X
বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫
২৪ বৈশাখ ১৪৩২

ঢাকায় শুরু হলো ওয়ালটনের আন্তর্জাতিক শিল্প মেলা ‘এটিএস এক্সপো’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ আগস্ট ২০২৩, ১৩:০২আপডেট : ১০ আগস্ট ২০২৩, ১৭:৫৭

ওয়ালটনের আয়োজনে ঢাকায় শুরু হলো তিন দিনব্যাপী ইন্টারন্যাশনাল অ্যাডভান্সড কম্পোনেন্টস অ্যান্ড টেকনোলজি (এটিএস) এক্সপো-২০২৩। এতে একই ছাদের নিচে ওয়ালটনের সর্বাধুনিক উৎপাদন কেন্দ্রে তৈরি আন্তর্জাতিক মানের ৫০ হাজারেরও বেশি শিল্পজাত উপকরণ ও বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা তুলে ধরা হচ্ছে।

বৃহস্পতিবার (১০ আগস্ট) রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় মেলার উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, ‘১৯৭৭ সালে যাত্রা শুরু করে ওয়ালটন অনেক দূর এগিয়েছে। আমাদের স্বাধীনতা এমন উদ্যোক্তাদের এগিয়ে যেতে সাহায্য করেছে। শুধু দেশেই নয়, বিদেশেও যাচ্ছে ওয়ালটনের পণ্য। তাদের কারণে অনেক বিদেশি অর্থ বেঁচে যাচ্ছে। না হলে এগুলো আমদানি করতে হতো। এখন আমাদের এমন প্রতিষ্ঠান প্রয়োজন যারা দেশের চাহিদার পাশাপাশি বৈদেশিক মুদ্রাও অর্জন করতে পারবে।’

ওয়ালটন প্রায় ৩০ হাজার মানুষের কর্মসংস্থান তৈরি করেছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ওয়ালটন আমাদের দেশের একটা আইকন হয়ে গেছে। দেশের মানুষের ক্রয়ক্ষমতা বাড়ছে। ওয়ালটন তাদের চাহিদা পূরণ করবে। পাশাপাশি বিদেশেও পণ্য রফতানি করবে। ২০৩০ সালের মধ্যে তারা ১০ বিলিয়ন ডলারে পৌঁছাতে চায়। এ লক্ষ্যমাত্রা অর্জনে সরকার ওয়ালটনের পাশে থাকবে।’

মেলায় ২১টি স্টলে শিল্পজাত উপকরণ ও বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা প্রদর্শন করা হচ্ছে। এগুলো প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশনস, গার্মেন্টস, পাইকারি ও ট্রেডিং বিজনেস ইত্যাদি শিল্প খাতে ব্যবহৃত হয়।

ওয়ালটন কর্তৃপক্ষের দাবি, এটিএস এক্সপো বাংলাদেশে একক কোনও প্রতিষ্ঠানের প্রথম আন্তর্জাতিক শিল্প মেলা। এতে শুক্রবার রয়েছে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দেশীয় শিল্পের ভূমিকা’ শীর্ষক প্যানেল আলোচনা সভা। ১২ আগস্ট পর্যন্ত মেলা চলবে বলে জানিয়েছেন আয়োজকরা। 

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবাইয়েত-উল-ইসলাম, এফবিসিসিআই’র প্রেসিডেন্ট মাহবুবুল আলম, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সামির সাত্তার এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও গোলাম মুর্শেদ।

/এএইচএ/আরকে/
সম্পর্কিত
স্ত্রীসহ টিপু মুনশির জমি জব্দ, শেয়ার অবরুদ্ধ
স্ত্রীসহ সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির বিরুদ্ধে দুদকের ২ মামলা
রিজার্ভে হাত না দিয়ে দেড় বিলিয়ন ডলার ঋণ কীভাবে শোধ হলো
সর্বশেষ খবর
পারমাণবিক যুদ্ধের ঝুঁকি ‘স্পষ্ট ও বাস্তব’, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর হুঁশিয়ারি
পারমাণবিক যুদ্ধের ঝুঁকি ‘স্পষ্ট ও বাস্তব’, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর হুঁশিয়ারি
মহানির্বাণ
মহানির্বাণ
ভারত-পাকিস্তান সংঘাতে কাঁপছে দক্ষিণ এশিয়া, বাংলাদেশের অর্থনীতিতে শঙ্কার মেঘ
ভারত-পাকিস্তান সংঘাতে কাঁপছে দক্ষিণ এশিয়া, বাংলাদেশের অর্থনীতিতে শঙ্কার মেঘ
কক্সবাজার পৌর এলাকা থেকে দৈনিক ৩৪ টন প্লাস্টিক বর্জ্য সাগরে পড়ছে
কক্সবাজার পৌর এলাকা থেকে দৈনিক ৩৪ টন প্লাস্টিক বর্জ্য সাগরে পড়ছে
সর্বাধিক পঠিত
‘তৎক্ষণাৎ হাসপাতালে নিয়েও তাকে বাঁচানো যায়নি’
‘তৎক্ষণাৎ হাসপাতালে নিয়েও তাকে বাঁচানো যায়নি’
ফিরে গেছে কুয়েত ও তার্কিশ এয়ারের ঢাকাগামী ২ ফ্লাইট
পাকিস্তানে ভারতের হামলাফিরে গেছে কুয়েত ও তার্কিশ এয়ারের ঢাকাগামী ২ ফ্লাইট
সার্বভৌমত্ব রক্ষার ডাক আসিফ-হাসনাতের
সার্বভৌমত্ব রক্ষার ডাক আসিফ-হাসনাতের
‘সকালে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় এএসপি পলাশের, দুপুরে অফিসে নিজ মাথায় গুলি’
‘সকালে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় এএসপি পলাশের, দুপুরে অফিসে নিজ মাথায় গুলি’
সিঁদুর অভিযান: ভূপাতিত ভারতীয় বিমানের সংখ্যা নিয়ে ধোঁয়াশা
সিঁদুর অভিযান: ভূপাতিত ভারতীয় বিমানের সংখ্যা নিয়ে ধোঁয়াশা