X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

ভয়ের ঊর্ধ্বে থাকতে হবে: ভোটগ্রহণকারী কর্মকর্তাদের রাশেদা সুলতানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ডিসেম্বর ২০২২, ১৯:১২আপডেট : ০৫ ডিসেম্বর ২০২২, ১৯:১২

ভোটগ্রহণকারী কর্মকর্তাদের সাহস রাখার পরামর্শ দিয়ে  নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, সবাইকে মনে করতে হবে, আমি সরকারি কর্মচারী। এটা আমার রাষ্ট্রীয় দায়িত্ব। আমাকে ভয় পেলে চলবে না। ভয়ের ঊর্ধ্বে থাকতে হবে। সাহসটুকু তো তার ভেতর  রাখতে হবেই।

সোমবার (৫ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমার মেসেজ একটাই— আপনারা সাহস নিয়ে কাজ করেন। ভয় পাওয়ার তো কারণ দেখি না। ভয় পাবেন কেন?’

গত ১২ অক্টোবর  গাইবান্ধা-৫ আসনে উপনির্বাচনে চরম অনিয়মের অভিযোগে ভোট শেষের দেড়ঘণ্টা আগেই বন্ধ ঘোষণা করেন কাজী হাবিবুল আউয়াল কমিশন। পরে ১২৫ জন প্রিসাইডিং কর্মকর্তাসহ ভোটের দায়িত্বে থাকা  রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে অবেহলার প্রমাণ পাওয়ায় কমিশন তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে। সে ক্ষেত্রে নতুন করে যারা এই ভোটের দায়িত্ব নেবে, তাদেরকেই ভয়ের ঊর্ধ্বে থাকার রামর্শ দেন এই কমিশনার।

গাইবান্ধা ইলেকশন খুব তাড়াতাড়ি হবে জানিয়ে তিনি বলেন, ‘এ সপ্তাহের শেষের দিকেই তফসিল ঘোষণা পাবেন। জানুয়ারির ১৫ তারিখের আগেই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।’

গাইবান্ধা ভোটে দোষী ১২৫ প্রিসাইডিং কর্মকর্তাকে ভোটে দায়িত্ব দেওয়ার প্রশ্নই আসে না জানিয়ে তিনি বলেন, ‘যারা দোষী হয়েছেন, তাদের আনার আর সুযোগ নেই। প্রিসাইডিং অফিসার নিয়োগে আইনে যা বলা আছে।  ওই আইন অনুযায়ী, যদি পাওয়া যায় ওই উপজেলায়, না হয় অন্য আশ -পাশের উপজেলা থেকে আনতে হবে। আইনের নির্দেশনা অনুযায়ী আনা হবে। আইনের বাইরে কেউ যাবে না।’

রিটার্নিং কর্মকর্তা কে হবেন জানতে  চাইলে তিনি বলেন, ‘কমিশন মিটিং এ সিদ্ধান্ত হবে,  কাকে আনা হবে। রিটার্নিং অফিসার দেওয়ার মতো আমাদের অনেক কর্মকর্তা আছেন।’

গাইবান্ধায় সুষ্ঠু সুন্দর ভোট হবে আশা প্রকাশ করে এই কমিশনার বলেন, ‘গাইবান্ধার পরে যে কয়টা ভোট করেছি কোথাও কোনও ঝামেলা হয়নি। আশা করি, এবারও হবে না। একটা ভালো নির্বাচনই করে ফেলতে পারবো।’

/ইএইচএস/ এপিএইচ/
সম্পর্কিত
ভোটকেন্দ্র নীতিমালার গেজেট প্রকাশ, বাদ পড়লো ডিসি-এসপির কমিটি ও ইভিএম
নিবন্ধনের জন্য ইসিতে ১৪৪ রাজনৈতিক দলের আবেদন
হোমনা-মেঘনাকে কুমিল্লা-২ আসনের আওতায় রাখার দাবি
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক