রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকায় নজরুল ইসলাম মোল্লা (৬৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (৪ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. ইয়াকুব হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে বিকালে ঢামেক মর্গে পাঠানো হয়েছে।
এসআই ইয়াকুব বলেন, প্রথমিকভাবে আশপাশের লোকজনকে জিজ্ঞেসাবাদ করে জানা গেছে, নজরুল ইসলাম একটি গ্যারেজ দেখাশোনা করতেন। তিনি দীর্ঘ দিন ধরেই অসুস্থতা ভুগছিলেন। তার স্ত্রী অনেক আগেই মারা গেছেন। এক ছেলে আছে, তবে তিনি কোনও খোঁজ-খবর নিতেন না। মাঝে ডেঙ্গু হওয়ার পর ভোগান্তি বেড়েছিল তার। গ্যারেজের লোকজন তাকে ওষুধ কিনে দিতো। কিন্তু ভালো চিকিৎসা করার মতো আর্থিক অবস্থা ছিল না।
তিনি আরও বলেন, রায়েরবাগ দোতালা মসজিদের পাশে ২/৩৯ নম্বর বাড়িতে থাকতেন। সেখানে আড়ার সঙ্গে রশি দিয়ে ফাঁস লাগিয়ে মারা যান। এ ছাড়াও অন্য কোনও কারণ রয়েছে কিনা, তা তদন্ত শেষ হলে এবং ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান এসআই।