X
রবিবার, ০২ এপ্রিল ২০২৩
১৮ চৈত্র ১৪২৯
অমর একুশে গ্রন্থমেলা

শেষ হয়নি স্টল-প্যাভিলিয়নের কাজ, বেড়েছে নির্মাণ ব্যয়

আবিদ হাসান
৩১ জানুয়ারি ২০২৩, ০০:১১আপডেট : ৩১ জানুয়ারি ২০২৩, ০০:১১

অমর একুশে গ্রন্থমেলা-২০২৩ উপলক্ষে গত ২২ জানুয়ারি স্টল বরাদ্দ দেওয়া হয় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোকে। ২৯ জানুয়ারি রাত ১২টার মধ্যে স্টল-প্যাভিলিয়ন নির্মাণ কাজ শেষ করার সময় বেঁধে দিয়েছিল বাংলা একাডেমি। বিশেষ বিবেচনায় ৩০ তারিখ দুপুর পর্যন্ত সময় দেওয়া যেতে পারে বলে জানিয়েছিলেন মেলা পরিচালনা কমিটি সদস্য সচিব ডা. কে এম মুজাহিদুল ইসলাম।

তবে সোমবার (৩০ জানুয়ারি) বিকালে মেলা প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, দু-একটি প্রতিষ্ঠান ছাড়া প্রায় সকল প্রতিষ্ঠান কাজ শেষ করতে পারেনি। তবে ৭০ শতাংশ প্রতিষ্ঠানের স্টল-প্যাভিলিয়নের নির্মাণের প্রায় ৮০ ভাগ কাজ শেষ। প্রকাশক, নির্মাণ শ্রমিক, মেলার স্টলের দায়িত্বে থাকা কর্মকর্তাদের প্রত্যাশা মঙ্গলবার রাতের মধ্যেই কাজ শেষ হয়ে যাবে। তারা মনে করেন এবারের মেলা আগের চাইতে গোছালো হবে, প্রথম সপ্তাহের এলোমেলো দৃশ্য এবার কম দেখতে হবে।

শেষ হয়নি স্টল-প্যাভিলিয়নের কাজ, বেড়েছে নির্মাণ ব্যয়

বই মেলার বাংলা একাডেমির ভেতরে বিশেষায়িত প্রতিষ্ঠানগুলোর স্টল-প্যাভিলিয়ন থাকছে বরাবরের মতো। সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে স্টল-প্যাভিলিয়নের কাজ প্রায় শেষ দিকে হলেও এদিকে কাজ অর্ধেকেরেও বেশি বাকি। মেলা শুরুর দিনও এখানকার অধিকাংশ প্রতিষ্ঠান কাজ শেষ করতে পারবে না বলে মনে করেন নির্মাণ শ্রমিকরা। তবে লিটল ম্যাগ চত্বরের প্রায় সকল স্টলের নির্মাণ কাজ বাকি। দু-একটি ম্যাগাজিন ছাড়া কেউই কাজ শুরু করেনি। সরেজমিনে গিয়ে কাউকেই পাওয়া যায়নি লিটল ম্যাগ চত্বরে।

পদক্ষেপ প্রকাশনীর মেলার স্টল ইনচার্জ আমজাদ বলেন, আমাদের স্টলের কাজ শেষ। এখন আমরা স্টল সাজাবো। আগামীকাল আমরা বই নিয়ে আসবো৷ এবার কাগজসহ সবকিছুর দামই বেশি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কারণে এবারের স্টল নির্মাণ ব্যয় প্রায় ২৫শতাংশ বেড়েছে। 

শেষ হয়নি স্টল-প্যাভিলিয়নের কাজ, বেড়েছে নির্মাণ ব্যয়

চিলড্রেন বুক সেন্টার প্রকাশক জুগল সরকার বলেন, এবারের মেলার স্টল বিন্যাস ভালো হয়েছে। শিশু চত্বরে এবার যেখানে দেওয়া হয়েছে তাতে আগের চাইতে ভালো হবে বলে আমার বিশ্বাস। এবার স্টল নির্মাণের ব্যয় আমার প্রতিষ্ঠানে ২৫-৩০ শতাংশ বেড়েছে।

শব্দশৈলী প্রকাশক ইফতেখার আমিন  বলেন, আমার প্রতিষ্ঠানের নির্মাণকাজ প্রায় শেষ। রাতের মধ্যে সম্পূর্ণ শেষ হয়ে যাবে। অধিকাংশ প্রতিষ্ঠানই প্রায় কাজ শেষ করে ফেলেছে। আশা করছি কালকের মধ্যে প্রায় সবাই কাজ শেষ করে ফেলতে পারবে। আগের বছরে চাইতে এবার আরও আগে মেলা গুছিয়ে উঠবে৷ এবার সকল কিছুতেই খরচ বেড়েছে। যার কারণে বই এবার কম ছাপা হয়েছে। এবার আমাদের স্টল নির্মাণের ব্যয় বেড়েছে প্রায় ৩০-৩৫ শতাংশ।

শেষ হয়নি স্টল-প্যাভিলিয়নের কাজ, বেড়েছে নির্মাণ ব্যয়

নির্মাণ শ্রমিক বাবর আলী বলেন, আমাদের কাজ প্রায় শেষ দিকে। আশা করছি কালকের মধ্যেই শেষ হয়ে যাবে। তবে এখানের (বাংলা একাডেমির খেতরে) অধিকাংশ প্রতিষ্ঠানের কাজ শেষ করতে আরেও দু-এক দিন লাগতে পারে।

/এমআর/
সম্পর্কিত
প্রাণের মেলা সাঙ্গ হলো
আজকের নির্বাচিত বই
মেলায় ৪৭ কোটি টাকার বই বিক্রি
সর্বশেষ খবর
বিশ্ব অটিজম সচেতনতা দিবস আজ
বিশ্ব অটিজম সচেতনতা দিবস আজ
সুন্দরবন রক্ষীদের অরক্ষিত জীবন, নেই নৌযান ও সরঞ্জাম
সুন্দরবন রক্ষীদের অরক্ষিত জীবন, নেই নৌযান ও সরঞ্জাম
রংপুরে হাততালি কর্মসূচি দিলো ৬ জনকে পুড়িয়ে হত্যা মামলার আসামিরা
রংপুরে হাততালি কর্মসূচি দিলো ৬ জনকে পুড়িয়ে হত্যা মামলার আসামিরা
জাটকা সংরক্ষণ সপ্তাহে নৌ র‍্যালি
জাটকা সংরক্ষণ সপ্তাহে নৌ র‍্যালি
সর্বাধিক পঠিত
সরকারি চাকরির বড় নিয়োগ বিজ্ঞপ্তি
সরকারি চাকরির বড় নিয়োগ বিজ্ঞপ্তি
স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ‘অসঙ্গতিপূর্ণ’ প্রদর্শন, শিক্ষকের দুঃখ প্রকাশ
স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ‘অসঙ্গতিপূর্ণ’ প্রদর্শন, শিক্ষকের দুঃখ প্রকাশ
বিভিন্ন পদে চাকরি দিচ্ছে রেলপথ মন্ত্রণালয়
বিভিন্ন পদে চাকরি দিচ্ছে রেলপথ মন্ত্রণালয়
ডিবি কার্যালয়ে হিরো আলম
ডিবি কার্যালয়ে হিরো আলম
প্রভার সাংবাদিক ভীতি এবং ‘গায়ে হাত’ দেওয়ার অভিযোগ
প্রভার সাংবাদিক ভীতি এবং ‘গায়ে হাত’ দেওয়ার অভিযোগ