X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

ঐতিহাসিক রোজ গার্ডেনের সংরক্ষণকাজ দ্রুত শেষ করার তাগিদ প্রতিমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মে ২০২৩, ২২:৫১আপডেট : ০২ মে ২০২৩, ২২:৫১

প্রত্নতত্ত্ব অধিদফতরের ‘ঐতিহাসিক রোজ গার্ডেনের প্রত্নতাত্ত্বিক সংস্কার-সংরক্ষণ এবং ঢাকা মহানগর জাদুঘর স্থাপন’ শীর্ষক প্রকল্পের কাজ দ্রুততম সময়ের মধ্যে শেষ করার জন্য সংশ্লিষ্টদের তাগিদ দিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

মঙ্গলবার (২ মে) রাজধানীর টিকাটুলির কে এম দাস লেনের রোজ গার্ডেনের মূল ভবনে এক সেমিনার শেষে প্রকল্প এলাকা পরিদর্শন করে এ নির্দেশনা দেন প্রতিমন্ত্রী। ঐতিহাসিক রোজ গার্ডেনের খসড়া সংস্কার-সংরক্ষণ পরিকল্পনা সংক্রান্ত এক পর্যালোচনা সেমিনারের অনুষ্ঠিত হয়।

রোজ গার্ডেনের মূল ভবনের সংস্কার-সংরক্ষণ ও ডকুমেন্টেশন কাজে নিযুক্ত পরামর্শক প্রতিষ্ঠান ‘ডিজাইন ল্যাব আর্কিটেক্ট’ এই সেমিনারের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন প্রত্নতত্ত্ব অধিদফতরের মহাপরিচালক চন্দন কুমার দে।

সেমিনারে ঐতিহাসিক রোজ গার্ডেনের খসড়া সংরক্ষণ পরিকল্পনা-সংক্রান্ত পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপনা করেন ‘ডিজাইন ল্যাব আর্কিটেক্ট’-এর টিম লিডার বিশিষ্ট সংরক্ষণ স্থপতি অধ্যাপক ড. আবু সাঈদ এম আহমেদ।

সেমিনারে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন ও পরিকল্পনা) মো. ইমরুল চৌধুরী, যুগ্ম সচিব (উন্নয়ন ও পরিকল্পনা) মো. শামীম খান, প্রত্নতত্ত্ব অধিদফতরের আঞ্চলিক পরিচালক (রাজশাহী ও রংপুর বিভাগ) নাহিদ সুলতানা প্রমুখ।

উল্লেখ্য, প্রকল্পটির মেয়াদকাল নির্ধারণ করা হয়েছে জানুয়ারি ২০২২ থেকে ডিসেম্বর ২০২৩ পর্যন্ত। এর প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৩৩ কোটি ৪৮ দশমিক ৫২ লাখ টাকা। প্রকল্পটি বাস্তবায়িত হলে ঐতিহাসিক রোজ গার্ডেন প্রাসাদের হারানো গৌরব ফিরে আসবে এবং সাধারণ দর্শকরা এর সৌন্দর্য উপভোগ করতে পারবেন।

এ ছাড়া প্রস্তাবিত ঢাকা মহানগর জাদুঘরে প্রদর্শনের জন্য প্রদর্শিত নিদর্শনগুলো পরিদর্শন করে ঢাকার ঐতিহ্য সম্পর্কে ধারণা লাভ করতে পারবেন। বেঙ্গল স্টুডিওতে পুনরায় শ্যুটিং কার্যক্রম শুরু হওয়ার ফলে চলচ্চিত্র শিল্পীদের মধ্যে নতুন উদ্দীপনা ও কর্মজোয়ার সৃষ্টি হবে। দেশীয় সংস্কৃতি সমৃদ্ধশালী হওয়ার ফলে সমাজ অপসংস্কৃতির করাল গ্রাস থেকে রক্ষা পাবে।

/এমআরএস/এনএআর/
সম্পর্কিত
আবির উৎসব, শাঁখারী বাজারে বইছে আমেজ
তবে কি হারিয়ে যাচ্ছে গণঅভ্যুত্থানের স্মৃতিজড়িত ফার্মগেটের আনোয়ারা পার্ক?
কোন অবস্থায় আছে মোঘল আমলের মসজিদগুলো?
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৫ মে, ২০২৪)
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ