X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১
বিএনপিপন্থি ব্যবসায়ীর সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে ভূমিমন্ত্রী

‘জাস্ট গেট টুগেদার, দ্যাটস অল’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ অক্টোবর ২০২৩, ১৮:০১আপডেট : ২৬ অক্টোবর ২০২৩, ২০:০৭

বিএনপিপন্থি ব্যবসায়ী সৈয়দ আলতাফ হোসেনের দেওয়া নৈশভোজে অংশ নেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। এ নিয়ে আলোচনা তৈরি হলে বিষয়টির ব্যাখ্যা দিয়েছেন মন্ত্রী। তিনি দাবি করেন, আলতাফ হোসেন তার ‘দীর্ঘদিনের সিনিয়র ফ্রেন্ড’। ‘পলিটিক্স উনি কতটুকু করেন আমি জানি না। আমার সঙ্গে তার পলিটিক্যাল কোনও সম্পর্ক নাই। ব্যক্তিগত সম্পর্ক প্রায় ৩০ বছরের’ যোগ করেন সাইফুজ্জামান চৌধুরী।

বুধবার (২৫ অক্টোবর) রাতে বিএনপিপন্থি ব্যবসায়ী সৈয়দ আলতাফ হোসেনের ডিনারে উপস্থিত হওয়ার বিষয়ে জানতে চাইলে ভূমিমন্ত্রী টেলিফোনে সাংবাদিকদের এসব কথা বলেন।

এ সময় ভূমিমন্ত্রী বলেন, এর আগেও ২০১৯ সালে ওনার আগের ইউএস অ্যাম্বাসেডরের দাওয়াত ছিল, আমি তখনও গিয়েছিলাম। সেটা ছিল গেট টুগেদার। সেখানে ইউএস অ্যাম্বাসেডরের সঙ্গে দেখা হলো, আরও অনেকের সঙ্গে দেখা হলো। হ্যাঁ, সেখানে অনেক বিএনপি নেতা দেখলাম। কিন্তু কোনও পলিটিক্যাল আলোচনা আমার সঙ্গে হয়নি। জাস্ট গেট টুগেদার, দ্যাটস অল।

সাইফুজ্জামান চৌধুরী বলেন, আমি সেখানে ব্যবসায়ীক প্রতিনিধি হিসেবে গিয়েছিলাম। ফ্রেন্ড এবং ব্যবসায়ী হিসেবে গিয়েছিলাম। এর বাইরে কিছু না।

পিটার হাসের সঙ্গে কোনও আলাপ হয়নি জানিয়ে তিনি বলেন, আমি কোনও পলিটিক্যাল আলাপ করিনি। আমি জাস্ট নরমাল... আমি আমেরিকায় ছিলাম, পড়াশোনা করেছি। আসা যাওয়া করেছি, তার সঙ্গে আমার দেখা হয়েছে। সব কিছুই ছিল পলিটিক্সের বাইরে।

আলতাফ হোসেন পলিটিক্যাল পার্টির সঙ্গে সরাসরি সম্পৃক্ত না বলেই জানি মন্তব্য করে ভূমিমন্ত্রী বলেন, এটা সত্য যে সেখানে অনেক বিএনপি নেতা ছিলেন। আবার অনেক ব্যবসায়ীও ছিলেন।

তিনি বলেন, তাদের মধ্যে টুকটাক আলাপ হয়েছে। যেমন- কেমন হবে ২৮ অক্টোবর। দ্যাটস অল, ক্যাজুয়াল। এত কিছু সিরিয়াস ডিসকাশন নয়। তারা আলাপ আলোচনা করছিল, আমি বললাম লেটস এনজয় দ্য ডিনার। পলিটিক্যাল কথা না বলে আমরা ডিনারটা এনজয় করি।

/এসআই/জেডএ/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
সমবায়ভিত্তিক কৃষি ব্যবস্থায় যার জমি তারই থাকবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
সর্বশেষ খবর
জাকিরের বিস্ফোরক ব্যাটিংয়ে প্রাইম ব্যাংকের বড় জয়
জাকিরের বিস্ফোরক ব্যাটিংয়ে প্রাইম ব্যাংকের বড় জয়
অবশেষে মোংলায় ঝরলো কাঙ্ক্ষিত বৃষ্টি
অবশেষে মোংলায় ঝরলো কাঙ্ক্ষিত বৃষ্টি
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
টি-টোয়েন্টি বিশ্বকাপের আম্পায়ার তালিকায় সৈকত
টি-টোয়েন্টি বিশ্বকাপের আম্পায়ার তালিকায় সৈকত
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ