X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১
বাংলা ট্রিবিউন বৈঠকি

ক্রিকেটের বিশ্বকাপ আমাদের কবে হবে?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ অক্টোবর ২০২৩, ১৯:৪২আপডেট : ২১ অক্টোবর ২০২৩, ১৯:৫৩

ক্রিকেটের বিশ্বকাপ আমাদের হওয়া উচিত খুব দ্রুত। কিন্তু আমাদের ক্রিকেট এক পা এগোলে আবার দুই পা পিছিয়ে যায়। বাংলাদেশের ওয়ানডে ক্রিকেট যে মাত্রায় এগিয়েছে, সেই মাত্রায় আমরা স্বাভাবিকভাবেই আশা করতে পারি দিনটি বেশি দূরে নয়। যদি ইউনিক দল হিসেবে আরও ম্যাচ খেলতে পারি, তাহলে মনে হয় না আমাদের বিশ্বকাপ জেতা অনেক দূরে।

দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে ‘ক্রিকেটের বিশ্বকাপ আমাদের কবে হবে’ শীর্ষক বৈঠকিতে এসব কথা বলেন ক্রিকেট বিশ্লেষকরা। শনিবার (২১ সেপ্টেম্বর) বিকালে শুরু হয় বাংলা ট্রিবিউনের নিয়মিত এই আয়োজন।

এটিএন নিউজের বার্তাপ্রধান প্রভাষ আমিনের সঞ্চালনায় বৈঠকিতে অংশ নেন সিনিয়র সাংবাদিক নোমান মোহাম্মদ, বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক শাহরিয়ার নাফিস এবং ইউল্যাব ক্রিকেট দলের সহ-অধিনায়ক শাবাব জামিল ফেরদৌস।

নোমান মোহাম্মদ বলেন, ক্রিকেটের বিশ্বকাপ আমাদের হওয়া উচিত খুব দ্রুত। কিন্তু আমাদের ক্রিকেট এক পা এগোলে দুই পা পিছিয়ে যায়। এবারের বিশ্বকাপ বাংলাদেশের হওয়া যে অসম্ভব ছিল, সেটা মনে হয় না। যদি ছয় মাস আগের হিসাব করি, অন্তত সেমিফাইনাল খেলা বাংলাদেশের জন্য খুবই বাসবসম্মত লক্ষ্য ছিল।

তিনি আরও বলেন, সেমিফাইনাল খেললে দুই ম্যাচের দূরত্বে থাকি বিশ্বকাপ জয় থেকে। তারপর অফ দ্য ফিল্ড যেসব ঘটনা ঘটেছে, সেগুলো বাংলাদেশের ক্রিকেটকে অনেক পিছিয়ে দিয়েছে। অন্তত এই বিশ্বকাপ বিবেচনা করলে অনেক পিছিয়ে দিয়েছে।

বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক শাহরিয়ার নাফিস বলেন, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল সম্প্রতি যেসব দ্বিপাক্ষিক সিরিজে জয়লাভ করেছে, সেই সাফল্য বাংলাদেশের দর্শক-খেলোয়াড়সহ সবাইকে অনেক আশা দিয়েছে এবং এই যে আশা তৈরি হয়েছে, এটাই বাংলাদেশ ক্রিকেট দলের অর্জন।

তার মতে, যদি দিনক্ষণ হিসাব করে প্রশ্ন করেন কবে বাংলাদেশ বিশ্বকাপ জিতবে, এটা বলা খুব কঠিন। কারণ এভাবে বলা অনেক ক্ষেত্রেই সম্ভব হয় না। তবে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ যে মাত্রায় এগিয়েছে, সেই মাত্রায় স্বাভাবিকভাবেই আশা করতে পারি দিনটি বেশি দূরে নয়।

ইউল্যাব ক্রিকেট দলের সহ-অধিনায়ক শাবাব জামিল ফেরদৌস বলছেন, এবারের বিশ্বকাপে একটা উচ্চাকাঙ্ক্ষা ছিল যে একটা ভালো কিছু হবে। কিন্তু আমরা ইউনিক পারফর্ম করতে পারিনি। একেকটি ম্যাচে দেখা গেছে যে খেলোয়াড়রা মিলিতভাবে পারফর্ম করতে পারছেন না। যদি ইউনিক দল হিসেবে আরও ম্যাচ খেলতে পারি, তাহলে মনে হয় না আমাদের বিশ্বকাপ জেতা অনেক দূরে।

এ বৈঠকি সরাসরি সম্প্রচার করেছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) সহযোগিতায় বৈঠকিটি অনুষ্ঠিত হচ্ছে।

আরও পড়ুন:

ইউনিক দল হিসেবে খেললে বিশ্বকাপ জেতা দূরে নয়: শাবাব জামিল

বিশ্বকাপ-পূর্ব ঘটনা বাংলাদেশ ক্রিকেটকে পিছিয়ে দিয়েছে: নোমান মোহাম্মদ

বিশ্বকাপের আশা তৈরি হওয়া ক্রিকেট দলের একটা অর্জন: শাহরিয়ার নাফিস

‘ক্রিকেটের বিশ্বকাপ আমাদের কবে হবে’ শীর্ষক বৈঠকি শুরু

/এসও/এনএআর/
সম্পর্কিত
সরকারের ১০০ দিনে নানা চ্যালেঞ্জ
ফেসবুকে নিজের সমালোচনা দেখে হাসি পায় সাকিবের
‘রানা প্লাজার দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে কর্মক্ষেত্রকে নিরাপদ করতে হবে’
সর্বশেষ খবর
কাপ্তাই হ্রদে নাব্য সংকট, ৫ উপজেলার যোগাযোগ বন্ধ
কাপ্তাই হ্রদে নাব্য সংকট, ৫ উপজেলার যোগাযোগ বন্ধ
কলকাতা স্টেশনে অর্থ পাচারের অভিযোগে গ্রেফতার বাংলাদেশি
কলকাতা স্টেশনে অর্থ পাচারের অভিযোগে গ্রেফতার বাংলাদেশি
তীব্র গরমে নির্বাচনি প্রচারণায় আ.লীগ নেতার মৃত্যু
তীব্র গরমে নির্বাচনি প্রচারণায় আ.লীগ নেতার মৃত্যু
দেশে আগ্রাসী শাসন চলছে: দিলারা চৌধুরী
দেশে আগ্রাসী শাসন চলছে: দিলারা চৌধুরী
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু