ্যে নির্বাচন কমিশন আগামী ২০ মে থেকে তথ্য সংগ্রহ শুরু করবে। প্রথম ধাপে ১৪০ উপজেলায় ২০ মে থেকে পরবর্তী তিন সপ্তাহ বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে। পরবর্তী সময়ে ধাপে ধাপে অন্য উপজেলায়ও একই নিয়মে তথ্য সংগ্রহ করা হবে। এবার ২০০৭ সালের ১ জানুয়ারি অথবা তার আগে যাদের জন্ম, তাদের এবং বিগত ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে যারা বাদ পড়েছেন, তাদের নিবন্ধনের জন্য তথ্য সংগ্রহ করা হবে।

ইসির নির্দেশনায় বলা হয়, নিবন্ধন কেন্দ্রে ডাটা এন্ট্রির পর আবশ্যকীয় ফিল্ডগুলোর যথা- নাম, পিতা/মাতা/স্বামী/স্ত্রীর নাম ও জন্ম তারিখ ইত্যাদি ডাটার একটি প্রিন্ট কপি ভোটারকে দেওয়া হবে, যাচাই করে দেখার জন্য। টাইপিং ভুল কমাতে এবারই প্রথমবারের মতো এ ব্যবস্থা নেওয়া হচ্ছে। কোনও ভুল থাকলে তা লিখে নিয়ে ভোটারের সই গ্রহণ করতে হবে এবং নিবন্ধন ফরমের শিক্ষা সনদ ও জন্ম সনদের মতো এটিও ডাটাবেজে স্ক্যানের পর সংযুক্ত করে রাখতে হবে। এজন্য প্রতিটি রেজিস্ট্রেশন সেন্টারে ডকুমেন্ট প্রিন্টের ব্যবস্থা থাকবে।

এদিকে ভুলভ্রান্তি যাতে কম হয়, তার জন্য প্রতিটি নিবন্ধন কেন্দ্রে একাধিক প্রুফ রিডার থাকবে। হালনাগাদ কার্যক্রমে প্রুফ রিডাররা নির্ধারিত আবশ্যকীয় ফিল্ডগুলো নতুন করে ডাটা এন্ট্রি করবেন। এক্ষেত্রে তাদের পুরণকৃত তথ্য ডাটা এন্ট্রি অপারেটরের এন্ট্রিকৃত তথ্যের সঙ্গে মিল না থাকলে সংকেত দেবে। সেক্ষেত্রে ২ নম্বর ফরমের সঙ্গে তথ্য ভালোভাবে মিলিয়ে নিতে হবে। এজন্য ডাটা এন্ট্রিতে দক্ষ প্রুফ রিডার নিয়োগ দেওয়ার কথা বলা হয়েছে ইসির নির্দেশনায়।

নির্দেশনায় আরও বলা হয়, স্মার্ট কার্ড বিতরণের সময় যেভাবে ১০ আঙ্গুলের ছাপ ও আইরিশ নেওয়া হয়েছিল, এবারের হালনাগাদে একইভাবে নিবন্ধন কেন্দ্রে বায়োমেট্রিক হিসেবে ছবি ও সইয়ের পাশাপাশি ভোটারের ১০ আঙ্গুলের ছাপ ও আইরিশ নিতে হবে এবং তা নিরাপদে সংরক্ষণ করতে হবে।

হালনাগাদের অজুহাতে অফিসের কার্যক্রম বন্ধ নয়

ভোটার তালিকা হালানাগাদ কার্যক্রমের সময় জাতীয় পরিচয়পত্র সংশোধনসহ অফিসের নিয়মিত কার্যক্রম যাতে বন্ধ না হয়, তার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, হালানাগাদ কার্যক্রমে তথ্য সংগ্রহকারীরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন। এ কাজের অতিরিক্ত কোনও প্রবাসী বাংলাদেশি ভোটার বা অন্য কোনও ভোটার নতুন অন্তর্ভুক্তি, স্থানান্তর, কর্তন বা জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য উপজেলা/থানা নির্বাচন অফিসে গেলে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল সাপেক্ষে নতুন অন্তর্ভুক্তি, স্থানান্তর, কর্তন বা জাতীয় পরিচয়পত্র সংশোধন চলমান রাখতে হবে। কোনও অবস্থাতেই হালনাগাদের অজুহাতে অফিসের কার্যক্রম বন্ধ রাখা যাবে না।

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
সিংড়া উপজেলার চেয়ারম্যান প্রার্থীকে শোকজ, ইসিতে এসে জবাব দেওয়ার নির্দেশ
জাতীয় নির্বাচনের স্ট্যান্ডার্ড উপজেলায় আরও ওপরে নিয়ে যেতে চাই: ইসি রাশেদা
সর্বশেষ খবর
অবৈধ ব্যবহারকারীদের ধরতে বাড়ি বাড়ি যাবে তিতাস
অবৈধ ব্যবহারকারীদের ধরতে বাড়ি বাড়ি যাবে তিতাস
ছক্কায় মুশফিকের ‘আউট’ নিয়ে যা বললেন রনি
ছক্কায় মুশফিকের ‘আউট’ নিয়ে যা বললেন রনি
ফাইনালে ১১ মিনিট লড়াই, জব্বারের বলী খেলায় চ্যাম্পিয়ন বাঘা শরীফ
ফাইনালে ১১ মিনিট লড়াই, জব্বারের বলী খেলায় চ্যাম্পিয়ন বাঘা শরীফ
বন ডাকাতদের জন্যই পরিবেশের মারাত্মক বিপর্যয়: জিএম কাদের
বন ডাকাতদের জন্যই পরিবেশের মারাত্মক বিপর্যয়: জিএম কাদের
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা