চলমান হরতাল-অবরোধে গণপরিবহনে আগুন ও বিভিন্ন স্থাপনায় ভাঙচুরকারীকে ধরিয়ে দিলে পুরস্কার দেবে পুলিশ সদর দফতর। মঙ্গলবার (৭ নভেম্বর) পুলিশ সদর দফতরের তথ্য কর্মকর্তা কামরুল আহসান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, চলমান অবরোধ-হরতালে পরিবহন ও বিভিন্ন স্থাপনা ভাঙচুর, অগ্নিসংযোগকারীদের উপযুক্ত প্রমাণসহ ধরিয়ে দিলে অথবা সুনির্দিষ্ট তথ্য দিলে ২০ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে পুলিশ সদর দফতর।
তিনি আরও বলেন, ভাঙচুর ও অগ্নিসংযোগকারীর বিষয়ে সঠিক তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে।
এর আগে রাজধানীতে বাসে আগুন ও ভাংচুরের সঙ্গে জড়িতদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।
আরও পড়ুন:
গাড়িতে আগুন দেওয়ায় জড়িতদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার