X
বুধবার, ১৭ আগস্ট ২০২২
২ ভাদ্র ১৪২৯
আদালতের আদেশ অমান্য

এবি ব্যাংকের ২ কর্মকর্তাকে গ্রেফতারের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মে ২০২২, ১৮:২৬আপডেট : ৩১ মে ২০২২, ১৮:২৬

আদালতের আদেশ অমান্য করায় এবি ব্যাংকের প্রধান কার্যালয়ের এভিপি আমিনুল ইসলাম ও সাতক্ষীরা ব্রাঞ্চের ম্যানেজারকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গুলশান ও সাতক্ষীরা সদর থানা পুলিশকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। একইসঙ্গে তাদেরকে আগামী ৫ জুন আদালতে হাজির করতে বলা হয়।

মঙ্গলবার (৩১ মে) বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম। অপরদিকে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওয়ায়েস আল হারুনী।

মামলার বিবরণ থেকে জানা গেছে, সাতক্ষীরার সফি এন্টারপ্রাইজের মালিক মো. সফিউর রহমান এবি ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন। সেই ঋণের বিপরীতে তিনি একটি ব্যাংক স্টেটমেন্ট চেয়েছিলেন। কিন্তু এবি ব্যাংক থেকে কোনও ব্যাংক স্টেটমেন্ট দেওয়া হয়নি। ফলে ব্যাংক স্টেটমেন্ট দিতে অস্বীকার করায় সফিউর রহমান প্রতিকার চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন।

ওই রিটের শুনানি নিয়ে গত ৩০ মে হাইকোর্টের ওই বেঞ্চ ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওয়ায়েস আল  হারুনীকে এবি ব্যাংকের হেড অফিসে ও সাতক্ষীরা শাখার ম্যানেজারের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলতে বলেন। পরে তিনি হেড অফিসের এভিপি আমিনুল ইসলাম ও সাতক্ষীরা ব্রাঞ্চের ম্যানেজারকে আদালতের আদেশের কথা জানান এবং তাদের গ্রাহক ব্যবসায়ী সফিউর রহমানকে ব্যাংক স্টেটমেন্ট দেওয়ার জন্য বলেন। একইসঙ্গে এভিপি আমিনুল ইসলামকে আজ কোর্টে হাজির থাকতে বলা হলেও তিনি অনুপস্থিত ছিলেন।

এদিকে সোমবার (৩০ মে) হাইকোর্টের আদেশের পর রিটকারী এবি ব্যাংকের সাতক্ষীরা শাখায় ব্যাংক স্টেটমেন্ট আনতে যান। কিন্তু কর্তৃপক্ষ তা দিতে অস্বীকৃতি জানায়।

ফলে আদালতের আদেশের পরও ব্যাংক স্টেটমেন্ট না দেওয়ায় তাদের গ্রেফতারের আদেশ দেন হাইকোর্ট।

/বিআই/এপিএইচ/
বাংলা ট্রিবিউনের সর্বশেষ
পারমাণবিক ক্ষমতাধর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো যুক্তরাষ্ট্র
পারমাণবিক ক্ষমতাধর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো যুক্তরাষ্ট্র
অনেক মামলা ঝুলে আছে নিম্ন আদালতে
অনেক মামলা ঝুলে আছে নিম্ন আদালতে
ইউক্রেন সফরে আসছেন এরদোয়ান ও গুতেরেস
ইউক্রেন সফরে আসছেন এরদোয়ান ও গুতেরেস
গ্রিস-তুরস্ক সীমান্তের নির্জন দ্বীপে ৩৮ অভিবাসী উদ্ধার
গ্রিস-তুরস্ক সীমান্তের নির্জন দ্বীপে ৩৮ অভিবাসী উদ্ধার
এ বিভাগের সর্বশেষ
গার্ডার চাপায় ৫ জনের নিহতের ঘটনায় হাইকোর্টে রিট
গার্ডার চাপায় ৫ জনের নিহতের ঘটনায় হাইকোর্টে রিট
১৫ আগস্ট হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত কমিশন চেয়ে রিটের শুনানি মুলতবি
১৫ আগস্ট হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত কমিশন চেয়ে রিটের শুনানি মুলতবি
জ্বালানি তেল নিয়ে সরকারের সিদ্ধান্তের বিষয়ে রুল
জ্বালানি তেল নিয়ে সরকারের সিদ্ধান্তের বিষয়ে রুল
উত্তরায় ক্রেন দুর্ঘটনা প্রসঙ্গ হাইকোর্টে, রিট দায়েরের পরামর্শ
উত্তরায় ক্রেন দুর্ঘটনা প্রসঙ্গ হাইকোর্টে, রিট দায়েরের পরামর্শ
সংসদ এলাকায় স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবন নির্মাণ বৈধ
সংসদ এলাকায় স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবন নির্মাণ বৈধ