X
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
২৪ আষাঢ় ১৪৩২

ভৈরবে ট্রেন সংঘর্ষে আহত ৬ জনকে ঢাকা মেডিক্যালে আনা হয়েছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ অক্টোবর ২০২৩, ০০:৫৫আপডেট : ২৪ অক্টোবর ২০২৩, ০১:০১

কিশোরগঞ্জের ভৈরব জংশনে ভয়াবহ ট্রেন সংঘর্ষের ঘটনায় আহত একই পরিবারের (দুই শিশুসহ) পাঁচ জনসহ ছয় জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়েছে। তাদের একজন হাসপাতালে ভর্তি, বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আহতদের চিকিৎসার জন্য সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা মেডিক্যালে আনা হয়। এর আগে সোমবার বিকালে কিশোরগঞ্জের ভৈরব জংশনে দুর্ঘটনাটি ঘটে।

আহতরা হলেন–জীবন মিয়া (৪০), তার স্ত্রী গার্মেন্টসকর্মী খাদিজা বেগম (৩৫), মেয়ে তন্নিমা (১৫), দুই ছেলে জিয়াদ (১০) ও সোয়াদ (৮) এবং ভাঙ্গারি ব্যবসায়ী আবুল কাশেম (৫৫)।

সত্যতা নিশ্চিত করেন ঢামেকের ক্যাজুয়ালিটি বিভাগের আবাসিক চিকিৎসক মো. আলাউদ্দিন।

তিনি বলেন, ট্রেন দুর্ঘটনায় একই পরিবারের পাঁচ জনসহ ছয় জন আহত হয়ে ঢাকা মেডিক্যালে এসেছেন। তাদের মধ্যে পাঁচ জনের অবস্থা ভালো। তবে শরীরে সামান্য জখম আছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এদের মধ্যে শিশু সোয়াদের বাম চোখে আঘাত রয়েছে। তার পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা চলছে।

ট্রেন দুর্ঘটনার খবর শোনার পর থেকেই জরুরি বিভাগে অতিরিক্ত চিকিৎসক নার্স রাখা হয়েছে বলে জানান এই চিকিৎসক।

আহত জীবন মিয়া জানান, তাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ সদর মাথিয়া গ্রামে। তার স্ত্রী খাদিজা নারায়ণগঞ্জ ভুলতা গাউছিয়া একটি গার্মেন্টসে চাকরি করেন। সেখানেই থাকেন। তার স্ত্রীর এক ভাই দেশের বাহিরে থাকতেন। সেখান থেকে গ্রামে এসেছিলেন। সে কারণেই দেখা করতে সপরিবারে গত পাঁচদিন আগে নারায়ণগঞ্জ থেকে কিশোরগঞ্জে গিয়েছিলেন।

সোমবার ভুলতা গাউছিয়া আসার উদ্দেশ্যে গ্রাম থেকে রওনা দেন। সেখানে কচি হাটা রেলস্টেশন থেকে দুপুর দেড়টার দিকে এগারোসিন্ধুর গোধূলী ট্রেনে ওঠেন। পথে ট্রেন দুর্ঘটনায় তারা একই পরিবারের ৫ জন আহত হন।

/এআইবি/আরটি/আরআইজে/
সম্পর্কিত
যাত্রাবাড়ীতে স্বামীকে হত্যা ও স্ত্রী আহত করে ডাকাতি
ডেমরায় যুবকের মরদেহ উদ্ধার
স্বামী-স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নেওয়ার একদিন পর নারীর মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
ব্লেন্ডার থেকে মসলার গন্ধ দূর করবেন যেভাবে
ব্লেন্ডার থেকে মসলার গন্ধ দূর করবেন যেভাবে
কর‌বিনের বিন কি ব্রিটিশ রাজনী‌তিতে সুর তুলতে পারবে
কর‌বিনের বিন কি ব্রিটিশ রাজনী‌তিতে সুর তুলতে পারবে
যাত্রাবাড়ীতে স্বামীকে হত্যা ও স্ত্রী আহত করে ডাকাতি
যাত্রাবাড়ীতে স্বামীকে হত্যা ও স্ত্রী আহত করে ডাকাতি
টেক্সাসে বন্যায় মৃতের সংখ্যা ১০০ ছাড়াল
টেক্সাসে বন্যায় মৃতের সংখ্যা ১০০ ছাড়াল
সর্বাধিক পঠিত
মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর তথ্য সংগ্রহ করেছে মন্ত্রণালয়
মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর তথ্য সংগ্রহ করেছে মন্ত্রণালয়
আপাতত আন্দোলন নয়, অধ্যাদেশ জারির পর সিদ্ধান্ত
আপাতত আন্দোলন নয়, অধ্যাদেশ জারির পর সিদ্ধান্ত
বাংলাদেশে নিজের অনেক ভক্ত জানার পর যা বললেন কেট উইন্সলেট
বাংলাদেশে নিজের অনেক ভক্ত জানার পর যা বললেন কেট উইন্সলেট
‘আ.লীগের সদস্যরা যেন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে না পারে’
‘আ.লীগের সদস্যরা যেন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে না পারে’
প্রসিকিউশন গণহত্যার দালিলিক প্রমাণ দিতে পারেনি: শেখ হাসিনার স্টেট ডিফেন্স
প্রসিকিউশন গণহত্যার দালিলিক প্রমাণ দিতে পারেনি: শেখ হাসিনার স্টেট ডিফেন্স