X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

ডিবির ভুয়া জাল টাকার মামলা: পাঁচ মাস পর ২ অভিযুক্ত খালাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০২৩, ১৬:০৩আপডেট : ২৫ জানুয়ারি ২০২৩, ১৬:০৪

রাজধানীর পুরানা পল্টনে একটি হোটেল থেকে ২৫ লাখ জাল টাকা উদ্ধারের মামলায় দুই আসামিকে খালাস দিয়েছেন আদালত। রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণে ব্যর্থ হওয়ায় আদালত তাদের খালাসের আদেশ দেন।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকালে ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ তেহসিন ইফতেখারের আদালত দুই আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। খালাসপ্রাপ্তরা হলেন পল্টনের ‘হোটেল বন্ধু’র ম্যানেজার হাসান মজুমদার ও ওই হোটেলের বাবুর্চি সোহেল রানা।

মামলার অভিযোগে বলা হয়, মতিঝিল জোনাল টিম ডিবির (পূর্ব) পুলিশ পরিদর্শক তপন কুমার ঢালী ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে ২০১৬ সালের ৬ নভেম্বর মতিঝিল থানাধীন ফকিরাপুলের পশ্চিম পাশের গলিতে বিকাল সাড়ে ৪টায় পৌঁছালে পালানোর চেষ্টাকালে হাসান মজুমদার ও সোহেল রানাকে আটক করেন। তাদের দেহ তল্লাশিকালে হাতে থাকা ব্যাগে ২৫ লাখ টাকার জাল টাকা পায়। ওই ঘটনায় ওই দিনই তিনি মতিঝিল থানায় মামলা করেন। মামলায় আসামিদের দুই দিনের রিমান্ডে নেওয়া হয়।

মামলাটি তদন্তের পর মতিঝিল জোনাল টিম ডিবির (পূর্ব) পুলিশের এসআই দেওয়ান উজ্জ্বল হোসেন ২০১৭ সালের ১৯ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় আসামিরা পাঁচ মাস জেলহাজতে থাকার পর হাইকোর্ট থেকে জামিন পান।

আরও পড়ুন: ডিবির জাল টাকার মামলাই জাল

ডিবির ভুয়া জাল টাকার মামলার ভুক্তভোগী হাসান মজুমদার বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গতকাল ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত আমাদের মিথ্যা ও ভুয়া মামলা থেকে খালাস দিয়েছেন। দীর্ঘ সময় পরে হলেও আমরা ন্যায় বিচার পেয়েছি।’

রাষ্ট্রপক্ষের আইনজীবী মাহবুবুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা এই রায়ে নাখোশা। রায়ের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে যাবো।’

প্রসঙ্গত, গত ১৭ ডিসেম্বর দেশের শীর্ষস্থানীয় অনলাইন বাংলা ট্রিবিউন অনলাইন পোর্টালে ‘ডিবির জাল টাকার মামলাই জাল’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে। বিষয়টি নজরে আসে সবার।

/এমকেআর/এএইচ/এনএআর/
সম্পর্কিত
হাইকোর্টের রায় স্থগিত: নগদে প্রশাসক নিয়োগ অবৈধ
বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের ২১ নেতাকর্মী কারাগারে
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
সর্বশেষ খবর
জুনেই আইএমএফের ১.৩ বিলিয়ন ডলার ঋণ পাচ্ছে বাংলাদেশ
জুনেই আইএমএফের ১.৩ বিলিয়ন ডলার ঋণ পাচ্ছে বাংলাদেশ
সিলেটে ৪ জনের ডেঙ্গু শনাক্ত
সিলেটে ৪ জনের ডেঙ্গু শনাক্ত
রমনা বটমূলে বোমা হামলা: ২ জনের যাবজ্জীবন, ৯ জনের ১০ বছর সাজা
রমনা বটমূলে বোমা হামলা: ২ জনের যাবজ্জীবন, ৯ জনের ১০ বছর সাজা
আবেদআলী মামার সংসার
আবেদআলী মামার সংসার
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
স্বর্ণের দাম আবার কমলো
স্বর্ণের দাম আবার কমলো
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি