X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২
বিএনপিপন্থি ব্যবসায়ীর সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে ভূমিমন্ত্রী

‘জাস্ট গেট টুগেদার, দ্যাটস অল’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ অক্টোবর ২০২৩, ১৮:০১আপডেট : ২৬ অক্টোবর ২০২৩, ২০:০৭

বিএনপিপন্থি ব্যবসায়ী সৈয়দ আলতাফ হোসেনের দেওয়া নৈশভোজে অংশ নেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। এ নিয়ে আলোচনা তৈরি হলে বিষয়টির ব্যাখ্যা দিয়েছেন মন্ত্রী। তিনি দাবি করেন, আলতাফ হোসেন তার ‘দীর্ঘদিনের সিনিয়র ফ্রেন্ড’। ‘পলিটিক্স উনি কতটুকু করেন আমি জানি না। আমার সঙ্গে তার পলিটিক্যাল কোনও সম্পর্ক নাই। ব্যক্তিগত সম্পর্ক প্রায় ৩০ বছরের’ যোগ করেন সাইফুজ্জামান চৌধুরী।

বুধবার (২৫ অক্টোবর) রাতে বিএনপিপন্থি ব্যবসায়ী সৈয়দ আলতাফ হোসেনের ডিনারে উপস্থিত হওয়ার বিষয়ে জানতে চাইলে ভূমিমন্ত্রী টেলিফোনে সাংবাদিকদের এসব কথা বলেন।

এ সময় ভূমিমন্ত্রী বলেন, এর আগেও ২০১৯ সালে ওনার আগের ইউএস অ্যাম্বাসেডরের দাওয়াত ছিল, আমি তখনও গিয়েছিলাম। সেটা ছিল গেট টুগেদার। সেখানে ইউএস অ্যাম্বাসেডরের সঙ্গে দেখা হলো, আরও অনেকের সঙ্গে দেখা হলো। হ্যাঁ, সেখানে অনেক বিএনপি নেতা দেখলাম। কিন্তু কোনও পলিটিক্যাল আলোচনা আমার সঙ্গে হয়নি। জাস্ট গেট টুগেদার, দ্যাটস অল।

সাইফুজ্জামান চৌধুরী বলেন, আমি সেখানে ব্যবসায়ীক প্রতিনিধি হিসেবে গিয়েছিলাম। ফ্রেন্ড এবং ব্যবসায়ী হিসেবে গিয়েছিলাম। এর বাইরে কিছু না।

পিটার হাসের সঙ্গে কোনও আলাপ হয়নি জানিয়ে তিনি বলেন, আমি কোনও পলিটিক্যাল আলাপ করিনি। আমি জাস্ট নরমাল... আমি আমেরিকায় ছিলাম, পড়াশোনা করেছি। আসা যাওয়া করেছি, তার সঙ্গে আমার দেখা হয়েছে। সব কিছুই ছিল পলিটিক্সের বাইরে।

আলতাফ হোসেন পলিটিক্যাল পার্টির সঙ্গে সরাসরি সম্পৃক্ত না বলেই জানি মন্তব্য করে ভূমিমন্ত্রী বলেন, এটা সত্য যে সেখানে অনেক বিএনপি নেতা ছিলেন। আবার অনেক ব্যবসায়ীও ছিলেন।

তিনি বলেন, তাদের মধ্যে টুকটাক আলাপ হয়েছে। যেমন- কেমন হবে ২৮ অক্টোবর। দ্যাটস অল, ক্যাজুয়াল। এত কিছু সিরিয়াস ডিসকাশন নয়। তারা আলাপ আলোচনা করছিল, আমি বললাম লেটস এনজয় দ্য ডিনার। পলিটিক্যাল কথা না বলে আমরা ডিনারটা এনজয় করি।

/এসআই/জেডএ/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
অবশেষে জুলাইয়ে চালু হচ্ছে ভূমি মালিকানা সনদ
ভূমি মালিকানা ও ব্যবহার আইনের ভবিষ্যৎ অনিশ্চিত, অধরাই রয়েছে ‘ভূমি স্মার্ট কার্ড’
আধুনিক ‘ল্যান্ড সার্ভিস গেটওয়ে’ চালুর উদ্যোগ
সর্বশেষ খবর
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি
মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক