X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

পদ্মা ব্যাংকের এমডিকে তলব সংসদীয় কমিটির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ অক্টোবর ২০২৩, ১৭:৩৯আপডেট : ১৭ অক্টোবর ২০২৩, ১৭:৩৯

বেসরকারি খাতের পদ্মা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) তলব করেছে সংসদীয় কমিটি। ওই ব্যাংকে গচ্ছিত জলবায়ু ট্রাস্টের টাকা আদায়ের লক্ষ্যে কমিটি ব্যাংকের এমডিকে পরবর্তী বৈঠকে উপস্থিত থাকতে বলেছে। আগামী ১ নভেম্বর সংসদীয় কমিটির পরবর্তী বৈঠক হতে পারে বলে জানা গেছে।

মঙ্গলবার (১৭ অক্টোবর) সংসদ ভবনে অনুষ্ঠিত জাতীয় সংসদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে তাকে তলবের সিদ্ধান্ত হয়।

এ বিষয়ে কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করলাম— আমরা কিছু অর্থ দিয়েছিলাম ফারমার্স ব্যাংক-কে, পরবর্তীকালে সেটা হয়েছে পদ্মা ব্যাংক। আমরা সেটার আপডেট তথ্য চেয়েছি, যা কমিটির পরবর্তী বৈঠকে আসবে।’

তিনি বলেন, ‘প্রাথমিকভাবে জেনেছি, ওই ব্যাংক থেকে রি-পেমেন্টের একটা নতুন শিডিউল দেওয়া হয়েছে। সেটা জানুয়ারি মাস থেকে শুরু হওয়ার কথা ছিল। সেই শিডিউল অনুযায়ীও আমরা পেমেন্টগুলো পাচ্ছি না।’

সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পদ্মা ব্যাংকে রক্ষিত জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের এফডিআরকৃত ৫৩৬ কোটি টাকা আদায়ে কমিটি যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করেছে।

বৈঠকে ভারত, শ্রীলঙ্কা, মালয়েশিয়া এবং ভিয়েতনামের মতো বাংলাদেশের রাবারকে কৃষিপণ্য হিসেবে ঘোষণার যথাযথ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। এছাড়া আগামী ১০ বছরের মধ্যে জীবনচক্র হারাতে পারে— এমন রাবার গাছের হালনাগাদ তালিকাসহ সরকারি ও বেসরকারি রাবার বাগানের হালনাগাদ তালিকা পরবর্তী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করা হয়।

বৈঠকে আগামী কপ-২৮ সম্মেলনের আগে জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ে একটি সম্ভাব্য তালিকা প্রণয়নের সুপারিশ আসে কমিটির বৈঠক থেকে।

বৈঠকে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের গবেষণা কার্যক্রম জোরদার ও ফলপ্রসূ করার লক্ষ্যে বাজেট বৃদ্ধি এবং নীলফামারীর ডোমার উপজেলায় অবস্থিত আঞ্চলিক বাঁশ গবেষণা কেন্দ্রটি লিজ প্রদানের সুপারিশ করে কমিটি।

কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী হাবিবুন নাহার এবং খোদেজা নাসরিন আক্তার হোসেন বৈঠকে অংশগ্রহণ করেন।

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
ডেমু ট্রেনের সরবরাহকারীদের তলব করলো সংসদীয় কমিটি
বিটিভির তিন জেলা প্রতিনিধি পরিবর্তনের সুপারিশ, কনটেন্ট নিয়েও আলোচনা
প্রাণিসম্পদ অধিদফতরের দুর্নীতির অভিযোগ তদন্ত করবে সংসদীয় কমিটি
সর্বশেষ খবর
নারী ফুটবল দলকে ৫০ লাখ টাকার পুরস্কার ঘোষণা ক্রীড়া উপদেষ্টার
নারী ফুটবল দলকে ৫০ লাখ টাকার পুরস্কার ঘোষণা ক্রীড়া উপদেষ্টার
কেনিয়ায় গণতন্ত্রপন্থিদের বিক্ষোভে পুলিশের গুলি
কেনিয়ায় গণতন্ত্রপন্থিদের বিক্ষোভে পুলিশের গুলি
জরুরি আইন রাজনৈতিকভাবে ব্যবহার না করার বিষয়ে একমত দলগুলো: আলী রীয়াজ
জরুরি আইন রাজনৈতিকভাবে ব্যবহার না করার বিষয়ে একমত দলগুলো: আলী রীয়াজ
রুশ হামলায় ইউক্রেনে নিহত ৪, আহত অর্ধশতাধিক
রুশ হামলায় ইউক্রেনে নিহত ৪, আহত অর্ধশতাধিক
সর্বাধিক পঠিত
প্রসিকিউশন গণহত্যার দালিলিক প্রমাণ দিতে পারেনি: শেখ হাসিনার স্টেট ডিফেন্স
প্রসিকিউশন গণহত্যার দালিলিক প্রমাণ দিতে পারেনি: শেখ হাসিনার স্টেট ডিফেন্স
বাংলাদেশে নিজের অনেক ভক্ত জানার পর যা বললেন কেট উইন্সলেট
বাংলাদেশে নিজের অনেক ভক্ত জানার পর যা বললেন কেট উইন্সলেট
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
নদীতে ইলিশের দেখা মিলছে না কেন
নদীতে ইলিশের দেখা মিলছে না কেন
আসন্ন নির্বাচনে এগিয়ে বিএনপি, দ্বিতীয় জামায়াত: সানেমের জরিপ
আসন্ন নির্বাচনে এগিয়ে বিএনপি, দ্বিতীয় জামায়াত: সানেমের জরিপ