X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

শেখ রাসেলের জন্মদিনে ‘এক ঘণ্টার কাউন্সিলর’ হলো স্কুলছাত্র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ অক্টোবর ২০২৩, ১৭:০১আপডেট : ১৮ অক্টোবর ২০২৩, ১৭:০৬

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিনে ভিন্নধর্মী আয়োজন করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ২১ নম্বর ওয়ার্ড। ‘এক ঘণ্টার কাউন্সিলর’ শীর্ষক প্রতীকী এই অনুষ্ঠানের আয়োজন করেন ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ।

বুধবার (১৮ অক্টোবর) দুপুরে রাজধানীর পরীবাগে ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে এই প্রতীকী কাউন্সিলরের আয়োজন করা হয়। রাজধানীর এলিফ্যান্ট রোডের বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্র মোহাম্মদ সিয়াম ২১ নম্বর ওয়ার্ডের প্রতীকী দায়িত্ব পালন করে। তার বয়ম ১২ বছর।

‘এক ঘণ্টার কাউন্সিলর’ হিসেবে স্কুলছাত্র মোহাম্মদ সিয়ামকে দায়িত্ব বুঝিয়ে দেন ডিএসসিসি’র ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ

সিয়াম বলে, আমরা শিক্ষার্থীরা অনেকেই খেয়ালখুশিতে যেখানে সেখানে চিপস, চানাচুর কিংবা বিভিন্ন খাবারের প্যাকেট ফেলি। এগুলো আমাদের নগরের পরিবেশকে দূষিত করছে। সবার সচেতনতা ও সহযোগিতায় আমরা তা দূর করব। কাউন্সিলরের একার পক্ষে ওয়ার্ডকে পরিচ্ছন্ন করা সম্ভব নয়। তাই সমাজের শিক্ষার্থী-অভিভাবকসহ সবাইকে এগিয়ে আসতে হবে।

সে আরও বলে, মশা বর্তমানে বড় সমস্যা। মশা নিধনে পরিষ্কার থাকার বিকল্প নেই। ছাদসহ কোথাও যাতে পানি না জমে সেদিকে সচেতন থাকতে হবে।

চাকরিজীবী বাবা সিয়ামকে এক ঘণ্টার প্রতীকী কাউন্সিলরের দায়িত্ব নিতে উৎসাহিত করেছেন জানিয়ে সে বলে, এই ঘটনায় আমি গর্ববোধ করছি। ভবিষ্যতে আমি একজন সমাজ সচেতন ও মানবিক মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে চাই।

কাউন্সিলর আসাদুজ্জামান জানান, শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে স্বপ্নযাত্রা ফাউন্ডেশন ও ২১ নম্বর ওয়ার্ডের যৌথ উদ্যোগে মাদ্রাসার ৫০জন শিক্ষার্থীর মধ্যে শেখ রাসেলের জীবনী সংবলিত বই বিতরণ করা হয়। পাশাপাশি শিশুদের আগামী দিনের যোগ্য জনপ্রতিনিধি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে উৎসাহ দিতে ‘এক ঘণ্টার কাউন্সিলর’ শিরোনামে এই প্রতীকী আয়োজন করা হয়।

মাদ্রাসার ৫০জন শিক্ষার্থীর মধ্যে শেখ রাসেলের জীবনী সংবলিত বই বিতরণ

তিনি মনে করেন, এই আয়োজন শিশুদের মধ্যে শেখ রাসেলের জীবনী- আদর্শ ছড়িয়ে দেওয়ার পাশাপাশি শিশুদের আগামী দিনের যোগ্য জনপ্রতিনিধি হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে ২১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি মজুমদার মকবুল হোসেন, সহ-সভাপতি ফণী ভূষণ, সাবেক সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শাওন, সিরাজুল ইসলাম, আবুল কাশেম, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা জাকির হোসেন কোতোয়াল, শহিদুল ইসলামসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

/এএইচএ/এফএস/
সম্পর্কিত
পারভেজ হত্যা মামলায় টিনা গ্রেফতার, ৫ দিনের রিমান্ড আবেদন
বুদ্ধ পূর্ণিমায় ঢাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের স্বপদে পুনর্বহালের দাবি
সর্বশেষ খবর
উদ্বিগ্ন অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের ভারত ছেড়ে দেশে ফেরার তোড়জোড়
উদ্বিগ্ন অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের ভারত ছেড়ে দেশে ফেরার তোড়জোড়
সরকার আ.লীগ নিষিদ্ধ করার দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে: প্রেস উইং
সরকার আ.লীগ নিষিদ্ধ করার দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে: প্রেস উইং
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সমাবেশ শুরু
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সমাবেশ শুরু
আগুনে পুড়ে গেছে রাজবাড়ীর এক ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টার
আগুনে পুড়ে গেছে রাজবাড়ীর এক ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টার
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ