চকবাজারে উল্টে যাওয়া একটি মিশুক চাপা পড়ে মো. মুরশেদ মিয়া (২৮) নামের এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার (১৩ মে) সকাল সাড়ে ৬টায় আলীর ঘাট এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সকাল সাড়ে ৮টায় ওই মিশুক চালক নিজেই তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অটো মিশুক চালক শাহ আলমকে (২৫) জিজ্ঞাসাবাদের জন্য আটক রেখে সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
মিশুক চালক শাহ আলম জানান, ‘আমি যাত্রী ছাড়াই মিশুক চালিয়ে যাচ্ছিলাম। পেছন থেকে ট্রাফিক পুলিশ ধাওয়া দেয়। অপরদিকে গাড়ির সামনে ওই ব্যক্তি দাঁড়িয়ে ছিলেন। তিনি রাস্তা পার হতে শুরু করেও দাঁড়িয়ে যান। এ সময় দ্রুত ব্রেক কষে মোড় ঘুরতেই গাড়িটি উলটে যায়। এতে তিনি চাপা পড়ে আহত হন।’ পরে তাকে ঢামেকে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সত্যতা নিশ্চিত করেন ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া তিনি বলেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
নিহতের বড় ভাই খোরশেদ আলম জানান, তার ভাই মোরশেদ পেশায় সবজি বিক্রেতা। তিনি আলীর ঘাট ইসলামবাগে পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন।
তার ভাষ্য, তিনি বাসার পাশে ফুটপাতের দোকানে চা পান করে দাঁড়িয়ে ছিলেন। সেখানে উল্টে পড়া মিশুকে চাপা পড়ে মারা যান।
মৃত মোরশেদ ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার কান্দার হাট গ্রামের মোহন মিয়ার ছেলে। তিন ভাই, চার বোনের মধ্যে দ্বিতীয় মোরশেদ এক মেয়ের জনক ছিলেন।