X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

বইমেলায় হামলার কথা বলে চিঠি: নিছক মজা নাকি বাস্তব হুমকি?

রিয়াদ তালুকদার
২৭ ফেব্রুয়ারি ২০২৩, ০১:১৪আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:১৬

অমর একুশে বইমেলা শেষ হবে দিন দুয়েক পরেই। এরই মধ্যে মেলার শেষ মুহূর্তে এসে (গত ২৩ ফেব্রুয়ারি) বইমেলায় বোমা হামলার হুমকি দিয়ে চিঠি পাঠিয়েছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম। এই চিঠিকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে বেশ চাঞ্চল্যের।

চিঠিতে জানানো হয়েছে, অমর একুশে বইমেলা ও পুলিশ সদর দফতরে বোমা হামলা চালানো হবে। কিন্তু চিঠিটি ফান (মজা) করে কেউ পাঠিয়েছে নাকি আদৌ আনসার আল ইসলামের পক্ষ থেকে পাঠানো হয়েছে, এ বিষয়টি সম্পর্কে এখনও নিশ্চিত হতে পারছে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, অমর একুশে গ্রন্থমেলায় বোমা হামলার বিষয়ে চিঠির ঘটনাটি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এ জন্য বাড়ানো হয়েছে নিরাপত্তাব্যবস্থা। এদিকে প্রকাশকরাও বলছেন, শেষ মুহূর্তে এসে এ ধরনের চিঠি জনমনে কিছুটা আতঙ্কের সৃষ্টি করে।

গত ২৩ ফেব্রুয়ারি সকালের দিকে আনসার আল ইসলামের মাওলানা সাইফুল ইসলামের সই করা একটি চিঠি পাঠানো হয় বাংলা একাডেমির মহাপরিচালক কবি নুরুল হুদাকে। পরে এ ঘটনার প্রেক্ষিতে সেদিনই ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন বাংলা একাডেমির নিরাপত্তা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।

বইমেলায় হামলার কথা বলে চিঠি: নিছক মজা নাকি বাস্তব হুমকি?

চিঠিতে আরও জানানো হয়, ‘নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম দলের সদস্যদের দেহ ব্যবসা, মদ, অন্যান্য নারীঘটিত অপরাধের বিরুদ্ধে আমাদের অবস্থান। রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন দক্ষিণ যাত্রাবাড়ী শহীদ ফারুক রোডের রাস্তার এপার-ওপার দুটি বড় আবাসিক হোটেল আছে। যেগুলো দেহ ব্যবসার কেন্দ্রে রূপান্তরিত হয়েছে। প্রতিটি হোটেলে প্রকাশ্য দিবালোকে দেহ ব্যবসা চলছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দরখাস্ত করে ওই সব দেহ ব্যবসা বন্ধের জন্য আবেদন করা হলেও পুলিশ নীরব ভূমিকা পালন করছে। তাই আমাদের সিদ্ধান্ত পাকিস্তানের করাচি পুলিশ সদর দফতরের মতো বাংলাদেশ পুলিশ সদর দফতরে বোমা মেরে পুলিশ হত্যা করবো। এটি করার জন্য শুভ যোগের অপেক্ষায় আছি। এই পত্র পাওয়ামাত্র দেহ ব্যবসা বন্ধ না হলে বাংলা একাডেমি আয়োজিত বইমেলায় বোমা মেরে ওই প্রেমিকদের খুন করবো। কারণ, এই বইপড়ুয়া কেউ দেহ ব্যবসা বন্ধের বিষয়ে কিছু লেখে নাই।’

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা বলছেন, বইমেলা চলাকালীন আগে যেসব ঘটনা ঘটেছে, তা মেলার শেষ সময়ের দিকে ঘটেছে। লেখক ও ব্লগার অভিজিৎ হত্যাকাণ্ডের ঘটনায় টার্গেট কিলিংয়ের শিকার হতে হয় জঙ্গিদের। যদিও টার্গেট কিলিংয়ের বিষয়ে জঙ্গিগোষ্ঠী কিংবা যে কেউ কোনও ধরনের অপতৎপরতা সৃষ্টি করতে না পারে, সে ব্যাপারে বাড়ানো হয়েছে ব্যাপক নজরদারি।

তারা আরও বলেন, বইমেলা শেষ হতে আর দুদিন বাকি। বইমেলার শুরু থেকে নিরাপত্তাব্যবস্থা জোরদার থাকলেও সম্প্রতি বাংলা একাডেমিতে আসা চিঠির কারণে বর্তমানে নিরাপত্তাব্যবস্থা আরও বেশি জোরদার করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা বলেন, কেউ যদি কারও ওপর আক্রমণ কিংবা কোথাও কোনও ধরনের হামলা চালানোর পরিকল্পনা করে, তাহলে সেই ব্যক্তি কিংবা সংগঠন কখনও চিঠি দিয়ে জানান দেবে না। জঙ্গি সংগঠনগুলোর আরেকটি উদ্দেশ্য হতে পারে মিডিয়া কাভারেজ। মিডিয়া কাভারেজের জন্য তারা বইমেলায় বোমা হামলার ঘটনা প্রচার চালাতে পারে বলেও মনে করেন তিনি।

বইমেলায় হামলার কথা বলে চিঠি: নিছক মজা নাকি বাস্তব হুমকি?

ডিএমপির ঊর্ধ্বতন আরেকজন কর্মকর্তা বলেন, বইমেলা শেষ পর্যায়ে। এ সময় হঠাৎ জঙ্গি সংগঠনের মনে হলো হামলা চালানোর কথা। এটি কেউ ফান করে করেছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে। আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, যদিও মেলার শেষ দিন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত সংখ্যক সদস্য মেলার নিরাপত্তায় কাজ করবে। কেউ কোনও ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানোর সুযোগ পাবে না।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বাংলা ট্রিবিউনকে বলেন, বইমেলার নিরাপত্তার জন্য শুরু থেকেই পোশাকে ও সাদাপোশাকে র‍্যাবের কর্মকর্তারা দায়িত্ব পালন করে যাচ্ছে। বাংলা একাডেমির পরিচালকের উদ্দেশে যে চিঠিটি এসেছে, তা অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

কোনও জঙ্গি সংগঠনের বড় কোনও ধরনের হামলা চালানোর শঙ্কা নেই উল্লেখ করে এন্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) গোয়েন্দা শাখার পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, চিঠির গুরুত্ব বিবেচনা করে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। যেকোনও ধরনের হামলা বা নাশকতা সৃষ্টি পাঁয়তারা প্রতিহত করে আইনের আওতায় নিয়ে আসা হবে।

আরও পড়ুন:

বইমেলায় বোমা হামলার হুমকি দিয়ে জঙ্গিগোষ্ঠীর চিঠি

‘যেভাবেই চিঠি আসুক, বাড়তি নিরাপত্তায় প্রশাসন’

বোমা হামলার হুমকিতে বইমেলা সকালে নিষ্প্রভ, বিকালে জমজমাট 

/এনএআর/
সম্পর্কিত
‘রহিম ডাকাত’ থেকে জঙ্গি সংগঠনের প্রধান অস্ত্র সরবরাহকারী
১৭ বছর কারাবন্দি জঙ্গিনেতার মৃত্যু
ইন্সুরেন্সে চাকরির আড়ালে জঙ্গি সংগঠনের কর্মী!
সর্বশেষ খবর
শেখ হাসিনার লড়াইয়ের গল্প বিশ্বের কাছে তুলে ধরতে হবে: তথ্য প্রতিমন্ত্রী
শেখ হাসিনার লড়াইয়ের গল্প বিশ্বের কাছে তুলে ধরতে হবে: তথ্য প্রতিমন্ত্রী
পাঞ্জাবকে হারিয়ে শীর্ষ দুইয়ে থাকার আশা বাঁচিয়ে রাখলো হায়দরাবাদ
পাঞ্জাবকে হারিয়ে শীর্ষ দুইয়ে থাকার আশা বাঁচিয়ে রাখলো হায়দরাবাদ
প্রচণ্ড গরমে এক স্কুলের ২২ ছাত্রী অসুস্থ
প্রচণ্ড গরমে এক স্কুলের ২২ ছাত্রী অসুস্থ
ছাত্রদের সঙ্গে বিকৃত যৌনাচারের অভিযোগে শিক্ষক গ্রেফতার
ছাত্রদের সঙ্গে বিকৃত যৌনাচারের অভিযোগে শিক্ষক গ্রেফতার
সর্বাধিক পঠিত
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক