X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

রাতেও ভারী বৃষ্টি, যানজটে ভোগান্তিতে নগরবাসী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ অক্টোবর ২০২৩, ০৫:৪৩আপডেট : ০৬ অক্টোবর ২০২৩, ০৬:৩৩

বৃহস্পতিবার দুপুরে দিনভর থেমে থেমে বৃষ্টি। সন্ধ্যা নামতেই রাজধানীজুড়ে ভারী বৃষ্টি শুরু হয়, ভোরপর্যন্ত একই পরিস্থিতি। এতে বিভিন্ন সড়কে দেখা দিয়েছে জলজট। রাস্তায় থাকা যানবাহনগুলো সড়কে উঠে যাওয়া পানির কারণে একদিকে ধীরগতি অন্যদিকে তীব্র যানজট। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা। রাত ১২টার দিকেও যানজটের কারণে ঘরে ফিরতে দেরি হয় ঘরমুখী মানুষের।

রাজধানীর মিরপুর, বনানী, ফার্মগেট, ধানমন্ডি এবং আসাদ গেট এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, চলমান বৃষ্টির কারণে অনেক সড়ক পানিতে প্লাবিত। এতে যান চলাচল বিঘ্নিত হচ্ছে। পানিতে ডুবে অনেক যানবাহন স্টার্ট নিচ্ছে না। সবচেয়ে বড় ভোগান্তিতে পড়েন অফিস শেষে ঘর মুখ মানুষ। বাসায় ফিরতে কারও ৩-৪ ঘণ্টাও লেগে যায়।

কাওরান বাজার থেকে অফিস শেষে বাসায় ফেরার পথে কথা হয় সেহরিনের সঙ্গে। তিনি বাংলা ট্রিবিউনকে বলেছেন, একদিকে যানজট অন্যদিকে জলজট। এতে নগরবাসীর ভোগান্তি বাড়ে।  বৃষ্টি এলে গরমের থেকে কিছুটা নিস্তার পাওয়া যায়, কিন্তু সড়কে উল্টো প্রভাব পড়ে। এক কথায় সবকিছু যেন স্থবির হয়ে যায়। 

ভারী বৃষ্টিতে ভোগান্তিতে মানুষ: ছবি: বাংলা ট্রিবিউন

মিরপুর ১০ নম্বর থেকে ফার্মগেট যাওয়ার জন্য অপেক্ষারত তন্বী বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘বৃষ্টির কারণে এক ঘণ্টার বেশি সময় দাঁড়িয়ে আছি, কিন্তু কোনও গাড়ি পাচ্ছি না। মিরপুর ১২ নম্বর থেকে যেসব গাড়িগুলো এদিক দিয়ে আসছে সবগুলোতেই ভিড়। এদিকে রাত হয়ে গেছে, দেখি আর কিছুক্ষণ অপেক্ষা করব না হয় অন্য ব্যবস্থায় যেতে হবে।’

বৃষ্টি এলেই রাস্তায় যেমন আটকে থাকতে হয়, তেমনি পকেট থেকে বাড়তি টাকাও বেরিয়ে যায় জানিয়ে সালমান নামের একজন ব্যবসায়ী বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘ব্যবসায়িক কাজে মিরপুর ১ নম্বর এসেছিলাম। আসার সময় হালকা বৃষ্টি ছিল। কিন্তু রাত ৯টায়ও ফেরার উপায় দেখছি না। মিরপুর ১ নম্বরের চাইনিজের রাস্তায় পানি উঠেছে। সামনে কি অবস্থা জানি না। গাড়ির জন্য অপেক্ষা করছি। কয়েকটি সিএনজিকেও বলেছি তারা তিন থেকে চার গুণ বেশি ভাড়া দাবি করছে।’

ঢাকা মেট্রোপলিটন পুলিশ তেজগাঁও ট্রাফিক বিভাগের একজন কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘ফার্মগেট, শ্যামলী, আসাদ গেট, ধানমন্ডি ২৭ ও মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় বৃষ্টির পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এসব কারণে যানবাহন ধীরগতি এবং কোথাও স্থবির হয়ে পড়েছে। আমরা যতটুকু সম্ভব ট্রাফিক পুলিশের সদস্যরা বৃষ্টিতে গাড়ি চলাচলের সুযোগ তৈরি করে দিচ্ছি। যানজট নিরসনে আমরা কাজ করছি।’

/আরটি/এলকে/
সম্পর্কিত
টিপু-প্রীতি হত্যা: আ.লীগ নেতাসহ ৩৩ জনের বিচার শুরু
আজ কি বৃষ্টি হবে?
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ আজ
সর্বশেষ খবর
ভারতকে নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির খসড়া সূচি করেছে পাকিস্তান
ভারতকে নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির খসড়া সূচি করেছে পাকিস্তান
ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
টিপু-প্রীতি হত্যা: আ.লীগ নেতাসহ ৩৩ জনের বিচার শুরু
টিপু-প্রীতি হত্যা: আ.লীগ নেতাসহ ৩৩ জনের বিচার শুরু
ঘনঘন শ্যাম্পু ব্যবহারে চুল রুক্ষ হয়ে যাচ্ছে? জেনে নিন সমাধান
ঘনঘন শ্যাম্পু ব্যবহারে চুল রুক্ষ হয়ে যাচ্ছে? জেনে নিন সমাধান
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড