X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

সন্ত্রাসবাদ মোকাবিলায় একসঙ্গে কাজ করবে এটিইউ-ইউএনওডিসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মার্চ ২০২৩, ০২:৪৩আপডেট : ২৬ মার্চ ২০২৩, ০৪:৫৫

সন্ত্রাসবাদ মোকাবিলায় একসঙ্গে কাজ করবে পুলিশের বিশেষায়িত ইউনিট অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ) এবং ইউনাইটেড নেশনস অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইম (ইউএনওডিসি)। সন্ত্রাসবাদ ও সহিংসতার চরমপন্থা মোকাবিলায় কমিউনিটি পুলিশ ও বিট পুলিশের সক্ষমতা জোরদার করতে যৌথভাবে কাজ করবে সংস্থা দুটি। কার্যক্রমে গতিশীলতা আনতে যুক্ত রয়েছে বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাইকমিশন। সহিংসতা ও চরমপন্থার বিরুদ্ধে সবাইকে ঐকান্তিক ও ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান সংশ্লিষ্টরা।

শনিবার (২৫ মার্চ) রাজধানীর কাওরান বাজার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে প্রজেক্ট ইনসেকশন অ্যান্ড ব্রিফিং মিটিং নামে এক অনুষ্ঠানে পারস্পরিক সহায়তার বিষয়গুলো নিয়ে আলোচনা করেন আলোচকরা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, কমিউনিটি পুলিশিং সফলভাবে কাজ করছে ২০০৭ সাল থেকে। এটিকে আরও গতিশীল করতে বিট পুলিশিং চালু করেছি। বিট পুলিশিং এবং কমিউনিটি পুলিশিং একে অপরের পরিপূরক। একইভাবে সন্ত্রাসবাদ দমনে ইউএনওডিসি আমাদের সাথে কাজ করতে চায়। আরও গভীরভাবে কীভাবে সন্ত্রাসবাদ দমন করা যায় এসব বিষয়ে তারা কাজ করবেন আমাদের সাথে। তারা আমাদের পুলিশের টুলস ব্যবহার করতে চায়। আমরা তাদের সাথে একসাথে কাজ করছি আর আমরা আশা করছি, সন্ত্রাসবাদ দমনে সরকার ও আইন-শৃঙ্খলা বাহিনী সফলভাবে কাজ করছি। জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ সম্পূর্ণরূপে আমাদের এখানে নিয়ন্ত্রণে রয়েছে। আগামী দিনগুলোতে এটা যেন সাসটেনেবল হয়, নতুন করে কেউ যেন সন্ত্রাসবাদে না জড়ায় এজন্য আমরা সবসময় কাজ করছি।

অনুষ্ঠানে জঙ্গিবাদ দমনে বাংলাদেশ সরকারের কার্যক্রমের প্রশংসা করে ঢাকায় নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার লিলি নিকোলাস বলেন, সহিংসতা চরমপন্থার বিরুদ্ধে বাংলাদেশ কানাডার পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকবে ‌।

সভাপতির বক্তব্যে অ্যান্টি টেরোরিজম ইউনিট-এটিইউ’র প্রধান অতিরিক্ত আইজিপি এস এম রুহুল আমিন বলেন, অপরাধ দমন ও প্রতিরোধে কমিউনিটি পুলিশ সিংহ বিট পুলিশের বিভিন্ন সাফল্য তুলে ধরেন। সহিংস চরমপন্থার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অ্যান্টি টেরোরিজম ইউনিট এটিইয়ের ডিআইজি অপারেশনস মো. মনিরুজ্জামান। সভা শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন ডিআইজি প্রশাসন মফিজ উদ্দিন আহমেদ। এ সময় অ্যান্টি টেরোরিজম ইউনিটের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ঢাকাস্থ কানাডা দূতাবাসের কর্মকর্তা, ইএনওডিসির দক্ষিণ এশিয়া প্রতিনিধি মার্কো টেইক্সসিরাসহ অনেকে উপস্থিত ছিলেন।

/আরটি/এমএস/
সম্পর্কিত
নৌ পথে ঈদযাত্রা ও পশুবাহী নৌযান নিরাপত্তায় কাজ করছে পুলিশ: অতিরিক্ত আইজিপি
ইজিবাইকে যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষ, ওসিসহ আহত ৩০
আওয়ামী লীগের ৫ ইউপি সদস্যকে ধরে পুলিশে সোপর্দ
সর্বশেষ খবর
এনবিআর ভেঙে দুই ভাগ হলো, অধ্যাদেশ জারি
এনবিআর ভেঙে দুই ভাগ হলো, অধ্যাদেশ জারি
কালুরঘাটে হচ্ছে নতুন সেতু, ভিত্তিপ্রস্তরে থাকছে না প্রধান উপদেষ্টার নাম
কালুরঘাটে হচ্ছে নতুন সেতু, ভিত্তিপ্রস্তরে থাকছে না প্রধান উপদেষ্টার নাম
টিভিতে আজকের খেলা (১৩ মে, ২০২৫)
টিভিতে আজকের খেলা (১৩ মে, ২০২৫)
নটর ডেম কলেজের আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
নটর ডেম কলেজের আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি