দূষণমুক্ত নদীর দাবি সামনে রেখে বালু নদী উৎসবের অংশ হিসেবে ‘নৌকাবাইচ’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ নভেম্বর) বিকাল ৩টায় বালু নদীর তীরবর্তী ইটাখোলা, ত্রিমোহনী, খিলগাঁও এলাকায় ওয়াটারকিপার্স বাংলাদেশ কনসোর্টিয়াম ও বারোগ্রাম বালুনদী মোর্চার যৌথ আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। নৌকাবাইচ প্রতিযোগিতাটি কায়েতপাড়া থেকে শুরু হয়ে ইটাখোলা এসে শেষ হয়।
নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন জাতীয় নদী রক্ষা কমিশনের সাবেক সদস্য এবং ব্রতীর প্রধান নির্বাহী কর্মকর্তা শারমীন মুরশিদ।
অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে শারমীন মুরশিদ বলেন, ‘আনন্দ উৎসবের মধ্য দিয়ে নদীকে রক্ষা করাই আমাদের আজকের আয়োজনের উদ্দেশ্য।’
নৌকাবাইচ অনুষ্ঠানে ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়ক শরীফ জামিল বলেন, ‘নদী আমাদের জীবনের অংশ, নদী আমাদের উৎসবের অংশ। এই বালু নদীর পানি আগে মানুষ পান করতো, কিন্তু এই নদীর পানি এখন বিষের মতো কালো। এই নৌকাবাইচ অনুষ্ঠানের মাধ্যমে নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করে বালু নদীকে দূষণমুক্ত করাই আমাদের আজকের এই আয়োজনের উদ্দেশ্য।’
অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৭৫ নং ওয়ার্ডের কাউন্সিলর আকবর হোসেন বলেন, ‘আমাদের সংস্কৃতির অন্যতম উপাদান হলো নৌকাবাইচ, কিন্তু বর্তমানে নদীদূষণের কারণে কোথাও এখন নৌকাবাইচ দেখা যায় না। তাই নদীদূষণের বিরুদ্ধে জনগণের সচেতনতা তৈরির জন্যই আজকের এই আয়োজন।’
এ সময় আরও উপস্থিত ছিলেন বারোগ্রাম বালু নদী মোর্চার আহ্বায়ক মো. সুরুজ মিয়া, সদস্য সচিব মো. আমজাদ হোসাইন, শিশুদের মুক্তবায়ু সেবন সংস্থার সহসভাপতি মো. সেলিম, নগরবাসী পরিবেশ আন্দোলনের সভাপতি হাজী শেখ আনসার আলী, আমিনবাজার ঘাট শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আমজাদ আলী লাল এবং এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিরা এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।