ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে জোবায়ের (২৪) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন শান্ত মিয়া (২৬) নামে আরও একজন। কেরানীগঞ্জ হাসনাবাদ এলাকায় একটি নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য জানান।
জোবায়ের ও শান্তকে হাসপাতালে নিয়ে আসা শরিফুল ইসলাম বলেন, ‘৯তলা ভবনের সপ্তম তলায় প্লাস্টারের কাজ করছিলেন কয়েকজন। সে সময় ওই ফ্লোরে বৈদ্যুতিক কাজ চলছিল। সেখানে যেকোনোভাবে বিকট শব্দ হয়। এ সময় তারা দুজন বিদুৎস্পৃষ্টে অচেতন হয় পড়েন। পরে তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক জোবায়েরকে মৃত ঘোষণা করেন। শান্ত চিকিৎসাধীন।
বাচ্চু মিয়া বলেন, ‘মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানায় জানিয়েছি।