X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

হেফাজতে জেসমিনের মৃত্যু: র‌্যাবের ১১ সদস্যকে জিজ্ঞাসাবাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মার্চ ২০২৩, ২০:২০আপডেট : ৩০ মার্চ ২০২৩, ২০:৫১

নওগাঁয় র‌্যাব হেফাজতে সুলতানা জেসমিন নামের এক নারীর মৃত্যুর ঘটনায় র‌্যাব-৫-এর মাঠপর্যায়ে কর্মরত ১১ সদস্যকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ জন্য তাদের রাজশাহী ব্যাটালিয়নের সদর দফতরে ডাকা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) রাত ৮টায় র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গত ২২ মার্চ ওই অভিযানে যারা ছিলেন, তদন্তের প্রয়োজনে সদর দফতরে তাদের ডেকে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের মধ্যে সেনাবাহিনীর একজন মেজর, পুলিশের এএসপিসহ অন্যান্য সদস্য ও গাড়িচালক রয়েছেন। জিজ্ঞাসাবাদ শেষে তাদের র‌্যাব-৫-এর জয়পুরহাট সিবিসি-৩ কর্মস্থলে পাঠানো হবে।

সহকারী পরিচালক জানান, ওই ঘটনা তদন্তে র‌্যাব সদর দফতর গঠিত কমিটি এখন রাজশাহীতে অবস্থান করছে। কমিটি এই অভিযানে যুক্ত র‌্যাবের প্রত্যেক সদস্যকে জিজ্ঞাসাবাদ করছে। ঘটনার সত্যতা মিললে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে তদন্ত কমিটি।

এর আগে গত ২২ মার্চ রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ে কর্মরত যুগ্ম সচিব এনামুল হকের অভিযোগে নওগাঁ থেকে ভূমি অফিসের কর্মী সুলতানা জেসমিনকে আটক করে র‌্যাব। চার ঘণ্টা পর তাকে অসুস্থ অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যায় র‌্যাব। সেখান থেকে তাকে পাঠানো হয় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে। শুক্রবার সেখানে তার মৃত্যু হয়।

স্বজনরা অভিযোগ করেন, র‌্যাব হেফাজতে নির্যাতনে জেসমিনের মৃত্যু হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করে র‌্যাব বলছে, ৪৫ বছর বয়সী জেসমিনকে আটকের পর তিনি অসুস্থ হয়ে পড়েন। এতে তার মৃত্যু হয়।

/এএইচ/এনএআর/এমওএফ/
সম্পর্কিত
মায়ের কোল থেকে ছিনিয়ে নেওয়া শিশুকে উদ্ধার করেছে র‍্যাব
র‌্যাব বিলুপ্ত নাকি পুনর্গঠন, সিদ্ধান্তে কমিটি
কালবৈশাখী ঝড়ে গাছের ডাল ভেঙে র‍্যাব সদস্যের মৃত্যু
সর্বশেষ খবর
এনবিআর ভেঙে দুই ভাগ হলো, অধ্যাদেশ জারি
এনবিআর ভেঙে দুই ভাগ হলো, অধ্যাদেশ জারি
কালুরঘাটে হচ্ছে নতুন সেতু, ভিত্তিপ্রস্তরে থাকছে না প্রধান উপদেষ্টার নাম
কালুরঘাটে হচ্ছে নতুন সেতু, ভিত্তিপ্রস্তরে থাকছে না প্রধান উপদেষ্টার নাম
নটর ডেম কলেজের আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
নটর ডেম কলেজের আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
নৌ পথে ঈদযাত্রা ও পশুবাহী নৌযান নিরাপত্তায় কাজ করছে পুলিশ: অতিরিক্ত আইজিপি
নৌ পথে ঈদযাত্রা ও পশুবাহী নৌযান নিরাপত্তায় কাজ করছে পুলিশ: অতিরিক্ত আইজিপি
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি