X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ডিবির ভুয়া জাল টাকার মামলা: পাঁচ মাস পর ২ অভিযুক্ত খালাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০২৩, ১৬:০৩আপডেট : ২৫ জানুয়ারি ২০২৩, ১৬:০৪

রাজধানীর পুরানা পল্টনে একটি হোটেল থেকে ২৫ লাখ জাল টাকা উদ্ধারের মামলায় দুই আসামিকে খালাস দিয়েছেন আদালত। রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণে ব্যর্থ হওয়ায় আদালত তাদের খালাসের আদেশ দেন।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকালে ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ তেহসিন ইফতেখারের আদালত দুই আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। খালাসপ্রাপ্তরা হলেন পল্টনের ‘হোটেল বন্ধু’র ম্যানেজার হাসান মজুমদার ও ওই হোটেলের বাবুর্চি সোহেল রানা।

মামলার অভিযোগে বলা হয়, মতিঝিল জোনাল টিম ডিবির (পূর্ব) পুলিশ পরিদর্শক তপন কুমার ঢালী ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে ২০১৬ সালের ৬ নভেম্বর মতিঝিল থানাধীন ফকিরাপুলের পশ্চিম পাশের গলিতে বিকাল সাড়ে ৪টায় পৌঁছালে পালানোর চেষ্টাকালে হাসান মজুমদার ও সোহেল রানাকে আটক করেন। তাদের দেহ তল্লাশিকালে হাতে থাকা ব্যাগে ২৫ লাখ টাকার জাল টাকা পায়। ওই ঘটনায় ওই দিনই তিনি মতিঝিল থানায় মামলা করেন। মামলায় আসামিদের দুই দিনের রিমান্ডে নেওয়া হয়।

মামলাটি তদন্তের পর মতিঝিল জোনাল টিম ডিবির (পূর্ব) পুলিশের এসআই দেওয়ান উজ্জ্বল হোসেন ২০১৭ সালের ১৯ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় আসামিরা পাঁচ মাস জেলহাজতে থাকার পর হাইকোর্ট থেকে জামিন পান।

আরও পড়ুন: ডিবির জাল টাকার মামলাই জাল

ডিবির ভুয়া জাল টাকার মামলার ভুক্তভোগী হাসান মজুমদার বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গতকাল ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত আমাদের মিথ্যা ও ভুয়া মামলা থেকে খালাস দিয়েছেন। দীর্ঘ সময় পরে হলেও আমরা ন্যায় বিচার পেয়েছি।’

রাষ্ট্রপক্ষের আইনজীবী মাহবুবুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা এই রায়ে নাখোশা। রায়ের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে যাবো।’

প্রসঙ্গত, গত ১৭ ডিসেম্বর দেশের শীর্ষস্থানীয় অনলাইন বাংলা ট্রিবিউন অনলাইন পোর্টালে ‘ডিবির জাল টাকার মামলাই জাল’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে। বিষয়টি নজরে আসে সবার।

/এমকেআর/এএইচ/এনএআর/
সম্পর্কিত
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
কুড়িগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালককে শোকজ
৬ মামলায় জামিন পেলেন বিএনপি নেতা গয়েশ্বর
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা